সমার্থক শব্দ

526. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়--

  • ক. স্ফুরণ
  • খ. শ্রান্তি
  • গ. উল্লাস
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ শ্রান্তি

বিস্তারিত

527. 'উপভোগ' এর সমার্থক শব্দ নয়---

  • ক. উৎকৃষ্ট
  • খ. মুখভোগ
  • গ. ভোগ
  • ঘ. সম্ভোগ

উত্তরঃ উৎকৃষ্ট

বিস্তারিত

528. 'উচ্ছ্বাস' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. বিকাশ
  • খ. স্ফীতি
  • গ. উদ্ভাসিত
  • ঘ. স্ফুরণ

উত্তরঃ উদ্ভাসিত

বিস্তারিত

529. 'বাতাস' শব্দের সমার্থক শব্দ নয়---

  • ক. বায়ু
  • খ. পবন
  • গ. প্রসূন
  • ঘ. অনিল

উত্তরঃ প্রসূন

বিস্তারিত

530. 'গৃহ' এর সমার্থক শব্দ নয়-----

  • ক. ভবন
  • খ. ঘরোয়া
  • গ. ঘর
  • ঘ. নিবাস

উত্তরঃ ঘরোয়া

বিস্তারিত

531. 'রাত্রি'-এর সমার্থক শব্দ নয়---

  • ক. বারিদ
  • খ. যামিনী
  • গ. রজনী
  • ঘ. শর্বরী

উত্তরঃ বারিদ

বিস্তারিত

532. 'মনোরম'- এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. রমণীয়
  • খ. অকল্পনীয়
  • গ. উদ্ধত
  • ঘ. কঠিন

উত্তরঃ রমণীয়

বিস্তারিত

533. কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. পয়োধি
  • খ. সবিতা
  • গ. পাথার
  • ঘ. অর্ণব

উত্তরঃ সবিতা

বিস্তারিত

534. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

  • ক. নন্দন
  • খ. মৃদু
  • গ. কুসুম
  • ঘ. সফল

উত্তরঃ কুসুম

বিস্তারিত

535. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ---

  • ক. বধু
  • খ. সীধু
  • গ. বিধু
  • ঘ. নিধু

উত্তরঃ বিধু

বিস্তারিত

536. নিচের কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?

  • ক. অর্ণব
  • খ. জলধি
  • গ. প্রবাহিণী
  • ঘ. রত্নাকর

উত্তরঃ প্রবাহিণী

বিস্তারিত

537. 'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. বারি
  • খ. বলাহক
  • গ. অলি
  • ঘ. বাত

উত্তরঃ বাত

বিস্তারিত

538. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. নিশাপতি
  • খ. চাঁদিনী
  • গ. কৌমুদী
  • ঘ. চন্দ্রিকা

উত্তরঃ নিশাপতি

বিস্তারিত

539. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. সফেদ
  • খ. মহেন্দ্র
  • গ. জমিদার
  • ঘ. নরেন্দ্র

উত্তরঃ নরেন্দ্র

বিস্তারিত

540. কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. নলিনী
  • খ. উৎপল
  • গ. শতদল
  • ঘ. কৌমুদী

উত্তরঃ নলিনী

বিস্তারিত

541. কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. দিনেশ
  • খ. অরুন
  • গ. বিজলি
  • ঘ. মিহির

উত্তরঃ বিজলি

বিস্তারিত

542. কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. অনিল
  • খ. সুর
  • গ. অর্ক
  • ঘ. তপন

উত্তরঃ অনিল

বিস্তারিত

543. কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. তোয়
  • খ. নিকেতন
  • গ. আগার
  • ঘ. ধাম

উত্তরঃ তোয়

বিস্তারিত

544. কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. কান্তা
  • খ. সুত
  • গ. রামা
  • ঘ. বামা

উত্তরঃ সুত

বিস্তারিত

545. 'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. ধরিত্রী
  • খ. গিরি
  • গ. নগ
  • ঘ. ফুল

উত্তরঃ ধরিত্রী

বিস্তারিত

546. 'পরার্থ' শব্দের অর্থ--

  • ক. পরোপকার
  • খ. দৈব
  • গ. ভিন্ন অর্থ
  • ঘ. পরাধীন

উত্তরঃ পরোপকার

বিস্তারিত

547. 'খড়গ' -এর সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. তরবারি
  • খ. কৃপাণ
  • গ. ভল্ল
  • ঘ. অসি

উত্তরঃ ভল্ল

বিস্তারিত

548. অছি--

  • ক. মনোনয়ন
  • খ. অভিভাবক
  • গ. নিরাপত্তা
  • ঘ. মশা

উত্তরঃ অভিভাবক

বিস্তারিত

549. কিরীট--

  • ক. মুকুট
  • খ. পতঙ্গ
  • গ. বৃক্ষ
  • ঘ. সাপ

উত্তরঃ মুকুট

বিস্তারিত

550. অত্যহিত---

  • ক. সন্নিকট
  • খ. ঘনিষ্ঠ
  • গ. অতি অনিষ্ট
  • ঘ. অতি উপকার

উত্তরঃ অতি অনিষ্ট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects