অনুপাত সমানুপাত
26. দুটি সংখ্যার অনুপাত 3 : 2 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
- ক. 6
- খ. 8
- গ. 12
- ঘ. 24
উত্তরঃ 24
27. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
- ক. ১৯ঃ২৫
- খ. ২৪ঃ২৫
- গ. ২০ঃ২৫
- ঘ. ১৮ঃ২৫
উত্তরঃ ১৯ঃ২৫
28. একটি ক্রমিক সমানুপাতরে ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?
- ক. ১২
- খ. ৮
- গ. ১৪
- ঘ. ২০
উত্তরঃ ৮
29. ৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল -
- ক. ২৫০ টাকা
- খ. ৩০০ টাকা
- গ. ৩৫০ টাকা
- ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ২৫০ টাকা
30. জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
31. a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =
- ক. 20 : 35 : 42
- খ. 24 : 30 : 35
- গ. 35 : 30 : 24
- ঘ. 42 : 35 : 20
উত্তরঃ 24 : 30 : 35
33. ৬০ লিটার পানি ও চিনির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রেণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
- ক. ৭০ লিটার
- খ. ৬০ লিটার
- গ. ৮০ লিটার
- ঘ. ৫০ লিটার
উত্তরঃ ৮০ লিটার
- ক. ১ : ৫
- খ. ৪ : ১
- গ. ৫ : ২
- ঘ. ৫ : ১
উত্তরঃ ৫ : ১
36. এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?
- ক. 10%
- খ. 20%
- গ. 30%
- ঘ. 40%
উত্তরঃ 40%
37. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
- ক. ৯
- খ. ১৫
- গ. ১০
- ঘ. ৬
উত্তরঃ ৬
38. দুটি সংখ্যার সমষ্টি ৪৫ এবং উহাদের মধ্য সমানুপাতিক ১৮। সংখ্যা দুটি কত?
- ক. ১৫ ও ২২
- খ. ৯ ও ৩৬
- গ. ২৫ ও ৩০
- ঘ. ১০ ও ৩০
উত্তরঃ ৯ ও ৩৬
- ক. 20
- খ. 10
- গ. 40
- ঘ. 30
উত্তরঃ 10
- ক. 570
- খ. 680
- গ. 1020
- ঘ. 1200
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. 5 : 2
- খ. 5 : 3
- গ. 7 : 5
- ঘ. None
উত্তরঃ 5 : 2
46. ৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ২ : ১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে?
- ক. ২০
- খ. ৩০
- গ. ৫০
- ঘ. ৬০
উত্তরঃ ৬০
- ক. ৪০ লিটার
- খ. ৩৫ লিটার
- গ. ৩০ লিটার
- ঘ. ২৫ লিটার
উত্তরঃ ৪০ লিটার
48. পায়েসে দুধ ও চিনির অনুপাত কত ৭ঃ৩। ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত?
- ক. ৮ কেজি
- খ. ১০ কেজি
- গ. ১২ কেজি
- ঘ. ১৪ কেজি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ১৩ঃ৬
- খ. ৬ঃ১৩
- গ. ১২ঃ৫
- ঘ. ৫ঃ১২
উত্তরঃ ১৩ঃ৬