৪০ তম বিসিএস

78. ২০১৮ - ১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদন্য রাখা হয়েছে -

  • ক. সাড়ে ৪ হাজার কোটি টাকা
  • খ. সাড়ে ৫ হাজার কোটি টাকা
  • গ. সাড়ে ৩ হাজার কোটি টাকা
  • ঘ. সাড়ে ৬ হাজার কোটি টাকা

81. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -

  • ক. ১৭ এপ্রিল, ১৯৭১
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • গ. ৭ মার্চ, ১৯৭২
  • ঘ. ২৬ মার্চ, ১৯৭২

82. সংবিধানের কোন অনুচ্ছেদে “সরকারি কর্ম কমিশন’” (PSC) গঠনের উল্লেখ আছে?

  • ক. ১৩৭ নং অনুচ্ছেদে
  • খ. ১৩৫ নং অনুচ্ছেদে
  • গ. ১৩৮ নং অনুচ্ছেদে
  • ঘ. ১৩৪ নং অনুচ্ছেদে

87. বাংলাদেশ জাতিসংঘের -

  • ক. ১৪৬ তম সদস্য
  • খ. ১৩৬ তম সদস্য
  • গ. ১২৬ তম সদস্য
  • ঘ. ১১৬ তম সদস্য

88. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় -

  • ক. ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
  • খ. ৭ জানুয়ারি, ১৯৭৩
  • গ. ৭ মার্চ, ১৯৭৩
  • ঘ. ৭ এপ্রিল, ১৯৭৩

89. 'Let there be light' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন -

  • ক. আমজাদ হোসেন
  • খ. জহির রায়হান
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. শেখ নিয়ামত আলী

91. “সর্বাঙ্গীণ ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় -

  • ক. সর্বঙ্গ + ঈন
  • খ. সর্ব + অঙ্গীন
  • গ. সর্ব + ঙ্গীন
  • ঘ. সর্বাঙ্গ + ঈন

93. মূল্যবোধের চালিকা শক্তি হলো -

  • ক. উন্নয়ন
  • খ. গণতন্ত্র
  • গ. সংস্কৃতি
  • ঘ. সুশাসন

94. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -

  • ক. দুর্নীতি দূর হয়
  • খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
  • গ. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
  • ঘ. কোনোটিই নয়

96. বাংলাদেশে ‘নব - নৈতিকতা’র প্রবর্তক হলেন -

  • ক. মোহাম্মদ বরকতুল্লাহ
  • খ. জি. সি. দেব
  • গ. আরজ আলী মাতুব্বর
  • ঘ. আবদুল মতীন

99. ‘বিপরীত বৈষম্য’ - এর নীতিটি প্রয়োগ করা হয় -

  • ক. নারীদের ক্ষেত্রে
  • খ. সংখ্যালঘুদের ক্ষেত্রে
  • গ. প্রতিবন্ধীদের ক্ষেত্রে
  • ঘ. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

100. মূলবোধ হলো -

  • ক. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  • খ. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
  • ঘ. মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলির দিক নির্দেশনা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics