সমার্থক শব্দ

426. নিচের কোনটি 'গরু' এর প্রতিশব্দ নয় ?

  • ক. গাভী
  • খ. পায়স্বিনী
  • গ. পিক
  • ঘ. ধেনু

উত্তরঃ পিক

বিস্তারিত

427. লোচন এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. চোখ
  • খ. কান
  • গ. পানি
  • ঘ. কাচ

উত্তরঃ চোখ

বিস্তারিত

428. নিচের কোনটি 'চন্দ্র' এর প্রতিশব্দ নয় ?

  • ক. হিমাংশু
  • খ. ইন্দু
  • গ. ঊর্মি
  • ঘ. বিধু

উত্তরঃ ঊর্মি

বিস্তারিত

429. নিচের কোনটিকে 'মধুকাল' বলা হয় ?

  • ক. হেমন্ত
  • খ. শরৎ
  • গ. বসন্ত
  • ঘ. বর্ষা

উত্তরঃ বসন্ত

বিস্তারিত

430. 'অংশু' কিসের প্রতিশব্দ ?

  • ক. উম্বল
  • খ. কিরণ
  • গ. কাজল
  • ঘ. সূর্য

উত্তরঃ কিরণ

বিস্তারিত

431. 'সর্বংসহা' কিসের প্রতিশব্দ ?

  • ক. চাঁদ
  • খ. সূর্য
  • গ. পৃথিবী
  • ঘ. পর্বত

উত্তরঃ পৃথিবী

বিস্তারিত

432. উর্মি এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. ঢেউ
  • খ. চঞ্চল
  • গ. চন্দ্র
  • ঘ. উগ্র

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

433. 'জল' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. তরঙ্গ
  • খ. বীচি
  • গ. নিধি
  • ঘ. অম্বু

উত্তরঃ অম্বু

বিস্তারিত

434. 'আপন' এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. ঘর
  • খ. দোকান
  • গ. চেয়ার
  • ঘ. টেবিল

উত্তরঃ দোকান

বিস্তারিত

435. নিচের কোনটি 'পদ্ম' এর প্রতিশব্দ নয় ?

  • ক. মুহী
  • খ. পংকজ
  • গ. সরোজ
  • ঘ. সরোবর

উত্তরঃ মুহী

বিস্তারিত

436. 'আকর' নিচের কোনটির প্রতিশব্দ ?

  • ক. নদী
  • খ. সমুদ্র
  • গ. সূর্য
  • ঘ. চন্দ্র

উত্তরঃ সমুদ্র

বিস্তারিত

437. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?

  • ক. অর্নব
  • খ. সবিতা
  • গ. অংশুমালী
  • ঘ. আদিত্য

উত্তরঃ অর্নব

বিস্তারিত

438. 'অদ্রি' কিসের সমার্থক শব্দ ?

  • ক. নদী
  • খ. সমুদ্র
  • গ. রাত্রী
  • ঘ. পর্বত

উত্তরঃ পর্বত

বিস্তারিত

439. 'তটিনি' এর সমার্থক শব্দ কোনটি ?

  • ক. জলধি
  • খ. নদী
  • গ. সলিল
  • ঘ. আকাশ

উত্তরঃ নদী

বিস্তারিত

440. পুষ্প এর প্রতিশব্দ কোনটি ?

  • ক. তরু
  • খ. পবন
  • গ. তৃণ
  • ঘ. রঙ্গন

উত্তরঃ রঙ্গন

বিস্তারিত

441. 'শম্বর' শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ ?

  • ক. হরিণ
  • খ. যজ্ঞ
  • গ. অংশু
  • ঘ. ব্যাঘ্র

উত্তরঃ হরিণ

বিস্তারিত

442. 'কপাল ও কপোল' শব্দ যুগলের অর্থ কি কি ?

  • ক. ললাট ও গাল
  • খ. ললাট ও ঠোঁট
  • গ. গাল ও শিশুর ঠোঁট
  • ঘ. কাপালিক ও কপালকুন্ডলা

উত্তরঃ ললাট ও গাল

বিস্তারিত

443. 'নারী ও নাড়ী' শব্দ যুগলের অর্থ কি কি ?

  • ক. অন্ত্র ও শিরা
  • খ. অন্ত্র ও ধমনী
  • গ. রমণী ও অন্ত্র
  • ঘ. ধ্মনী ও শিরা

উত্তরঃ রমণী ও অন্ত্র

বিস্তারিত

444. 'সরসী ও ষোড়শী' শব্দ যুগলের অর্থ কি কি ?

  • ক. আয়না ও রূপসী
  • খ. রূপসী ও শাড়ি
  • গ. সরোবর ও ষোল বছরের কন্যা
  • ঘ. ষোল বছরের কন্যা ও সরোবর

উত্তরঃ সরোবর ও ষোল বছরের কন্যা

বিস্তারিত

445. 'অসার' শব্দের অর্থ কি ?

  • ক. মাস বিশেষ
  • খ. জলাধার
  • গ. প্রবল বৃষ্টিপাত
  • ঘ. অন্তঃসার শুন্য

উত্তরঃ প্রবল বৃষ্টিপাত

বিস্তারিত

446. 'চাস' শব্দের অর্থ কি ?

  • ক. ক্রিয়াপদ
  • খ. চেয়ে থাকা
  • গ. কৃষিকাজ
  • ঘ. নীলকন্ঠি পাখি

উত্তরঃ নীলকন্ঠি পাখি

বিস্তারিত

447. 'করী' শব্দের অর্থ কি ?

  • ক. কল্পিত প্রাণী
  • খ. ক্রিয়াপদ
  • গ. চতুর ব্যক্তি
  • ঘ. হাতি

উত্তরঃ হাতি

বিস্তারিত

448. 'নীবার' শব্দের অর্থ কি ?

  • ক. ধানের নাম
  • খ. নদীর নাম
  • গ. নিবারণ
  • ঘ. বিরাম ধ্বনি

উত্তরঃ ধানের নাম

বিস্তারিত

449. 'রাকা' শব্দের অর্থ কি ?

  • ক. পূর্ণিমা
  • খ. ক্রিয়াপদ
  • গ. মেয়েদের নাম
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পূর্ণিমা

বিস্তারিত

450. 'অংস' শব্দের অর্থ কোনটি ?

  • ক. কাঁধ
  • খ. ভোজন
  • গ. ভাগ
  • ঘ. পশু

উত্তরঃ কাঁধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects