সমার্থক শব্দ

26. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?

  • ক. সবিতা
  • খ. অবনী
  • গ. সুধাকর
  • ঘ. কলানিধি

উত্তরঃ সবিতা

বিস্তারিত

27. ‘সনাতন’ শব্দের অর্থ কী?

  • ক. নতুন
  • খ. চিরন্তন
  • গ. গ্রাম্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ চিরন্তন

বিস্তারিত

28. ‘কুটুম্ব’ শব্দের অর্থ কী?

  • ক. কালো
  • খ. আত্মীয়
  • গ. প্রতিবিম্ব
  • ঘ. কলরব

উত্তরঃ আত্মীয়

বিস্তারিত

29. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. প্রভা
  • খ. জলদ
  • গ. অন্তরীক্ষ
  • ঘ. সমীর

উত্তরঃ অন্তরীক্ষ

বিস্তারিত

30. ‘সুধাকর’ শব্দের অর্থ কী?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. মধু
  • ঘ. মিষ্টি

উত্তরঃ চন্দ্র

বিস্তারিত

31. ‘বিহঙ্গ’ শব্দের অর্থ কী?

  • ক. পর্বত
  • খ. নদী
  • গ. পাখি
  • ঘ. সমুদ্র

উত্তরঃ পাখি

বিস্তারিত

32. ‘যুগপৎ’ শব্দের অর্থ কী?

  • ক. যুক্ত পথ
  • খ. একই সময়ে
  • গ. এক যুগের পর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ একই সময়ে

বিস্তারিত

33. ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?

  • ক. অর্ণব
  • খ. রাতুল
  • গ. জলধি
  • ঘ. অর্ক

উত্তরঃ অর্ক

বিস্তারিত

34. ‘আত্মজা’র সমার্থক শব্দ কোনটি?

  • ক. দুহিতা
  • খ. রমণী
  • গ. ঈশ্বর
  • ঘ. জায়া

উত্তরঃ দুহিতা

বিস্তারিত

35. ‘নাদ’ শব্দের অর্থ কি?

  • ক. মেঘের ডাক
  • খ. বাঘের ডাক
  • গ. সিংহের ডাক
  • ঘ. ময়ুরের ডাক

উত্তরঃ সিংহের ডাক

বিস্তারিত

36. ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. পর্দা
  • খ. অলংকার
  • গ. পোশাক
  • ঘ. ঢাকা

উত্তরঃ অলংকার

বিস্তারিত

37. ‘উপরোধ’ শব্দের অর্থ কি?

  • ক. প্রতিরোধ
  • খ. অনুরোধ
  • গ. উপযোগী
  • ঘ. প্রতিরোধ

উত্তরঃ অনুরোধ

বিস্তারিত

38. কোন জোড়টি ‘উর্মি’ শব্দের সমার্থক -

  • ক. তরঙ্গ, তুঙ্গ
  • খ. ঢেউ, প্রথ্বীশ
  • গ. কল্লোল, মনোজ
  • ঘ. বীচি, হিল্লোল

উত্তরঃ বীচি, হিল্লোল

বিস্তারিত

39. ‘চয়ন’ শব্দের অর্থ কী?

  • ক. কঠিন
  • খ. স্বপ্ন
  • গ. সুন্দর
  • ঘ. সম্ভার

উত্তরঃ সম্ভার

বিস্তারিত

40. ‘নির্নিমেষ’ শব্দটির অর্থ কী?

  • ক. আমিষ
  • খ. কঠিন
  • গ. অপলক
  • ঘ. হৃদয়হীন

উত্তরঃ অপলক

বিস্তারিত

41. ‘প্রমাদ’ শব্দটির অর্থ কী?

  • ক. বিপদ
  • খ. আরাম
  • গ. অতিরিক্ত
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ বিপদ

বিস্তারিত

42. ‘জঙ্গম’ শব্দের অর্থ -

  • ক. যুদ্ধের ময়দান
  • খ. ঘন অরণ্য
  • গ. গতিশীল
  • ঘ. গুপ্ত

উত্তরঃ গতিশীল

বিস্তারিত

43. ‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. নভ
  • ঘ. মেঘ

উত্তরঃ নভ

বিস্তারিত

44. ‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. হুতাশন
  • খ. কৃশানু
  • গ. বায়ুসখা
  • ঘ. দ্যুতি

উত্তরঃ দ্যুতি

বিস্তারিত

45. কল্লোল শব্দের অর্থ কী?

  • ক. কলকল
  • খ. শব্দময় ঢেউ
  • গ. কোলাহল
  • ঘ. তরঙ্গ

উত্তরঃ শব্দময় ঢেউ

বিস্তারিত

46. ‘মার্জার’ অর্থ কী?

  • ক. মার্জনাকারী
  • খ. বেড়াল
  • গ. কাক
  • ঘ. কুকুর

উত্তরঃ বেড়াল

বিস্তারিত

47. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. পৃথ্বী
  • খ. নীর
  • গ. ক্ষিতি
  • ঘ. অবনী

উত্তরঃ নীর

বিস্তারিত

48. ‘জঙ্গম’ শব্দের অর্থ কি?

  • ক. স্থবির
  • খ. জঙ্গলময়
  • গ. দ্রুত ধাবমান
  • ঘ. চলন্ত

উত্তরঃ চলন্ত

বিস্তারিত

49. ‘আগুন’ শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে -

  • ক. আলোক
  • খ. কিরণ
  • গ. জ্যোতি
  • ঘ. অনল

উত্তরঃ অনল

বিস্তারিত

50. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ -

  • ক. অর্ধাঙ্গী
  • খ. কন্যা
  • গ. নন্দিনী
  • ঘ. ভগিনী

উত্তরঃ অর্ধাঙ্গী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects