অনুপাত সমানুপাত
126. একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?
- ক. ২ : ৫
- খ. ১ : ২
- গ. ৩ : ১
- ঘ. ২ : ৩
উত্তরঃ ৩ : ১
- ক. ৯ : ১৪
- খ. ৫ : ৬
- গ. ২ : ৩
- ঘ. ২ : ৪
উত্তরঃ ৯ : ১৪
128. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ক. ৬৪ বছর
- খ. ৪৮ বছর
- গ. ৪০ বছর
- ঘ. ৪৪ বছর
উত্তরঃ ৪৪ বছর
129. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
- ক. ৪০
- খ. ৬৪
- গ. ৯৬
- ঘ. ১০৪
উত্তরঃ ১০৪
130. কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪ : ৫ : ৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
- ক. ৯০
- খ. ৬০
- গ. ৪০
- ঘ. ১২০
উত্তরঃ ৪০
131. ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?
- ক. ৬০০ টাকা
- খ. ১৫০০ টাকা
- গ. ২৪০০ টাকা
- ঘ. ২১০০ টাকা
উত্তরঃ ২১০০ টাকা
132. ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে?
- ক. ১৫
- খ. ১৪
- গ. ১৬
- ঘ. ২০
উত্তরঃ ২০
133. ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
- ক. ১২০ টাকা
- খ. ১৩৫ টাকা
- গ. ১৫৫ টাকা
- ঘ. ১৪৫ টাকা
উত্তরঃ ১৩৫ টাকা
134. ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩ অনুপাতে যদি ক-এর ৮০০ টাকা থাকে তাহলে গ-এর টাকার পরিমাণ কত?
- ক. ১৮০০
- খ. ১৫০০
- গ. ১৩০০
- ঘ. ১৬০০
উত্তরঃ ১৫০০
- ক. ৪০ টাকা
- খ. ২০ টাকা
- গ. ১০০ টাকা
- ঘ. ৮০ টাকা
উত্তরঃ ৪০ টাকা
136. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
- ক. ২ : ৫
- খ. ৩ : ৫
- গ. ২ : ১
- ঘ. ২ : ৪
উত্তরঃ ২ : ১
- ক. ৭৫০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৮৫০ টাকা
- ঘ. ৯০০ টাকা
উত্তরঃ ৭৫০ টাকা
138. দুটি সংখ্যার অনপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ১২ ও ২১
- খ. ১৬ ও ২০
- গ. ১৫ ও ১৮
- ঘ. ১২ ও ১৬
উত্তরঃ ১২ ও ২১
- ক. ২ : ৫
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৫
উত্তরঃ ২ : ৩
140. ক ৩/২ ঘন্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?
- ক. ১২ : ১৫
- খ. ১০ : ৯
- গ. ৫ : ৭
- ঘ. ৭ : ৬
উত্তরঃ ১০ : ৯
- ক. ২০, ৬৫
- খ. ৩০, ৮০
- গ. ৭৫, ২৫
- ঘ. ৪০, ৭৫
উত্তরঃ ৭৫, ২৫
- ক. ৮ বছর
- খ. ১০ বছর
- গ. ২ বছর
- ঘ. ৬ বছর
উত্তরঃ ২ বছর
- ক. ৫৮ বছর
- খ. ৫২ বছর
- গ. ৪৮ বছর
- ঘ. ৫০ বছর
উত্তরঃ ৫০ বছর
144. ৫, ৯, ১, ৪ অঙ্কগুলো দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে?
- ক. ১০টি
- খ. ১৪টি
- গ. ১২টি
- ঘ. ২০টি
উত্তরঃ ১২টি
- ক. পিতা ৪৮ বছর ও পুত্র ১৬ বছর
- খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
- গ. পিতা ৪৮ বছর ও পুত্র ১৫ বছর
- ঘ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৬ বছর
উত্তরঃ পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
- ক. ৩৩ : ১৫
- খ. ৩০ : ১৮
- গ. ৩১ : ১৬
- ঘ. ৩০ : ২০
উত্তরঃ ৩১ : ১৬
- ক. পিতা ৪০ বছর ও পুত্র ১৫ বছর
- খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৩ বছর
- গ. পিতা ৩৫ বছর ও পুত্র ১৫ বছর
- ঘ. পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর
উত্তরঃ পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর
- ক. ৫৬ বছর, ২৪ বছর
- খ. ৪৮ বছর, ১২ বছর
- গ. ৪৬ বছর, ১৮ বছর
- ঘ. ৫৬ বছর, ২৮ বছর
উত্তরঃ ৫৬ বছর, ২৪ বছর
149. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ১। এখন তাদের বয়স--
- ক. ৫৯.৩ ও ১২.৭
- খ. ৫৫.২৫ ও ১৫.৫
- গ. ৫২.৫০ ও ১৫.২৫
- ঘ. ৫০ ও ১৪
উত্তরঃ ৫৯.৩ ও ১২.৭