সমার্থক শব্দ

576. অংশু--

  • ক. প্রভা
  • খ. লোহিত
  • গ. লজ্জা
  • ঘ. চন্দ্র

উত্তরঃ প্রভা

বিস্তারিত

577. অগ্নি-সহ--

  • ক. যা আগুনে পোড়ে না
  • খ. যাতে আগুন লাগে
  • গ. দেয়াশলাই
  • ঘ. ধূমপানের উপকরণ

উত্তরঃ যা আগুনে পোড়ে না

বিস্তারিত

578. অধমর্ণ--

  • ক. ঋণী
  • খ. বিনয়ী
  • গ. আধমরা
  • ঘ. মরা

উত্তরঃ ঋণী

বিস্তারিত

579. পুণ্ড্র--

  • ক. জরা
  • খ. বৃদ্ধ
  • গ. ইক্ষু
  • ঘ. প্রাচীন

উত্তরঃ ইক্ষু

বিস্তারিত

580. জাফরি--

  • ক. গোলাকার ছিদ্রের বেড়া
  • খ. চৌকা ছিদ্রের বেড়া
  • গ. সৌখিন
  • ঘ. মসলা বিশেষ

উত্তরঃ চৌকা ছিদ্রের বেড়া

বিস্তারিত

581. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি?

  • ক. রূপকল্প
  • খ. নিরাবয়ব
  • গ. সৈন্যদল
  • ঘ. কাল্পনিক

উত্তরঃ সৈন্যদল

বিস্তারিত

582. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হল----

  • ক. হরিণ শিকার
  • খ. চিত্রা হরিণ
  • গ. চন্দ্র
  • ঘ. হরিণ শিশু

উত্তরঃ চন্দ্র

বিস্তারিত

583. নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি?

  • ক. পানি ও আবাস
  • খ. পানি ও পাখির বাসা
  • গ. আবাস ও পানি
  • ঘ. পাখির বাসা ও আবাস

উত্তরঃ পানি ও পাখির বাসা

বিস্তারিত

584. নিচের শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি?

  • ক. সুলতানা
  • খ. রমণী
  • গ. রানী
  • ঘ. সম্রাজ্ঞী

উত্তরঃ রমণী

বিস্তারিত

585. 'দারুণ' শব্দটির আদি শব্দ--

  • ক. বাক্যহীন
  • খ. অত্যন্ত
  • গ. দমন
  • ঘ. দারু নির্মিত

উত্তরঃ অত্যন্ত

বিস্তারিত

586. 'প্রবীণ' শব্দের ব্যবঝারিক অর্থ কী?

  • ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
  • খ. বৃদ্ধ ব্যক্তি
  • গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
  • ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি

উত্তরঃ অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি

বিস্তারিত

587. কোনটি নিশা'র সমার্থক শব্দ নয়?

  • ক. অরাতি
  • খ. বিভাবরী
  • গ. শর্বরী
  • ঘ. যামিনী

উত্তরঃ অরাতি

বিস্তারিত

588. 'বিবর' শব্দটির অর্থ কী?

  • ক. পুকুর
  • খ. গর্ত
  • গ. ছোট
  • ঘ. বিরাট

উত্তরঃ গর্ত

বিস্তারিত

589. 'দফতরি' শব্দের অর্থ--

  • ক. বাঁধাইকর
  • খ. অফিসের রীতিনীতি
  • গ. অফিসের প্রহরী
  • ঘ. ভ্রাম্যমাণ লাইব্রেরী

উত্তরঃ বাঁধাইকর

বিস্তারিত

590. 'ভূয়িষ্ঠ' শব্দের অর্থ--

  • ক. প্রচুর
  • খ. ভূয়া
  • গ. ভূমিলগ্ন
  • ঘ. ভূমিজাত

উত্তরঃ প্রচুর

বিস্তারিত

591. 'উচ্ছগ্যু' শব্দের অর্থ--

  • ক. উৎসর্গ
  • খ. উচ্ছৃঙ্খল
  • গ. উৎসব
  • ঘ. উচ্ছন্ন

উত্তরঃ উৎসর্গ

বিস্তারিত

592. 'কোষ্ঠী' কী?

  • ক. ব্যাধি
  • খ. কোঠা
  • গ. জন্মপত্রিকা
  • ঘ. বংশলতিকা

উত্তরঃ জন্মপত্রিকা

বিস্তারিত

593. মাধবী অর্থ--

  • ক. মধুময়
  • খ. বাসন্তী ফুল
  • গ. মধুমালতী
  • ঘ. মধুকর

উত্তরঃ বাসন্তী ফুল

বিস্তারিত

594. 'কোকনদ' -এর সমার্থ শব্দ--

  • ক. পদ্ম
  • খ. শাপলা
  • গ. টগর
  • ঘ. গোলাপ

উত্তরঃ পদ্ম

বিস্তারিত

595. 'অপাঙ্গ' শব্দের অর্থ--

  • ক. দৃষ্টিকোণ
  • খ. ভিন্নাঙ্গ
  • গ. আপাদমস্তক
  • ঘ. প্রতি অঙ্গ

উত্তরঃ দৃষ্টিকোণ

বিস্তারিত

596. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?

  • ক. অগ্নি
  • খ. অনল
  • গ. বেগম
  • ঘ. পাবক

উত্তরঃ বেগম

বিস্তারিত

597. কোনটি কন্যার সমার্থক নয়?

  • ক. আত্মজা
  • খ. স্বজা
  • গ. সুতা
  • ঘ. অংশু

উত্তরঃ অংশু

বিস্তারিত

598. নিচের কোনটি 'বিষ' শব্দের সমার্থক শব্দ নয়?

  • ক. কালকূট
  • খ. ময়ূখ
  • গ. গরল
  • ঘ. জহর

উত্তরঃ ময়ূখ

বিস্তারিত

599. 'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কবুতর
  • খ. কাক
  • গ. কোকিল
  • ঘ. ময়ূর

উত্তরঃ ময়ূর

বিস্তারিত

600. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?

  • ক. সুধাংশু
  • খ. আদিত্য
  • গ. ভাস্কর
  • ঘ. মার্তন্ড

উত্তরঃ সুধাংশু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects