ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
156. বাংলাদেশ ভূ-খণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?
- ক. ডেল্টা বেসিন
- খ. বঙ্গ বেসিন
- গ. ভারত মহাসাগর বেসিন
- ঘ. সাগর
উত্তরঃ সাগর
157. সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?
- ক. গোর্কি
- খ. টয়োহাসি
- গ. হাগিবিস
- ঘ. মিয়জোকী
উত্তরঃ হাগিবিস
158. এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?
- ক. পক
- খ. জিব্রাল্টার
- গ. বেরিং
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ দার্দানেলিস
159. নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
- ক. কর্কটক্রান্তি রেখা
- খ. মকরক্রান্তি রেখা
- গ. বিষুবরেখা
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
162. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়?
- ক. গঙ্গোত্রী হিমবাহ
- খ. হিমালয়ের উত্তর খণ্ডে
- গ. তিব্বত
- ঘ. কাঞ্চনজংগা পর্বত
উত্তরঃ তিব্বত
163. গ্রিনিচ মান সময়ের সাথে আমাদের পার্থক্য কত?
- ক. ৮ ঘণ্টা
- খ. ১০ ঘণ্টা
- গ. ১২ ঘণ্টা
- ঘ. ৬ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
164. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
- ক. পক প্রণালী
- খ. সুয়েজ খাল
- গ. পানামা খাল
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ পানামা খাল
165. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
- ক. দক্ষিণ মহাসাগর
- খ. উত্তর মহাসাগর
- গ. ভারত মহাসাগর
- ঘ. প্রশান্ত মহাসাগর
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
166. বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
- ক. দুই পাড়ে বাধ নির্মাণ
- খ. ড্যাম নির্মাণ
- গ. নদীশাসন
- ঘ. নদী খনন
উত্তরঃ নদী খনন
167. কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?
- ক. ফ্লোরিডা
- খ. হরমুজ
- গ. জিব্রাল্টার
- ঘ. মালাক্কা
উত্তরঃ জিব্রাল্টার
168. নদী শাসন কী?
- ক. বন্যা নিয়ন্ত্রণ
- খ. নদীর পাড়ে বাঁধ নির্মাণ
- গ. নদীর গতিপথ নিয়ন্ত্রণ
- ঘ. নদী খনন
উত্তরঃ নদীর গতিপথ নিয়ন্ত্রণ
170. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে?
- ক. মানস
- খ. কৈলাস
- গ. রবাইল
- ঘ. কাঞ্চনজংঘা
উত্তরঃ কৈলাস
171. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়?
- ক. ৩৬৫ দিন ৪ ঘণ্টা ৫ মিনিট
- খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
- গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ মিনিট ৪৩ সেকেন্ড
- ঘ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
172. কোন স্থানের সময় ৩ টা হলে ১ ডিগ্রি পূর্বের সময় হবে -
- ক. ২ টা ৫৬ মিনিটি
- খ. ৩ টা ৪ মিনিটি
- গ. ৩ টা ৪ সেকেন্ড
- ঘ. ৩ টা ৮ মিনিট
উত্তরঃ ৩ টা ৪ মিনিটি
173. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌছাতে সাধারণত কত সময় লাগে?
- ক. ২০০ সে.
- খ. ৩০০ সে.
- গ. ৪০০সে.
- ঘ. ৫০০ সে.
উত্তরঃ ৫০০ সে.
175. বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
- ক. ২১ সেপ্টেম্বর
- খ. ২৩ সেপ্টেম্বর
- গ. ২৩ মার্চ
- ঘ. ২১ মার্চ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন