সমার্থক শব্দ
442. 'কপাল ও কপোল' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. ললাট ও গাল
- খ. ললাট ও ঠোঁট
- গ. গাল ও শিশুর ঠোঁট
- ঘ. কাপালিক ও কপালকুন্ডলা
উত্তরঃ ললাট ও গাল
443. 'নারী ও নাড়ী' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. অন্ত্র ও শিরা
- খ. অন্ত্র ও ধমনী
- গ. রমণী ও অন্ত্র
- ঘ. ধ্মনী ও শিরা
উত্তরঃ রমণী ও অন্ত্র
444. 'সরসী ও ষোড়শী' শব্দ যুগলের অর্থ কি কি ?
- ক. আয়না ও রূপসী
- খ. রূপসী ও শাড়ি
- গ. সরোবর ও ষোল বছরের কন্যা
- ঘ. ষোল বছরের কন্যা ও সরোবর
উত্তরঃ সরোবর ও ষোল বছরের কন্যা
- ক. মাস বিশেষ
- খ. জলাধার
- গ. প্রবল বৃষ্টিপাত
- ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ প্রবল বৃষ্টিপাত
- ক. ক্রিয়াপদ
- খ. চেয়ে থাকা
- গ. কৃষিকাজ
- ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ নীলকন্ঠি পাখি
- ক. কল্পিত প্রাণী
- খ. ক্রিয়াপদ
- গ. চতুর ব্যক্তি
- ঘ. হাতি
উত্তরঃ হাতি
- ক. ধানের নাম
- খ. নদীর নাম
- গ. নিবারণ
- ঘ. বিরাম ধ্বনি
উত্তরঃ ধানের নাম
- ক. পূর্ণিমা
- খ. ক্রিয়াপদ
- গ. মেয়েদের নাম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পূর্ণিমা
There are no comments yet.