বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাবঅর্থ রাজস্ব

1. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. পদ্মমণি
  • খ. পদ্মাবতী
  • গ. পদ্মগোখরা
  • ঘ. পদ্মরাগ

2. 'আষাড়ে' বৃষ্টি নামে। থাকোর নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

3. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব

4. 'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?

  • ক. হ্+ম
  • খ. ক্‌ + ষ
  • গ. ষ্‌+ম
  • ঘ. ম্‌+হ

5. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?

  • ক. একাগ্রতায়
  • খ. সমান ব্যবহারে
  • গ. সম ভাবনায়
  • ঘ. একযোগে

6. 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. সংস্কৃত
  • খ. হিন্দি
  • গ. অহমিয়া
  • ঘ. তুর্কি

7. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

  • ক. ভ্রমণ কাহিনি
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. আত্মজীবনী

8. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:

  • ক. বৈকুণ্ঠের খাতা
  • খ. বিবাহ-বিভ্রাট
  • গ. হিতে বিপরীত
  • ঘ. জামাই বারিক

9. 'Hand out'-এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:

  • ক. জ্ঞাপনপত্র
  • খ. তথ্যপত্র
  • গ. প্রচারপত্র
  • ঘ. হস্তপত্র

10. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?

  • ক. বিষ্ণু দে
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. আমজাদ হোসেন
  • ঘ. হুমায়ূন আহমেদ

11. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

  • ক. বিশেষণ ও ক্রিয়া
  • খ. বিশেষ্য ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও বিশেষণ পদে
  • ঘ. ক্রিয়া ও সর্বনাম

12. What is the adjective form of the word 'people'?

  • ক. populous
  • খ. popularity
  • গ. popular
  • ঘ. popularize

13. The word "to genuflect" means-

  • ক. to be genuine
  • খ. to reflect
  • গ. to bend the knee
  • ঘ. to be flexible

14. Do you have any money ___ you?

  • ক. to
  • খ. over
  • গ. in
  • ঘ. on

15. Fill in the gap: Birds fly _____ in the sky.

  • ক. at large
  • খ. are long
  • গ. at a stitch
  • ঘ. Option 4

16. Who is the author of ‘Jane Eyге’?

  • ক. Charlotte Bronte
  • খ. Jane Austen
  • গ. Emily Bronte
  • ঘ. Mary Shelley

17. Identify the correct synonym for the word magnanimous.

  • ক. Unkind
  • খ. Generous
  • গ. revengeful
  • ঘ. friendly

18. "She went to New Market ____

  • ক. on feet
  • খ. on foot
  • গ. by walking
  • ঘ. by foot

19. Identify the word which is spelt incorrectly:

  • ক. fluctuation
  • খ. Remission
  • গ. Ocassion
  • ঘ. Decision

21. অনুপার্জিত আয় একটি-

  • ক. আয়
  • খ. সম্পদ
  • গ. ব্যয়
  • ঘ. দায়

22. মূলধন বাজেটিং একটি-

  • ক. সম্পদ
  • খ. প্রজক্ট
  • গ. দায়
  • ঘ. মূল্যায়ন প্রক্রিয়া

23. নিচের কোনটি চলতি দায় নয়?

  • ক. প্রদেয় মজুরি
  • খ. প্রদেয় কর
  • গ. স্বল্পমেয়াদি ঋণ
  • ঘ. প্রদেয় বন্ড

24. নিচের কোনটি চলতি মূলধনের উপাদান?

  • ক. বাণিজ্যিক পত্র
  • খ. ট্রেজারি বিল
  • গ. ডিবেঞ্চার
  • ঘ. মজুদ পণ্য

25. একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়-

  • ক. নগদ প্রবাহ বিবরণী
  • খ. উদ্বৃত্তপত্র
  • গ. মালিকানা স্বত্ত বিবরণী
  • ঘ. লাভ-লোকসান হিসাব


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics