সমার্থক শব্দ

226. ‘পানি’র সমার্থক শব্দ-

  • ক. উদর
  • খ. উপল
  • গ. উদক
  • ঘ. উষার

উত্তরঃ উদক

বিস্তারিত

227. ‘নীর’ শব্দের অর্থ কি?

  • ক. নদী
  • খ. বাড়ি
  • গ. পানি
  • ঘ. বাসা

উত্তরঃ পানি

বিস্তারিত

228. ‘অশ্রু' শব্দের প্রতিশব্দ-

  • ক. নীর
  • খ. সরিৎ
  • গ. লোর
  • ঘ. বিধূ

উত্তরঃ লোর

বিস্তারিত

229. সমার্থক শব্দ নয় কোন শব্দটি

  • ক. জলাশয়
  • খ. দীঘি
  • গ. পুকুর
  • ঘ. ঢেউ

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

230. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?

  • ক. অদ্রি
  • খ. অশ্ম
  • গ. ক্ষিতি
  • ঘ. অংশু

উত্তরঃ অদ্রি

বিস্তারিত

231. কোনটি সমার্থক শব্দ নয়?

  • ক. আলয়
  • খ. বিপণী
  • গ. আবাস
  • ঘ. নিকেতন

উত্তরঃ বিপণী

বিস্তারিত

232. ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?

  • ক. কিরণ
  • খ. দিবস
  • গ. অগ্নি
  • ঘ. বাতাস

উত্তরঃ অগ্নি

বিস্তারিত

233. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. পৃথী
  • খ. নীর
  • গ. ক্ষিতি
  • ঘ. অবনী

উত্তরঃ নীর

বিস্তারিত

234. ‘আফতাব’শব্দের সমার্থ কোনটি?

  • ক. অর্ণব
  • খ. রাতুল
  • গ. অর্ক
  • ঘ. জলধি

উত্তরঃ অর্ক

বিস্তারিত

235. ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি?

  • ক. আল্লাহ সর্বজ্ঞানী
  • খ. আল্লাহ আপনাকে রক্ষা করুন
  • গ. আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
  • ঘ. পৃথিবীর সব কিছু আল্লাহর নখ দর্পণে আচে

উত্তরঃ আল্লাহ আপনাকে রক্ষা করুন

বিস্তারিত

236. ‘খপোত’ -এর অর্থ কী?

  • ক. পৃথিবী
  • খ. আকাশ
  • গ. দিগন্ত
  • ঘ. পাতাল

উত্তরঃ পৃথিবী

বিস্তারিত

237. Wisdom শব্দের বাংলা অর্থ-

  • ক. জ্ঞান
  • খ. বুদ্ধি
  • গ. মেধা
  • ঘ. প্রজ্ঞা

উত্তরঃ প্রজ্ঞা

বিস্তারিত

238. কোনটি উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. বিকাশ
  • খ. পুলক
  • গ. উল্লাস
  • ঘ. স্ফুরণ

উত্তরঃ স্ফুরণ

বিস্তারিত

239. কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. তীর
  • খ. তট
  • গ. কুন্তল
  • ঘ. অবধি

উত্তরঃ কুন্তল

বিস্তারিত

240. ‘গণ্ডগ্রাম’ -এর সমার্থক কি?

  • ক. অজপাড়া গাঁ
  • খ. মূর্খদের গ্রাম
  • গ. অতি ক্ষুদ্র গ্রাম
  • ঘ. বৃহৎ গ্রাম

উত্তরঃ অতি ক্ষুদ্র গ্রাম

বিস্তারিত

241. ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কি?

  • ক. সিতকর
  • খ. হিতকর
  • গ. নাথ
  • ঘ. সিঁথির অলঙ্কার

উত্তরঃ নাথ

বিস্তারিত

242. ‘আকাশের সমার্থক শব্দ নয়-

  • ক. গগণ
  • খ. অন্তরীক্ষ
  • গ. অম্বর
  • ঘ. ভুবন

উত্তরঃ ভুবন

বিস্তারিত

243. ঊর্মির প্রতিশব্দ-

  • ক. সূর্য
  • খ. চন্দ্র
  • গ. তরঙ্গ
  • ঘ. উগ্র

উত্তরঃ তরঙ্গ

বিস্তারিত

244. ‘অনুপম’ -এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. অপরিমিত
  • খ. অতুল্য
  • গ. মনোরম
  • ঘ. অকল্পনীয়

উত্তরঃ মনোরম

বিস্তারিত

245. ‘অটবী-এর প্রতিশব্দ কোনটি?

  • ক. স্থির
  • খ. কুল
  • গ. নদী
  • ঘ. বন

উত্তরঃ বন

বিস্তারিত

246. শব্দগুচ্ছ সমার্থক নয়-

  • ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম
  • খ. অচল, আদ্রি, ভূধর, শৈল
  • গ. অর্ণব, জলদি, পারাবার, রত্নাকর
  • ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ

উত্তরঃ কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ

বিস্তারিত

247. কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?

  • ক. ত্রিযামা
  • খ. নীরদ
  • গ. যামিনী
  • ঘ. শর্বরী

উত্তরঃ নীরদ

বিস্তারিত

248. ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ-

  • ক. মৃগ
  • খ. মৃগী
  • গ. সিংহ
  • ঘ. মৃগয়া

উত্তরঃ সিংহ

বিস্তারিত

249. ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়-

  • ক. ফুল
  • খ. অবনী
  • গ. কুসুম
  • ঘ. প্রসুন

উত্তরঃ অবনী

বিস্তারিত

250. ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়-

  • ক. সুধাকর
  • খ. রবি
  • গ. দিবাকর
  • ঘ. প্রভাকর

উত্তরঃ সুধাকর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects