অনুপাত সমানুপাত
- ক. ১০
- খ. ১৫
- গ. ৫
- ঘ. ১৪
উত্তরঃ ৫
- ক. ১টি
- খ. ২টি
- গ. ৫টি
- ঘ. ৮টি
উত্তরঃ ২টি
78. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
- ক. ২৪০
- খ. ২৪৮
- গ. ২০০
- ঘ. ২২৪
উত্তরঃ ২৪০
81. পিয়াল ও পুনমের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫। বর্তমানে পুনমের বয়স কত?
- ক. ২৪ বছর
- খ. ১৬ বছর
- গ. ১২ বছর
- ঘ. ৮ বছর
উত্তরঃ ২৪ বছর
82. কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
- ক. ১০০০ টাকা
- খ. ১২০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ১৫০০ টাকা
83. দুটি সংখ্যার অনুপাত 4 : 7। প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩:৫। ছোট সংখ্যাটি কত?
- ক. ৩২
- খ. ৫৬
- গ. ৩৬
- ঘ. ৬০
উত্তরঃ ৩২
84. ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে ক : খ : গ কত হবে?
- ক. ৪৯ : ৭০ : ৪০
- খ. ৪০ : ৭০ : ৪৯
- গ. ৭০ : ৪৯ : ৪০
- ঘ. ৪৯ : ৪০ : ৭০
উত্তরঃ ৪০ : ৭০ : ৪৯
85. a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : b : c = কত?
- ক. 2 : 6
- খ. 3 : 7
- গ. 2 : 7
- ঘ. 4 : 7
উত্তরঃ 4 : 7
- ক. ৪৮ ও ১২
- খ. ৫৫ ও ১৫
- গ. ৪৫ ও ১০
- ঘ. ৩৫ ও ১০
উত্তরঃ ৩৫ ও ১০
87. ধানে চাল ও তুষের অনুপাত ৭ঃ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
- ক. ৮৫%
- খ. ৯৫%
- গ. ৬৫%
- ঘ. ৭০%
উত্তরঃ ৭০%
88. একটি বাঁশের উপরি প্রস্থ ৬ মি. উচ্চতা ২ মি. এবং ঢাল ১ঃ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
- ক. ১৬ মিটার
- খ. ১০ মিটার
- গ. ১২ মিটার
- ঘ. ১৪ মিটার
উত্তরঃ ১৪ মিটার
89. দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ২ঃ১। ছোট সংখ্যাটি কত?
- ক. ৩৫
- খ. ১৫
- গ. ২১
- ঘ. ৩০
উত্তরঃ ৩০
90. মনির ও তপনের আয়ের অনুপাত ৪ঃ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
- ক. ৭৫ টাকা
- খ. ৭৮ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৭২ টাকা
উত্তরঃ ৭২ টাকা
91. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?
- ক. ৫০
- খ. ৬০
- গ. ৭০
- ঘ. ৪০
উত্তরঃ ৬০
- ক. ৭০
- খ. ৮০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৮০
- ক. ২০০০০
- খ. ২৫০০০
- গ. ১৫০০০
- ঘ. ১০০০০
উত্তরঃ ১৫০০০
- ক. ৩২, ৮
- খ. ৩৫, ১০
- গ. ৩৫, ১২
- ঘ. ৩৬, ১০
উত্তরঃ ৩৫, ১০
95. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?
- ক. ৮ মি. ২২ মি. ৩০ মি.
- খ. ১০মি. ২০মি. ৩০ মি.
- গ. ৯মি. ২১ মি. ৩০ মি.
- ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.
উত্তরঃ ৯মি. ২১ মি. ৩০ মি.
96. চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত?
- ক. ৪০
- খ. ৪৮
- গ. ৬০
- ঘ. ৮৪
উত্তরঃ ৪৮
97. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত নীচের কোনটি?
- ক. ২ঃ৩
- খ. ৩ঃ৪
- গ. ৫ঃ১
- ঘ. ৩ঃ৫
উত্তরঃ ৫ঃ১
98. ৫৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৫ঃ৬। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
- ক. ১৫ লিটার
- খ. ৩০ লিটার
- গ. ২৫ লিটার
- ঘ. ২৪ লিটার
উত্তরঃ ৩০ লিটার
100. শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১ : ১০ এবং তার মাসিক সঞ্চয় ১০০০ টাকা হলে তার মাসিক আয় কত?
- ক. ১২০০০
- খ. ১১০০০
- গ. ১১৫০০
- ঘ. ১২২০০
উত্তরঃ ১১০০০