৪০ তম বিসিএস

101. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -

  • ক. দারিদ্র বিমোচন
  • খ. মৌলিক অধিকার
  • গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
  • ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা

102. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -

  • ক. সরকার পরিচালনায় সাহায্য করা
  • খ. নিজের অধিকার ভোগ করা
  • গ. সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
  • ঘ. নিয়মিত কর প্রদান করা

112. 'V20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?

  • ক. কৃষি উন্নয়ন
  • খ. দারিদ্র বিমোচন
  • গ. জলবায়ু পবিরর্তন
  • ঘ. বিনিয়োগ সম্পর্কিত

116. Sunshine Policy -এর সাথে কোন দুটি দেশ জড়িত?

  • ক. চীন, রাশিয়া
  • খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
  • গ. জাপান, থাইল্যান্ড
  • ঘ. তাইওয়ান, হংকং

121. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?

  • ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
  • খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
  • গ. পাচঁটি জাতিসংঘ সংস্থা
  • ঘ. উপরের কোনোটিই নয়

124. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?

  • ক. ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
  • খ. ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
  • গ. পত্র পতনশীল জাতীয়
  • ঘ. ম্যানগ্রোভ জাতীয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics