খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক
26. নিচের কোনটি ‘পবর্ত’ এর সমার্থক শব্দ নয়?
- ক. ভূধর
- খ. অবনী
- গ. অদ্রি
- ঘ. অচল
27. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?
- ক. মূহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ণ
- খ. মুহুর্মূহ, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ণ
- গ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ঘ. মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ক. আনুস্বাঙ্গিক
- খ. আনুষঙ্গিক
- গ. আনুষাঙ্গিক
- ঘ. আনুসাঙ্গিক
29. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
- ক. সংবাদ প্রভাকর
- খ. বঙ্গদর্শন
- গ. সবুজপত্র
- ঘ. কালি ও কলম
30. ‘কাননে কুসুম সকলি ফুটিল’ - বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে প্রথমা
- খ. কর্তায় শূন্য
- গ. কর্মে শূন্য
- ঘ. অধিকরণে শূন্য
31. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?
- ক. আচমকা বিপদ
- খ. সাপকে দড়ি দিয়ে বাধা
- গ. যাদুকারী বিদ্যা অর্জন করা
- ঘ. বিভ্রম
33. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ?
- ক. ছোটগল্প
- খ. ভ্রমণকাহিনী
- গ. উপন্যাস
- ঘ. নাটক
35. নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?
- ক. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
- খ. শব্দের অর্থের পরিবর্তন
- গ. বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
- ঘ. শব্দের অর্থ সম্প্রসারণ
37. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
- ক. কুমিল্লা
- খ. যশোহর
- গ. কোলকাতা
- ঘ. বরিশাল
38. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
- ক. ঘটকের গাড়ি
- খ. মড়াপোড়া
- গ. ঘোড়ার গাড়ি
- ঘ. শবদাহ
39. ‘যে নারী প্রিয় কথা বলে’ - এক কথায় প্রকাশ করুন।
- ক. প্রিয়া
- খ. প্রিয়ংবদা
- গ. শ্রীমতি
- ঘ. সুহাসিনী
40. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ - এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. বিশেষণ ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও বিশেষ্য
- ঘ. বিশেষণ ও বিশেষণ
41. ‘ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে ’টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?
- ক. পদাশ্রিত নির্দেশক
- খ. অনুসর্গ
- গ. বিভক্তি
- ঘ. শব্দ প্রত্যয়
42. ‘শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানটির রচয়িতা কে?
- ক. আপেল মাহমুদ
- খ. মুকুন্দ দাস
- গ. গৌরিপ্রসন্ন মজুমদার
- ঘ. গোবিন্দ হালদার
43. বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্য পদ লাভ করেন কত তারিখে?
- ক. ১২ অক্টোবর, ১৯৭৩
- খ. ৯ মে, ১৯৭৭
- গ. ৬ নভেম্বর, ১৯৭২
- ঘ. ১২ নভেম্বর, ১৯৭৩
44. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল?
- ক. ৩৫ জন
- খ. ৩৬ জন
- গ. ৩ জন
- ঘ. ৩৪ জন
45. ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?
- ক. বার্বাডোস
- খ. তাইওয়ান
- গ. আয়ারল্যান্ড
- ঘ. হংকং
46. Which of the following memory is non-volatile?
- ক. none of these
- খ. rom
- গ. sdram
- ঘ. ram
47. কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে?
- ক. B. 1. 1. 7
- খ. B. 1. 351
- গ. B. 1. 617. 2
- ঘ. B. 1. 1. 529
48. বিট কয়েন কী?
- ক. তামার মুদ্রা
- খ. ডিজিটাল মুদ্রা
- গ. কম্পিউটার যন্ত্রাংশ
- ঘ. কোনটিও নয়
49. নাগার্নো - কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?
- ক. তুরস্ক
- খ. রাশিয়া
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. উজবেকিস্তান
50. রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?
- ক. ঘোড়দৌড়
- খ. ইয়ট রেস
- গ. কার রেসিং
- ঘ. গলফ