সমার্থক শব্দ

376. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অনিল
  • খ. জলধর
  • গ. পাথার
  • ঘ. মাতঙ্গ

উত্তরঃ পাথার

বিস্তারিত

377. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. জলদ
  • খ. বারিদ
  • গ. জীমূত
  • ঘ. অন্তরীক্ষ

উত্তরঃ অন্তরীক্ষ

বিস্তারিত

378. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. ফুলশর
  • খ. রঙ্গনা
  • গ. অলি
  • ঘ. অহি

উত্তরঃ রঙ্গনা

বিস্তারিত

379. Excise duty-র পরিভাষা কোনটি?

  • ক. অতিরিক্ত কর
  • খ. আবগারি শুল্ক
  • গ. অর্পিত দায়িত্ব
  • ঘ. অতিরিক্ত কর্তব্য

উত্তরঃ আবগারি শুল্ক

বিস্তারিত

380. কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?

  • ক. পাবক
  • খ. বৈশ্বানর
  • গ. সর্বশুচি
  • ঘ. প্রজ্বলিত

উত্তরঃ প্রজ্বলিত

বিস্তারিত

381. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কলাপী
  • খ. নীরধি
  • গ. বিটপী
  • ঘ. অবনী

উত্তরঃ বিটপী

বিস্তারিত

382. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-

  • ক. অর্ধচেতন
  • খ. অবচেতন
  • গ. চেতনাহীন
  • ঘ. চেতনাপ্রবাহ

উত্তরঃ অবচেতন

বিস্তারিত

383. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. অনল
  • খ. ফুলশ্বর
  • গ. পাবক
  • ঘ. হুতাশন

উত্তরঃ ফুলশ্বর

বিস্তারিত

384. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?

  • ক. পাবক
  • খ. মারুত
  • গ. পবন
  • ঘ. অনিল

উত্তরঃ পাবক

বিস্তারিত

385. কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়?

  • ক. মায়া
  • খ. ভেল্কি
  • গ. বিরাগ
  • ঘ. ছলনা

উত্তরঃ বিরাগ

বিস্তারিত

386. ব্রাত্য শব্দের সমার্থক-

  • ক. পতিত
  • খ. বতায়
  • গ. ব্যুহ
  • ঘ. ব্রত

উত্তরঃ পতিত

বিস্তারিত

387. কোনটি সমার্থক শব্দ নয়?

  • ক. সন্দেশ
  • খ. সংবাদ
  • গ. বার্তা
  • ঘ. গুজব

উত্তরঃ গুজব

বিস্তারিত

388. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের--

  • ক. অর্থ পরিবর্তিত হয়
  • খ. অর্থের অবনতি ঘটে
  • গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
  • ঘ. সৌন্দর্য হ্রাস পায়

উত্তরঃ সৌন্দর্য বৃদ্ধি পায়

বিস্তারিত

389. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. বারীদ
  • খ. পাথার
  • গ. অটবী
  • ঘ. সলিল

উত্তরঃ বারীদ

বিস্তারিত

390. 'সোম' শব্দের অর্থ কী?

  • ক. কান্তি
  • খ. বিধু
  • গ. শৈল
  • ঘ. মিত্র

উত্তরঃ বিধু

বিস্তারিত

391. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়--

  • ক. হর্ষ
  • খ. পুলক
  • গ. সুখ
  • ঘ. বিষাদ

উত্তরঃ বিষাদ

বিস্তারিত

392. নিকুঞ্জ

  • ক. খেলার মাঠ
  • খ. পাখির ভাষা
  • গ. খড়ের ঘর
  • ঘ. বাগান

উত্তরঃ বাগান

বিস্তারিত

393. কপর্দহীন

  • ক. বোকা
  • খ. নিঃস্ব
  • গ. সহায়হীন
  • ঘ. মলিন

উত্তরঃ নিঃস্ব

বিস্তারিত

394. লোহিত

  • ক. মিষ্টি
  • খ. হলুদ রং
  • গ. লাল রং
  • ঘ. লবণাক্ত

উত্তরঃ লাল রং

বিস্তারিত

395. যামিনী

  • ক. ফুল
  • খ. রাত্রি
  • গ. পানি
  • ঘ. কুয়াশা

উত্তরঃ রাত্রি

বিস্তারিত

396. 'ভুজঙ্গ' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • ক. নেউল
  • খ. সাপ
  • গ. গিরগিটি
  • ঘ. খরগোশ

উত্তরঃ সাপ

বিস্তারিত

397. মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে - শব্দে 'গুণ' শব্দের অর্থ কি ?

  • ক. ক্রিয়া
  • খ. ধর্ম
  • গ. উৎকর্ষ
  • ঘ. দড়ি

উত্তরঃ দড়ি

বিস্তারিত

398. 'এসপার ওসপার' শব্দটির অর্থ কি ?

  • ক. এদিক অথবা ওদিক
  • খ. চূড়ান্ত মীমাংসা
  • গ. এপারে অথবা ঐ পারে
  • ঘ. এ রকম অথবা ঐ রকম

উত্তরঃ চূড়ান্ত মীমাংসা

বিস্তারিত

399. 'মিলন' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • ক. জীবন
  • খ. মরণ
  • গ. বিচ্ছেদ
  • ঘ. বিরহ

উত্তরঃ বিরহ

বিস্তারিত

400. 'ভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • ক. ভবিষ্যৎ
  • খ. পেত্নী
  • গ. ভোতা
  • ঘ. ভীতু

উত্তরঃ ভবিষ্যৎ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects