প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ খুলনা বিভাগ

1. রক্তশূন্যতা বলতে বোঝায়-

  • ক. রক্তের পরিমাণ কমে যাওয়া
  • খ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
  • গ. হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
  • ঘ. অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

2. বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?

  • ক. নাইট্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. ওজোন
  • ঘ. হিলিয়াম

3. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

4. কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কী হয়?

  • ক. বায়ুপ্রবাহ কমে যায়
  • খ. বায়ুপ্রবাহ বেড়ে যায়
  • গ. বায়ুপ্রবাহ থেমে যায়
  • ঘ. বায়ুপ্রবাহ অপরিবর্তিত থাকে

7. কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় ?

  • ক. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
  • খ. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
  • গ. নমনীয়তা বেশি
  • ঘ. ঘনত্ব কম

8. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে কে চ্যাম্পিয়ন হয়?

  • ক. জার্মানি
  • খ. ফ্রান্স
  • গ. ইতালি
  • ঘ. আর্জেন্টিনা

13. কোন বানানটি শুদ্ধ?

  • ক. Dysentary
  • খ. Disentery
  • গ. Dysentery
  • ঘ. Dysentry

14. কোনটি Material Noun ?

  • ক. Ring
  • খ. River
  • গ. Book
  • ঘ. Paper

15. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. He copied the answer word by word.
  • খ. He copied the answer word for word.
  • গ. He copied the answer word with word.
  • ঘ. He copied the answer word in word.

17. কোন বানানটি শুদ্ধ?

  • ক. কুজ্ঝটিকা
  • খ. কুজ্বটিকা
  • গ. কুজ্জটিকা
  • ঘ. কুজ্বটিকা

18. 'গাড়ি স্টেশন ছাড়ল' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে শূন্য
  • খ. কর্মকারকে শূন্য
  • গ. করণ কারকে শূন্য
  • ঘ. অপাদান কারকে শূন্য

19. "আজ রবিবার' নাটকটি কে রচনা করেন।

  • ক. মোজাম্মেল হক
  • খ. হুমায়ূন আহমেদ
  • গ. মাসুম রেজা
  • ঘ. সেলিনা হোসেন

20. “আমি শুনে হাসি, আখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। পক্তিটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. মোহিতলাল মজুমদার

21. কোনটি মৌলিক পদার্থ?

  • ক. চিনি
  • খ. নিয়ন
  • গ. পানি
  • ঘ. লবণ

22. বাংলাদেশে ২০০৫-০৬ মৌসুমের ক্রিকেটে বর্ষসেরা অলরাউন্ডারের পুরস্কার কে পেয়েছেন?

  • ক. মাশরাফি বিন মর্তুজা
  • খ. মোহাম্মদ রফিক
  • গ. মোহাম্মদ আশরাফুল
  • ঘ. অলক কাপালি

23. 'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?

  • ক. সিলেট
  • খ. ময়মনসিংহ
  • গ. চট্টগ্রাম
  • ঘ. কক্সবাজার

24. লালবাগ কেল্লার আদি নাম-

  • ক. আওরঙ্গাবাদ দুর্গ
  • খ. আজম দূর্গ
  • গ. শায়েস্তা খান দুর্গ
  • ঘ. পরীবিবির দুর্গ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics