খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক

27. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?

  • ক. মূহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ণ
  • খ. মুহুর্মূহ, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ণ
  • গ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
  • ঘ. মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

28. শুদ্ধ বানান কোনটি?

  • ক. আনুস্বাঙ্গিক
  • খ. আনুষঙ্গিক
  • গ. আনুষাঙ্গিক
  • ঘ. আনুসাঙ্গিক

30. ‘কাননে কুসুম সকলি ফুটিল’ - বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে প্রথমা
  • খ. কর্তায় শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

31. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?

  • ক. আচমকা বিপদ
  • খ. সাপকে দড়ি দিয়ে বাধা
  • গ. যাদুকারী বিদ্যা অর্জন করা
  • ঘ. বিভ্রম

32. Dialect এর পরিভাষা কোনটি?

  • ক. দলিল
  • খ. সংলাপ
  • গ. উপভাষা
  • ঘ. রোগ নির্ণয়

34. কোনটি খাঁটি বাংলা শব্দ?

  • ক. চাকু
  • খ. ঢেঁকি
  • গ. জোছনা
  • ঘ. চামার

35. নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?

  • ক. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
  • খ. শব্দের অর্থের পরিবর্তন
  • গ. বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
  • ঘ. শব্দের অর্থ সম্প্রসারণ

36. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?

  • ক. সাগর
  • খ. গান
  • গ. শোক
  • ঘ. সাহিত্য

38. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত?

  • ক. ঘটকের গাড়ি
  • খ. মড়াপোড়া
  • গ. ঘোড়ার গাড়ি
  • ঘ. শবদাহ

40. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ - এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. বিশেষণ ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও বিশেষ্য
  • ঘ. বিশেষণ ও বিশেষণ

42. ‘শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানটির রচয়িতা কে?

  • ক. আপেল মাহমুদ
  • খ. মুকুন্দ দাস
  • গ. গৌরিপ্রসন্ন মজুমদার
  • ঘ. গোবিন্দ হালদার

48. বিট কয়েন কী?

  • ক. তামার মুদ্রা
  • খ. ডিজিটাল মুদ্রা
  • গ. কম্পিউটার যন্ত্রাংশ
  • ঘ. কোনটিও নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics