ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
101. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ কি নামে পরিচিত?
- ক. ওশেনিয়া
- খ. ইউরেশিয়া
- গ. বলশেভিয়া
- ঘ. পলিনেশিয়া
উত্তরঃ ওশেনিয়া
102. আদমশুমারি অনুষ্ঠিত হয় প্রতি -
- ক. ৫ বছর পর
- খ. ৮ বছর পর
- গ. ১০ বছর পর
- ঘ. ১২ বছর পর
উত্তরঃ ১০ বছর পর
- ক. মঙ্গল গ্রহ
- খ. বুধ গ্রহ
- গ. বৃহস্পতি গ্রহ
- ঘ. শনি গ্রহ
উত্তরঃ মঙ্গল গ্রহ
105. বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী-বায়ু প্রবাহিত হয় কোন মাসে?
- ক. আগস্ট-সেপ্টেম্বর
- খ. মে-জুন
- গ. নভেম্বর-ডিসেম্বর
- ঘ. ফেব্রুয়ারি-মার্চ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ২২ ডিসেম্বর
- খ. ২১ মার্চ
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২১ জুন
উত্তরঃ ২২ ডিসেম্বর
107. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
- ক. ২০৩ সে.মি.
- খ. ২০৫ সে.মি.
- গ. ২০৭ সে.মি.
- ঘ. ২০৯ সে.মি.
উত্তরঃ ২০৩ সে.মি.
110. টাইটানিক জাহাজ কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়?
- ক. ১৮০২
- খ. ১৮৩২
- গ. ১৯১২
- ঘ. ১৯২২
উত্তরঃ ১৯১২
111. বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় -
- ক. শিশির
- খ. রোদ
- গ. কুয়াশা
- ঘ. ক ও গ
উত্তরঃ ক ও গ
112. আবহাওয়ায় ৯০% আদ্র্রতা মানে -
- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
- খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
- গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
- ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
113. বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষেত্র
- ক. জাফোর্ড পয়েন্ট
- খ. হাতিয়া প্রণালী
- গ. সাঙ্গু
- ঘ. হিরণ পয়েন্ট
উত্তরঃ সাঙ্গু
116. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
- ক. পূর্ব প্রস্তুতি
- খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
- গ. সাড়াদান
- ঘ. পুনরুদ্ধার
উত্তরঃ দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
117. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
- ক. দ্রাঘিমা রেখা
- খ. বিষুব রেখা
- গ. কর্কটক্রান্তি রেখা
- ঘ. মকরক্রান্তি রেখা
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
119. 'The Land of the Thunder Dragon' (বজ্র ড্রাগনের দেশ) হিসেবে পরিচিত কোন দেশটি?
- ক. ভুটান
- খ. হংকং
- গ. চীন
- ঘ. নেপাল
উত্তরঃ ভুটান
120. রাত ১১.৫৯ মিনিটে তুমুল ঝড় বৃষ্টি হলে, ঠিক ৭২ ঘণ্টা পর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
- ক. ২৫%
- খ. ১০০%
- গ. ০%
- ঘ. ৫০%
উত্তরঃ ০%
121. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
- ক. আংকারা
- খ. কাজাখস্তান
- গ. ইস্তাম্বুল
- ঘ. লিসবন
উত্তরঃ ইস্তাম্বুল
122. What are the full forms of the a.m. and p.m?
- ক. ante merideam and pre meridieam
- খ. after meridieim and post meridieam
- গ. ante meridiem and post meridiem
- ঘ. ante midaight and post midnightm
উত্তরঃ ante meridiem and post meridiem
123. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
- ক. ৫ ঘণ্টা
- খ. ৬ ঘণ্টা
- গ. ৭ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
124. মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
- ক. আফ্রিকা
- খ. উত্তর আমেরিকা
- গ. এশিয়া
- ঘ. ইউরোপ
উত্তরঃ এশিয়া