সমার্থক শব্দ

401. সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?

  • ক. দীঘিনা, নদী, প্রণালী
  • খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু

উত্তরঃ শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ

বিস্তারিত

402. 'ইঙ্গিত' অর্থটি কোন শব্দের ?

  • ক. আবাস
  • খ. আভাশ
  • গ. আভাষ
  • ঘ. আভাস

উত্তরঃ আভাস

বিস্তারিত

403. 'বাদ্যযন্ত্র' অর্থটি কোন শব্দের ?

  • ক. বিনা
  • খ. বিণা
  • গ. বীণা
  • ঘ. বীনা

উত্তরঃ বীণা

বিস্তারিত

404. 'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?

  • ক. বৃষ্টি
  • খ. আগমন
  • গ. মাসবিশেষ
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ বৃষ্টি

বিস্তারিত

405. 'দালান বা অট্টালিকা' অর্থ কোনটি?

  • ক. প্রসাদ
  • খ. আগমন
  • গ. মাসবিশেষ
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ প্রসাদ

বিস্তারিত

406. 'ঘোটক' শব্দটির অর্থ কি ?

  • ক. ঘটক
  • খ. ঘোড়া
  • গ. উপদেশ
  • ঘ. গতি

উত্তরঃ ঘোড়া

বিস্তারিত

407. 'পবন' অর্থ কি ?

  • ক. বাতাস
  • খ. পানি
  • গ. আকাশ
  • ঘ. সাপ

উত্তরঃ বাতাস

বিস্তারিত

408. ' নদী' এর সমার্থক শব্দ হচ্ছে -

  • ক. পর্বত
  • খ. তটিনী
  • গ. মেদিনী
  • ঘ. বসন্ত

উত্তরঃ তটিনী

বিস্তারিত

409. 'অন্ধকার' এর সমার্থক শব্দ হচ্ছে -

  • ক. তমসা
  • খ. অম্বর
  • গ. অলক
  • ঘ. কন্দর্প

উত্তরঃ তমসা

বিস্তারিত

410. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ কোনটি ?

  • ক. কিরণ
  • খ. দিবস
  • গ. অগ্নি
  • ঘ. বাতাস

উত্তরঃ অগ্নি

বিস্তারিত

411. 'ওদন' কোন শব্দের প্রতিশব্দ -

  • ক. পাথর
  • খ. অন্ন
  • গ. আনন্দ
  • ঘ. বস্ত্র

উত্তরঃ অন্ন

বিস্তারিত

412. 'কূল' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. পুলিন
  • খ. পরভৃৎ
  • গ. বিটনী
  • ঘ. ভৃংগ

উত্তরঃ পুলিন

বিস্তারিত

413. 'অশ্ব' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. তুরঙ্গ
  • খ. বিহগ
  • গ. দ্বিজ
  • ঘ. কায়া

উত্তরঃ তুরঙ্গ

বিস্তারিত

414. 'জলদ' কোন শব্দের প্রতিশব্দ ?

  • ক. আকাশ
  • খ. মেঘ
  • গ. বাতাস
  • ঘ. নদী

উত্তরঃ মেঘ

বিস্তারিত

415. 'তুরগ' কোন শব্দের প্রতিশব্দ ?

  • ক. হাতি
  • খ. গরু
  • গ. অশ্ব
  • ঘ. ছাগল

উত্তরঃ অশ্ব

বিস্তারিত

416. নিচের কোনটি 'ময়ূর' এর প্রতিশব্দ নয় ?

  • ক. কলাপী
  • খ. শিখী
  • গ. শিখণ্ডী
  • ঘ. পাদপ

উত্তরঃ পাদপ

বিস্তারিত

417. নিচের কোনটি 'বাতাশ' এর প্রতিশব্দ ?

  • ক. তীমূন্ত
  • খ. নীরদ
  • গ. কলত্র
  • ঘ. মরুৎ

উত্তরঃ মরুৎ

বিস্তারিত

418. কোনটি 'ইতি' এর প্রতিশব্দ ?

  • ক. দফা
  • খ. রফা
  • গ. নগ
  • ঘ. শৈল

উত্তরঃ রফা

বিস্তারিত

419. 'দুহিতা' কোন শব্দের প্রতিশব্দ ?

  • ক. কন্যা
  • খ. ছেলে
  • গ. পিতা
  • ঘ. মাতা

উত্তরঃ কন্যা

বিস্তারিত

420. নিচের কোনটি 'বন' এর প্রতিশব্দ নয় ?

  • ক. অটবী
  • খ. কান্তার
  • গ. বিপিন
  • ঘ. ভূজগ

উত্তরঃ ভূজগ

বিস্তারিত

421. 'কুল' এর প্রতিশব্দ -

  • ক. যুথ
  • খ. পুলিন
  • গ. তট
  • ঘ. পিক

উত্তরঃ যুথ

বিস্তারিত

422. নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ নয় ?

  • ক. অলক
  • খ. বাসা
  • গ. চিকুর
  • ঘ. কুন্তল

উত্তরঃ বাসা

বিস্তারিত

423. 'পাখি' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. বিহগ
  • খ. কুবনায়
  • গ. পরভুৎ
  • ঘ. বায়স

উত্তরঃ বিহগ

বিস্তারিত

424. 'পরভৃত' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. কাক
  • খ. দোয়েল
  • গ. মুরগী
  • ঘ. কোকিল

উত্তরঃ কোকিল

বিস্তারিত

425. 'সন্দেশ' এর প্রতিশব্দ কি ?

  • ক. মিষ্টি
  • খ. খবর
  • গ. দোকান
  • ঘ. সকাল

উত্তরঃ খবর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects