খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক

1. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?

  • ক. লালন শাহ্
  • খ. হাসান রাজা
  • গ. পাগলা কানাই
  • ঘ. রাধারমণ দত্ত

2. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. কাজী আবদুল ওদুদ
  • খ. আবুল ফজল
  • গ. রশীদ করিম
  • ঘ. হুমায়ন কবির

3. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

  • ক. ব্রজাঙ্গনা
  • খ. বিলাতের পত্র
  • গ. বীরাঙ্গনা
  • ঘ. হিমালয়

4. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. কর্নেল শফিউল্লাহ
  • গ. জেনারেল এম.এ.জি ওসমানী
  • ঘ. মেজর জিয়াউর রহমান

7. The study of religion is -

  • ক. Theology
  • খ. Psychology
  • গ. Philosophy
  • ঘ. Astrology

8. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. পিঙ্গল আকাশ
  • গ. পলাশী ব্যারাক
  • ঘ. দোজখের ওম

9. ‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?

  • ক. শওকত আলী
  • খ. মহাদেব সাহা
  • গ. নির্মলন্দেু গুণ
  • ঘ. আসাদ চৌধুরী

12. কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ‘ডি’ তৈরিতে সাহায্য করে?

  • ক. বিটা রশ্মি
  • খ. আলট্রা ভায়োলেট রশ্মি
  • গ. আলফা রশ্মি
  • ঘ. এক্স রশ্মি

14. ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?

  • ক. মাত্রাবৃত্ত
  • খ. স্বরবৃত্ত
  • গ. অমিত্রাক্ষর
  • ঘ. অক্ষরবৃত্ত

15. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মোতাহের হোসেন চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

16. ‘প্রাতরাশ’ এর সন্ধি-

  • ক. প্রাত+রাশ
  • খ. প্রাতঃ+আশ
  • গ. প্রাতঃ+রাশ
  • ঘ. প্রাঃ+রাশ

17. ছড়া কোন ছন্দে রচিত হয়?

  • ক. স্বরবৃত্ত
  • খ. পয়ার
  • গ. অমিত্রাক্ষর
  • ঘ. ত্রিপদী

20. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেন?

  • ক. শায়েস্তা খান
  • খ. ইসলাম খান
  • গ. মীর জুমলা
  • ঘ. খিযির হায়াত খান

24. হাইফেন এ কতটুকু থামতে হয়?

  • ক. এক বলার দ্বিগুণ
  • খ. এক মিনিট
  • গ. থামার প্রয়োজন নেই
  • ঘ. এক সেকেন্ড


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics