সমার্থক শব্দ

301. ‘স্ত্রী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. বিণতা
  • খ. অঙ্গনা
  • গ. মোহিনী
  • ঘ. ধাত্রী

উত্তরঃ বিণতা

বিস্তারিত

302. ‘চক্ষু’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. সমর
  • খ. পবন
  • গ. লোচন
  • ঘ. অন্তরীক্ষ

উত্তরঃ লোচন

বিস্তারিত

303. ‘বিপনী’-এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. আপন
  • খ. আত্মীয়
  • গ. শকট
  • ঘ. সড়ক

উত্তরঃ শকট

বিস্তারিত

304. কোন শব্দটি ‘নদী’ শব্দের প্রতিশব্দ?

  • ক. তটিনী
  • খ. যামিনী
  • গ. স্রোতস্বিনী
  • ঘ. শ্রামলী

উত্তরঃ তটিনী

বিস্তারিত

305. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. কিরণ
  • খ. দ্যুলোক
  • গ. অংশুমালী
  • ঘ. দীপ্তি

উত্তরঃ অংশুমালী

বিস্তারিত

306. ‘ঢেউ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. আলো
  • খ. ঊর্মি
  • গ. নাদ
  • ঘ. নিনাদ

উত্তরঃ ঊর্মি

বিস্তারিত

307. ‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. জলদ
  • খ. জলধর
  • গ. সলিল
  • ঘ. অবনী

উত্তরঃ সলিল

বিস্তারিত

308. ‘উষ্ণীষ’-এর শব্দার্থ-

  • ক. অত্যন্ত উষ্ণ
  • খ. কুসুম কুসুম উষ্ণ
  • গ. পাগড়ি
  • ঘ. শীতের আমেজ

উত্তরঃ পাগড়ি

বিস্তারিত

309. বেমানান’ শব্দ কোনটি?

  • ক. রত্নাকর
  • খ. আদিত্য
  • গ. প্রভাকর
  • ঘ. অংশুমালী

উত্তরঃ রত্নাকর

বিস্তারিত

310. ‘ঝিনুক’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. মুড়ি
  • খ. সুক্তি
  • গ. শ্রুতি
  • ঘ. মুক্তি

উত্তরঃ সুক্তি

বিস্তারিত

311. ‘হস্তী’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. অহি
  • খ. দিবা
  • গ. গজ
  • ঘ. জলধর

উত্তরঃ গজ

বিস্তারিত

312. ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. মেদিনী
  • খ. বিনতি
  • গ. যামিনী
  • ঘ. শৈল

উত্তরঃ মেদিনী

বিস্তারিত

313. ‘পক্ষী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. তামরস
  • খ. খেচর
  • গ. বিহঙ্গ
  • ঘ. বিভব

উত্তরঃ বিহঙ্গ

বিস্তারিত

314. ‘নারী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. কায়া
  • খ. মায়া
  • গ. ললনা
  • ঘ. শুভ্রা

উত্তরঃ ললনা

বিস্তারিত

315. ‘অগ্নি’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. অতীব
  • খ. হুতাশন
  • গ. অংশু
  • ঘ. তনয়া

উত্তরঃ হুতাশন

বিস্তারিত

316. ‘জলকণা’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. শীকর
  • খ. শারদা
  • গ. শিকড়
  • ঘ. সারদা

উত্তরঃ শীকর

বিস্তারিত

317. ‘রাত্রি’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে?

  • ক. রক্ত
  • খ. সরোজ
  • গ. বৃত্তি
  • ঘ. নিশীথিনী

উত্তরঃ নিশীথিনী

বিস্তারিত

318. ‘শম্বর’ অর্থ কি?

  • ক. ব্যাঘ্র
  • খ. হরিণ
  • গ. জলহস্তী
  • ঘ. সিংহ

উত্তরঃ হরিণ

বিস্তারিত

319. ‘মেধ’ অর্থ কি?

  • ক. মজ্জা
  • খ. নৃত্যগীত
  • গ. যজ্ঞ
  • ঘ. ক্রীড়ানুষ্ঠান

উত্তরঃ যজ্ঞ

বিস্তারিত

320. ‘কিরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. দীপ্তি
  • খ. নভ
  • গ. অহ
  • ঘ. কালো

উত্তরঃ দীপ্তি

বিস্তারিত

321. ‘অশ্রু’-এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. বিবাদ
  • খ. লোর
  • গ. অংশু
  • ঘ. হৃদয়

উত্তরঃ লোর

বিস্তারিত

322. ‘চন্দ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. নেত্র
  • খ. সুধাংশু
  • গ. তনু
  • ঘ. হৃদয়

উত্তরঃ সুধাংশু

বিস্তারিত

323. ‘পুষ্প’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. তৃণ
  • খ. তরু
  • গ. রঙ্গন
  • ঘ. পবন

উত্তরঃ রঙ্গন

বিস্তারিত

324. ‘মৃত্যু’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. পঞ্চত্বপ্রাপ্ত
  • খ. সর্বগ্রাসী
  • গ. অম্বুদ
  • ঘ. অভঞ্জন

উত্তরঃ পঞ্চত্বপ্রাপ্ত

বিস্তারিত

325. ‘অরুণ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. উদক
  • খ. আপন
  • গ. বিধূ
  • ঘ. সবিতা

উত্তরঃ সবিতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects