ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
126. Which of the following countries is not a land-locked country?
- ক. Nepal
- খ. Vatican city
- গ. Swizerland
- ঘ. Vietnam
উত্তরঃ Vietnam
128. ‘পক প্রণালি’ কোন দুটি দেশকে পৃথক করেছে?
- ক. ভারত ও পাকিস্তান
- খ. মরোক্ক ও স্পেন
- গ. ইরাক ও ওমান
- ঘ. ভারত ও শ্রীলংকা
উত্তরঃ ভারত ও শ্রীলংকা
129. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
- ক. ২৩০০ মিমি
- খ. ২৪০০ মিমি
- গ. ১৭০০ মিমি
- ঘ. ২১০০ মিমি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
131. আলোকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?
- ক. লোহিত সাগর
- খ. ভূ-মধ্যসাগর
- গ. কৃষ্ণ সাগর
- ঘ. ইজিয়ান সাগর
উত্তরঃ ভূ-মধ্যসাগর
132. গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য :
- ক. ৬ ঘণ্টা
- খ. ৮ ঘণ্টা
- গ. ১০ ঘণ্টা
- ঘ. ১২ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
133. গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
- ক. ৩ ঘণ্টা
- খ. ৪ ঘণ্টা
- গ. ৬ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
135. ‘বেরিং প্রণালি’ কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
- ক. উত্তর আমেরিকা ও এশিয়া
- খ. এশিয়া ও ইউরোপ
- গ. আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
- ঘ. আফ্রিকা ও ইউরোপ
উত্তরঃ উত্তর আমেরিকা ও এশিয়া
137. পূর্ব সতর্কতা ছাড়াই যে দূর্যোগ সংঘটিত হয় তা হলো -
- ক. ঘূর্ণিঝড়
- খ. বন্যা
- গ. খরা
- ঘ. ভূমিকম্প
উত্তরঃ ভূমিকম্প
142. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
- ক. পক প্রণালী
- খ. জিব্রাল্টার প্রণালী
- গ. পানামা প্রণালী
- ঘ. মালাক্কা প্রণালী
উত্তরঃ পানামা প্রণালী
143. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১ - ২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
- ক. ১৯৭৪
- খ. ১৯৮৮
- গ. ১৯৯৮
- ঘ. ২০০৭
উত্তরঃ ১৯৮৮
144. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. নয়া দিল্লি
- খ. কলম্বো
- গ. ঢাকা
- ঘ. কাঠমুণ্ডু
উত্তরঃ নয়া দিল্লি
145. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
- ক. নির্মাণ খাত
- খ. কৃষি খাত
- গ. সেবা খাত
- ঘ. শিল্প কারখানা খাত
উত্তরঃ কৃষি খাত
146. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলীত হয় তার নাম -
- ক. নদীজ বন্যা
- খ. আকস্মিক বন্যা
- গ. বৃষ্টিজনিত বন্যা
- ঘ. জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তরঃ জলোচ্ছ্বাসজনিত বন্যা
148. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
- ক. ১ : ১০,০০০
- খ. ১ : ১০০,০০০
- গ. ১ : ১০০০,০০০
- ঘ. ১ : ২৫০০,০০০
উত্তরঃ ১ : ১০,০০০
149. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় -
- ক. আইসোথার্ম
- খ. আইসোবার
- গ. আইসোহাইট
- ঘ. আইসোহেলাইন
উত্তরঃ আইসোহাইট