ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা

51. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -

  • ক. ১০ কি.মি
  • খ. ১০ নিউটন
  • গ. ২৭ কি.মি
  • ঘ. ৫ কি.মি

উত্তরঃ ১০ নিউটন

বিস্তারিত

52. সমুদ্রস্রোতের অন্যতম কারণ -

  • ক. বায়ুপ্রবাহের প্রভাব
  • খ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
  • গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
  • ঘ. সমুদ্রের ঘূর্ণিঝড়

উত্তরঃ বায়ুপ্রবাহের প্রভাব

বিস্তারিত

53. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?

  • ক. প্যালেস্টাইন
  • খ. জেরুজালেম
  • গ. জেদ্দা
  • ঘ. তাইফ

উত্তরঃ জেরুজালেম

বিস্তারিত

54. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় -

  • ক. অয়ন বায়ু
  • খ. প্রত্যয় বায়ু
  • গ. মৌসুমী বায়ু
  • ঘ. নিয়ত বায়ু

উত্তরঃ নিয়ত বায়ু

বিস্তারিত

55. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে তা হলো -

  • ক. মূল মধ্যরেখা
  • খ. কর্কট ক্রান্তি রেখা
  • গ. মকর ক্রান্তি রেখা
  • ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা

বিস্তারিত

57. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?

  • ক. টারশিয়ারী যুগে
  • খ. প্লাইস্টোসিন যুগে
  • গ. কোয়াটারনারী যুগে
  • ঘ. সাম্প্রতিককালে

উত্তরঃ টারশিয়ারী যুগে

বিস্তারিত

58. কোনটি জলবায়ুর উপাদান নয়?

  • ক. উষ্ণতা
  • খ. আর্দ্রতা
  • গ. সমুদ্রস্রোত
  • ঘ. বায়ুপ্রবাহ

উত্তরঃ উষ্ণতা

বিস্তারিত

59. ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে -

  • ক. পাহাড়ের পাদদেশে
  • খ. নদীর নিম্ন অববাহিকায়
  • গ. নদীর উৎপত্তিস্থলে
  • ঘ. নদী মোহনায়

উত্তরঃ পাহাড়ের পাদদেশে

বিস্তারিত

60. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক’ ২০১৫-৩০’ হচ্ছে একটি -

  • ক. জাপানের উন্নয়ন কৌশল
  • খ. সুনামী দুর্যোগরে ঝুঁকি হ্রাস কৌশল
  • গ. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
  • ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল

উত্তরঃ দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

বিস্তারিত

61. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?

  • ক. ভূমিকম্প
  • খ. ভূমিধস
  • গ. নদীভাঙ্গন
  • ঘ. ঘূর্ণিঝড়

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

62. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

  • ক. অক্ষরেখা
  • খ. দ্রাঘিমারেখা
  • গ. উচ্চতা
  • ঘ. সমুদ্রস্রোত

উত্তরঃ দ্রাঘিমারেখা

বিস্তারিত

63. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

  • ক. সড়ক দুর্ঘটনা
  • খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
  • গ. বায়ু দূষণ
  • ঘ. ক্যান্সার

উত্তরঃ বায়ু দূষণ

বিস্তারিত

64. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?

  • ক. উদ্ধার পর্যায়ে
  • খ. প্রভাব পর্যায়ে
  • গ. সতর্কতা পর্যায়ে
  • ঘ. পুনর্বাসন পর্যায়ে

উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে

বিস্তারিত

65. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?

  • ক. ভূমিকম্প
  • খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
  • গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
  • ঘ. খরা বা বন্যা

উত্তরঃ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)

বিস্তারিত

66. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের -

  • ক. দশ ভাগের একভাগ
  • খ. ছয় ভাগের একভাগ
  • গ. তিন ভাগের একভাগ
  • ঘ. চার ভাগের একভাগ

উত্তরঃ ছয় ভাগের একভাগ

বিস্তারিত

67. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?

  • ক. মেরু অঞ্চলে
  • খ. বিষুব অঞ্চলে
  • গ. পাহাড়ের ওপর
  • ঘ. পৃথিবীর কেন্দ্রে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

69. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নত জাত?

  • ক. ধান
  • খ. কলা
  • গ. পাট
  • ঘ. গম

উত্তরঃ কলা

বিস্তারিত

70. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় -

  • ক. ১০০-২০০ কি.মি.
  • খ. ৩০০-৪০০ কি.মি.
  • গ. ৭০০-৮০০ কি.মি.
  • ঘ. ৯০০-১০০০ কি.মি.

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

71. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugec হবে?

  • ক. ৩ কোটি
  • খ. ৩.৫ কোটি
  • গ. ৪ কোটি
  • ঘ. ৪.৫ কোটি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

72. দূর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?

  • ক. ১ জানুয়ারি
  • খ. ১১ জানুয়ারি
  • গ. ১৯ জানুয়ারি
  • ঘ. ২১ মার্চ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

73. সুনামীর কারণ হলো-

  • ক. ঘূর্ণীঝড়
  • খ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • গ. সমুদ্রের তলদেশে ভূমি কম্পন
  • ঘ. আগ্নেয়াগিরির অগ্লুৎপাত

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমি কম্পন

বিস্তারিত

74. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

  • ক. রাঙামাটি
  • খ. বান্দরবান
  • গ. খাগড়াছড়ি
  • ঘ. সিলেট

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

75. যশোর জেলায় অবস্থিত বিল -

  • ক. হাইল
  • খ. ভবদহ
  • গ. পাথরচাওলি
  • ঘ. আড়িয়াল

উত্তরঃ ভবদহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects