সমার্থক শব্দ

351. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. শশী
  • খ. পত্রগ
  • গ. অরুণ
  • ঘ. বহ্ণি

উত্তরঃ শশী

বিস্তারিত

352. 'খগ' শব্দটির অর্থ কী?

  • ক. ঘোড়া
  • খ. বাঘ
  • গ. মানুষ
  • ঘ. পাখি

উত্তরঃ পাখি

বিস্তারিত

353. 'খাদির' শব্দটির অর্থ কী?

  • ক. খয়ের
  • খ. আমলকি
  • গ. জর্দাপাতা
  • ঘ. কোনটিই না

উত্তরঃ খয়ের

বিস্তারিত

354. 'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কৃতকর্ম
  • খ. কুঁড়ি
  • গ. কড়ি
  • ঘ. কুহক

উত্তরঃ কুঁড়ি

বিস্তারিত

355. 'কোকিল' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. কেশ
  • খ. অহি
  • গ. পিক
  • ঘ. কুম্ভল

উত্তরঃ পিক

বিস্তারিত

356. 'কথা' এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. তনয়া
  • খ. বচন
  • গ. খাদক
  • ঘ. পিক

উত্তরঃ বচন

বিস্তারিত

357. কাদম্বিনী শব্দের অর্থ কী?

  • ক. মেঘ
  • খ. বৃষ্টি
  • গ. রোধ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ মেঘ

বিস্তারিত

358. 'উর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. ঢেউ
  • খ. সোজা
  • গ. অসংহত
  • ঘ. ঋজু

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

359. 'উত্তম' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. প্রধান
  • খ. দীনতা
  • গ. বিকাশ
  • ঘ. বিভু

উত্তরঃ প্রধান

বিস্তারিত

360. কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ?

  • ক. উৎপাটিত
  • খ. উৎকণ্ঠা
  • গ. উদ্দীপন
  • ঘ. বন্ধনহীন

উত্তরঃ উৎকণ্ঠা

বিস্তারিত

361. 'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. অনল
  • খ. বহ্নি
  • গ. পাবক
  • ঘ. কর

উত্তরঃ কর

বিস্তারিত

362. 'আসার' শব্দের অর্থ কী?

  • ক. জলধারা
  • খ. মান বিশেষ
  • গ. প্রবল বৃষ্টিপাত
  • ঘ. অন্তসারশূন্য

উত্তরঃ প্রবল বৃষ্টিপাত

বিস্তারিত

363. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?

  • ক. অন্তরীক্ষ
  • খ. হিমাংশু
  • গ. অম্বর
  • ঘ. ব্যোম

উত্তরঃ হিমাংশু

বিস্তারিত

364. 'অংশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কুটুম
  • খ. দীপ্তি
  • গ. দৃষ্টি
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ কুটুম

বিস্তারিত

365. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?

  • ক. পাবক
  • খ. মনোজ
  • গ. ধারাপাত
  • ঘ. তমসা

উত্তরঃ তমসা

বিস্তারিত

366. ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল-

  • ক. কুয়াশা
  • খ. অনুকার
  • গ. প্রভাকর
  • ঘ. শৈল

উত্তরঃ কুয়াশা

বিস্তারিত

367. ‘দাখিলা’ শব্দের অর্থ-

  • ক. মাদ্রাসার পরীক্ষা
  • খ. দখলদার
  • গ. খাজনার রশিদ
  • ঘ. অন্যের জমি দখল

উত্তরঃ খাজনার রশিদ

বিস্তারিত

368. নেত্র-

  • ক. চোখ
  • খ. চন্দ্র
  • গ. সূর্য
  • ঘ. ক্ষেত্র

উত্তরঃ চোখ

বিস্তারিত

369. বিধুর-

  • ক. কঠিন
  • খ. জ্ঞানী
  • গ. কাতর
  • ঘ. বলিষ্ঠ

উত্তরঃ কাতর

বিস্তারিত

370. চন্দ্রিকা-

  • ক. চাঁদ
  • খ. সূর্য
  • গ. জ্যোৎস্না
  • ঘ. কিশলয়

উত্তরঃ জ্যোৎস্না

বিস্তারিত

371. সমুদ্র

  • ক. অভ্র
  • খ. বারি
  • গ. অর্ণব
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অর্ণব

বিস্তারিত

372. পুত্র

  • ক. পতি
  • খ. তনু
  • গ. তনয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ তনয়

বিস্তারিত

373. কোনটি সূর্যের সমার্থ শব্দ?

  • ক. দিনেশ
  • খ. অবনী
  • গ. কলানিধি
  • ঘ. বিভাবসু

উত্তরঃ বিভাবসু

বিস্তারিত

374. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. অসি
  • খ. চাকু
  • গ. কৃপাণ
  • ঘ. তরবারি

উত্তরঃ চাকু

বিস্তারিত

375. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. মেদিনী
  • খ. প্রসূন
  • গ. অবনী
  • ঘ. ধরণী

উত্তরঃ প্রসূন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects