সমার্থক শব্দ

476. 'অবনী' এর প্রতিশব্দ নিম্নের কোনটি?

  • ক. বধ
  • খ. বামা
  • গ. মহী
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ মহী

বিস্তারিত

477. 'কুল' শব্দটির প্রতিশব্দ কোনটি?

  • ক. যূথ
  • খ. তট
  • গ. বেলা
  • ঘ. তীর

উত্তরঃ যূথ

বিস্তারিত

478. অগ্নি শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. পবন
  • খ. অনল
  • গ. হুতাশন
  • ঘ. আগুন

উত্তরঃ পবন

বিস্তারিত

479. তনু বলা হয় কোনটিকে?

  • ক. কাঠামো
  • খ. আকার
  • গ. গাঁ
  • ঘ. গা

উত্তরঃ গা

বিস্তারিত

480. অরণ্য শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. মদন
  • খ. কিরণ
  • গ. বিপিন
  • ঘ. গগন

উত্তরঃ বিপিন

বিস্তারিত

481. আকুল এর সমার্থক শব্দ--

  • ক. বিধান
  • খ. উৎসুক
  • গ. সাধ
  • ঘ. পুলক

উত্তরঃ উৎসুক

বিস্তারিত

482. কোকিলকে বলা হয়--

  • ক. শীতকালীন দূত
  • খ. বর্ষাদূত
  • গ. বসন্তদূত
  • ঘ. হেমন্ত দূত

উত্তরঃ বসন্তদূত

বিস্তারিত

483. জ্ঞান শব্দের সমার্থক শব্দ--

  • ক. পাণ্ডিত্য
  • খ. জ্ঞানী
  • গ. বোঝা
  • ঘ. জানা

উত্তরঃ পাণ্ডিত্য

বিস্তারিত

484. সংহার এর সমার্থক শব্দ--

  • ক. পুরাতন
  • খ. নতুন
  • গ. ধ্বংস
  • ঘ. সৃষ্টি

উত্তরঃ ধ্বংস

বিস্তারিত

485. 'অম্বর'- এর প্রতিশব্দ কোনটি?

  • ক. পৃথিবী
  • খ. জল
  • গ. সমুদ্র
  • ঘ. আকাশ

উত্তরঃ আকাশ

বিস্তারিত

486. 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. দিবস
  • খ. সকাল
  • গ. সন্ধ্যা
  • ঘ. রাত্রি

উত্তরঃ রাত্রি

বিস্তারিত

487. সমার্থক শব্দ ব্যবহার করলে--

  • ক. শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়
  • খ. শব্দার্থ পরিবর্তিত হয়
  • গ. শব্দার্থের অবনতি ঘটে
  • ঘ. শব্দ ভাণ্ডার হ্রাস পায়

উত্তরঃ শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়

বিস্তারিত

488. 'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কুটুম
  • খ. দীপ্তি
  • গ. দৃষ্টি
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ দীপ্তি

বিস্তারিত

489. 'পৃথিবী শব্দের সমার্থক নয়--

  • ক. পৃথ্বী
  • খ. মেদিনী
  • গ. প্রাণদ
  • ঘ. ধরিত্রী

উত্তরঃ প্রাণদ

বিস্তারিত

490. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. রদনী
  • খ. নদীকান্ত
  • গ. কলত্র
  • ঘ. আপ্লব

উত্তরঃ নদীকান্ত

বিস্তারিত

491. 'অম্বু' শব্দের অর্থ কী?

  • ক. আগুন
  • খ. নদী
  • গ. সূর্য
  • ঘ. জল

উত্তরঃ জল

বিস্তারিত

492. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?

  • ক. অচল
  • খ. ভূধর
  • গ. অদ্রি
  • ঘ. উপল

উত্তরঃ উপল

বিস্তারিত

493. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?

  • ক. জলধি
  • খ. অর্ক
  • গ. রাতুল
  • ঘ. অর্ণব

উত্তরঃ অর্ক

বিস্তারিত

494. 'অধেক' কথাটির শিষ্টরূপ কি?

  • ক. অর্ধ
  • খ. অধুনা
  • গ. আধখানা
  • ঘ. অর্ধেক

উত্তরঃ অর্ধেক

বিস্তারিত

495. নিচের কোন শব্দটি 'কপাল'- এর সমার্থক?

  • ক. কাপালিক
  • খ. মস্তক
  • গ. ললাট
  • ঘ. কপোল

উত্তরঃ ললাট

বিস্তারিত

496. পদ্মের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অঞ্জন
  • খ. অরবিন্দ
  • গ. জলধর
  • ঘ. জলধারা

উত্তরঃ অরবিন্দ

বিস্তারিত

497. 'আষাঢ়ে মেঘ থেকে আসার নামে'- এ বাক্যে 'আসার' শব্দের অর্থ কি?

  • ক. ঝলঝড়
  • খ. জলধর
  • গ. জলকণা
  • ঘ. জলধারা

উত্তরঃ জলকণা

বিস্তারিত

498. 'হিল্লোল'- এর প্রতিশব্দ কোনটি?

  • ক. কম্পন
  • খ. তরঙ্গ
  • গ. হাসি ঠাট্টা
  • ঘ. সাহস

উত্তরঃ তরঙ্গ

বিস্তারিত

499. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. পরভূত
  • খ. অংশু
  • গ. অক্ষমা
  • ঘ. তনয়া

উত্তরঃ অংশু

বিস্তারিত

500. পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. উদক
  • খ. বৈভব
  • গ. মহীধর
  • ঘ. সরোজ

উত্তরঃ মহীধর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects