সমার্থক শব্দ

251. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়-

  • ক. বিটপী
  • খ. মহীরুহ
  • গ. বিপিন
  • ঘ. পাদপ

উত্তরঃ বিপিন

বিস্তারিত

252. ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. চিত্ত
  • খ. অন্তর
  • গ. দিল
  • ঘ. শাহ

উত্তরঃ শাহ

বিস্তারিত

253. ‘কলহ’ -কোনটি প্রতিশব্দ নয়?

  • ক. ঝগড়া
  • খ. বিবাদ
  • গ. কাটরা
  • ঘ. কোন্দল

উত্তরঃ কাটরা

বিস্তারিত

254. ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয় কোনটি?

  • ক. বারিধি
  • খ. সিন্ধু
  • গ. তরঙ্গ
  • ঘ. সাগর

উত্তরঃ তরঙ্গ

বিস্তারিত

255. 'Pleadings'- এর অর্থ কি?

  • ক. আরজী
  • খ. লিখিত জবাব
  • গ. আরজী ও লিখিত জবাব
  • ঘ. উকিলের বক্তব্য

উত্তরঃ আরজী ও লিখিত জবাব

বিস্তারিত

256. ‘হরিণ’-এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. মাতঙ্গ
  • খ. তুরঙ্গ
  • গ. কুরঙ্গ
  • ঘ. বারিধি

উত্তরঃ কুরঙ্গ

বিস্তারিত

257. ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. বারি
  • খ. অম্বু
  • গ. বীচি
  • ঘ. বারিধি

উত্তরঃ বীচি

বিস্তারিত

258. ‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. অশ্ম
  • খ. মণি
  • গ. পাষাণ
  • ঘ. নগ

উত্তরঃ নগ

বিস্তারিত

259. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. বসুন্ধরা
  • খ. ধরণী
  • গ. অবনী
  • ঘ. যামিনী

উত্তরঃ যামিনী

বিস্তারিত

260. ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. তিমির
  • খ. কাজল
  • গ. আঁধার
  • ঘ. অমানিশা

উত্তরঃ কাজল

বিস্তারিত

261. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. পাহাড়
  • খ. গিরি
  • গ. শিলা
  • ঘ. শৈল

উত্তরঃ শিলা

বিস্তারিত

262. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. কুন্তল
  • খ. ললাট
  • গ. চুল
  • ঘ. অলক

উত্তরঃ ললাট

বিস্তারিত

263. ‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. চাঁদ
  • খ. নিশাকর
  • গ. অদ্রি
  • ঘ. হিমকর

উত্তরঃ অদ্রি

বিস্তারিত

264. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. সরিৎ
  • খ. বারিধি
  • গ. উদক
  • ঘ. অম্বু

উত্তরঃ সরিৎ

বিস্তারিত

265. ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

  • ক. অবসান
  • খ. বরেণ্য
  • গ. শেষ
  • ঘ. বিরাম

উত্তরঃ বরেণ্য

বিস্তারিত

266. ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. তরঙ্গ
  • খ. ঊর্মি
  • গ. বারিধি
  • ঘ. বীচি

উত্তরঃ বারিধি

বিস্তারিত

267. ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. নয়ন
  • খ. লোচন
  • গ. অক্ষি
  • ঘ. সলিল

উত্তরঃ সলিল

বিস্তারিত

268. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়-

  • ক. রবি
  • খ. রশ্মি
  • গ. প্রভা
  • ঘ. কর

উত্তরঃ রবি

বিস্তারিত

269. ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. গোত্র
  • খ. কিনার
  • গ. তীর
  • ঘ. তট

উত্তরঃ গোত্র

বিস্তারিত

270. ‘ঘোড়া’-এর সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. অশ্ব
  • খ. ঘোটক
  • গ. তুরগ
  • ঘ. গর্দভ

উত্তরঃ গর্দভ

বিস্তারিত

271. কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?

  • ক. অটবি
  • খ. কলাপী
  • গ. পল্লবী
  • ঘ. বিটপী

উত্তরঃ কলাপী

বিস্তারিত

272. ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?

  • ক. বক
  • খ. কবুতর
  • গ. হারগিলা
  • ঘ. ময়ূর

উত্তরঃ কবুতর

বিস্তারিত

273. ‘মেদিনি’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি?

  • ক. আকাশ
  • খ. পৃথিবী
  • গ. সমুদ্র
  • ঘ. কোনটিই না

উত্তরঃ পৃথিবী

বিস্তারিত

274. পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?

  • ক. চিহ্ন বা স্মারক
  • খ. বিনিময়
  • গ. সংযোগ
  • ঘ. যোগাযোগ

উত্তরঃ চিহ্ন বা স্মারক

বিস্তারিত

275. স্বাক্ষর শব্দের অর্থ কি?

  • ক. দস্তখত
  • খ. নিরক্ষর
  • গ. উচ্চ শিক্ষিত
  • ঘ. অক্ষরজ্ঞানসম্পন্ন

উত্তরঃ দস্তখত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects