৪০ তম বিসিএস
101. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -
- ক. দারিদ্র বিমোচন
- খ. মৌলিক অধিকার
- গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
- ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা
102. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
- ক. সরকার পরিচালনায় সাহায্য করা
- খ. নিজের অধিকার ভোগ করা
- গ. সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
- ঘ. নিয়মিত কর প্রদান করা
103. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
- ক. ১৯৪৮
- খ. ১৯৫৬
- গ. ১৯৪৫
- ঘ. ২০০০
104. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
- ক. তাজাকিস্তান
- খ. আজারবাইজান
- গ. পর্তুগাল
- ঘ. বেলারুশ
105. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
- ক. সেপ্টেম্বর, ২০১৮
- খ. মার্চ, ২০১৯
- গ. ফেব্রুয়ারি, ২০১৯
- ঘ. ডিসেম্বর, ২০১৮
106. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
- ক. ফিনল্যান্ড
- খ. পোল্যান্ড
- গ. অস্ট্রিয়া
- ঘ. সুইডেন
107. OIC -এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
- ক. ২য় শীর্ষ সম্মেলন
- খ. ৫ম শীর্ষ সম্মেলন
- গ. ৪র্থ শীর্ষ সম্মেলন
- ঘ. ৭ম শীর্ষ সম্মেলন
- ক. এবোটাবাদ
- খ. বালাকোট
- গ. কোয়েটা
- ঘ. গিলগিট
109. নিচের কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
- ক. ইতালী
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ভারত
- ঘ. ব্রাজিল
110. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ -গ্রন্থের রচয়িতা কে?
- ক. মার্থা ন্যুসবাম
- খ. জোসেফ স্টিগলিটজ
- গ. অমর্ত্য সেন
- ঘ. জন রাউলস
111. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
- ক. ক্রিঙ্কোমালী
- খ. হাম্বানটোটা
- গ. গল বন্দর
- ঘ. পোর্ট অব কলম্বো
112. 'V20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
- ক. কৃষি উন্নয়ন
- খ. দারিদ্র বিমোচন
- গ. জলবায়ু পবিরর্তন
- ঘ. বিনিয়োগ সম্পর্কিত
114. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৮২ সালে
- গ. ১৯৮৩ সালে
- ঘ. ১৯৯৮ সালে
115. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. কাটোউইস, পোল্যান্ড
- খ. প্যারিস, ফ্রান্স
- গ. রোম, ইতালি
- ঘ. বেইজিং, চীন
116. Sunshine Policy -এর সাথে কোন দুটি দেশ জড়িত?
- ক. চীন, রাশিয়া
- খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
- গ. জাপান, থাইল্যান্ড
- ঘ. তাইওয়ান, হংকং
117. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে -
- ক. New Development Bank (NDB)
- খ. BRICS Development (BDB)
- গ. Economic Development Bank (EDB)
- ঘ. International Commercial Bank (ICB)
118. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
- ক. ইথিওপিয়া
- খ. জাম্বিয়া
- গ. লাইবেরিয়া
- ঘ. জীবুতি
119. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
- ক. BIMSTEC
- খ. CICA
- গ. IORA
- ঘ. SAARC
120. নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই।
- ক. NATO
- খ. NAM
- গ. EU
- ঘ. ASEAN
121. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
- ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
- খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
- গ. পাচঁটি জাতিসংঘ সংস্থা
- ঘ. উপরের কোনোটিই নয়
122. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
- ক. হিজল
- খ. করচ
- গ. ডুমুর
- ঘ. গজারী
123. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
- ক. বায়ু দষণ
- খ. দুর্ভিক্ষ
- গ. মহামারী
- ঘ. কালবৈশাখী (Norwester)
124. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?
- ক. ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
- খ. ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
- গ. পত্র পতনশীল জাতীয়
- ঘ. ম্যানগ্রোভ জাতীয়