অনুপাত সমানুপাত মিশ্রণ ও অংশীদারী কারবার
26. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?
- ক. ৩০°, ৪০°, ৫০°
- খ. ৪২°, ৫৬°, ৭০°
- গ. ৪৫°,৬০°, ৭৫°
- ঘ. ৪৮°, ৬৪°, ৮০°
উত্তরঃ ৪৫°,৬০°, ৭৫°
27. কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ বৃহত্তম কোণের পরিমাণ কত?
- ক. ১০০°
- খ. ১১৫°
- গ. ১৩৫°
- ঘ. ২২৫°
উত্তরঃ ১৩৫°
28. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?
- ক. ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ
- খ. ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ
- গ. ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
- ঘ. ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ
উত্তরঃ ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
29. তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে-
- ক. ১২০, ২৩০, ৪০০
- খ. ১৩০, ২৮০, ৩৪০
- গ. ১৫০, ২৫০, ৩৫০
- ঘ. ২০০, ২৫০, ৩০০
উত্তরঃ ১৫০, ২৫০, ৩৫০
- ক. (৬০, ৯০, ১২০)
- খ. (৮০, ১২০, ৮০)
- গ. (৯০, ১০০, ৯০)
- ঘ. (১০০, ৮০, ১০০)
উত্তরঃ (৮০, ১২০, ৮০)
- ক. ৫ : ৮
- খ. ৫ : ৭
- গ. ৭ : ৮
- ঘ. ৮ : ৭
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
32. মেরীর নিকট কুরীর দ্বিগুণ টাকা আছে। কুরীর নিকট সুনীর তিনগুণ টাকা আছে। সুনী ও মেরীর টাকার অনুপাত কত?
- ক. ১ : ৮
- খ. ১ : ৬
- গ. ১ : ৪
- ঘ. ১ : ২
উত্তরঃ ১ : ৬
- ক. ২৫%
- খ. ৩৩.৩৩%
- গ. ৪৫%
- ঘ. ৬৬.৬৬%
উত্তরঃ ৪৫%
34. তাহিয়ার আয়ের ৩৫% নারিয়ার আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
- ক. ৭ : ৫
- খ. ৪ : ৩
- গ. ৫ : ৭
- ঘ. ৪ : ৭
উত্তরঃ ৫ : ৭
35. দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
- ক. ১৫
- খ. ১৮
- গ. ১২
- ঘ. ১০
উত্তরঃ ১২
36. দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ২৩১, ১৬৫
- খ. ২২৩, ১১৬
- গ. ২২২, ১২০
- ঘ. ১৯০, ১২৪
উত্তরঃ ২৩১, ১৬৫
37. করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ : ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?
- ক. ৯০০ টাকা
- খ. ১০০০ টাকা
- গ. ১১০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা
38. ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
- ক. ৫৫৫ টাকা
- খ. ৩৩৩ টাকা
- গ. ৭৭৭ টাকা
- ঘ. ৮৮৮ টাকা
উত্তরঃ ৭৭৭ টাকা
- ক. ১২০ : ১০৩
- খ. ১৪৪ : ১০৩
- গ. ১৪৪ : ১০৪
- ঘ. ১৪৪ : ১০৫
উত্তরঃ ১৪৪ : ১০৩
- ক. ১০০ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ২০০ টাকা
- ঘ. ৮০০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
41. ১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
- ক. ২৪ সে.মি
- খ. ৬০ সে.মি
- গ. ৬০ মি.
- ঘ. ২৪ মি.
উত্তরঃ ৬০ সে.মি
- ক. ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
- খ. ৩ সেঃ মিঃ, ২.৫ কিঃ মিঃ
- গ. ২ সেঃ মিঃ, ৩.০ কিঃ মিঃ
- ঘ. ১ সেঃ মিঃ, ২.০ কিঃ মিঃ
উত্তরঃ ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
- ক. ১৫ মাইল
- খ. ১৬২ মাইল
- গ. ৩৩৭.৫ মাইল
- ঘ. ৩৭৫ মাইল
উত্তরঃ ৩৩৭.৫ মাইল
- ক. ৪/৯
- খ. ৫/৮
- গ. ৫/৯
- ঘ. ৭/৯
উত্তরঃ ৫/৯
- ক. ৪ গুণ
- খ. ৮ গুণ
- গ. ১২ গুণ
- ঘ. ১৬ গুণ
উত্তরঃ ১৬ গুণ
- ক. ১.৫ টাকা, ২.৫০ টাকা
- খ. ২.০০ টাকা, ১.০০ টাকা
- গ. ০.৬০ টাকা, ২.৬০ টাকা
- ঘ. ২.৪০ টাকা, ০.৬০ টাকা
উত্তরঃ ২.৪০ টাকা, ০.৬০ টাকা
- ক. ৩ গুণ
- খ. ৪ গুণ
- গ. ৫ গুণ
- ঘ. ৬ গুণ
উত্তরঃ ৪ গুণ
- ক. ৬ গ্রাম
- খ. ৮ গ্রাম
- গ. ৫ গ্রাম
- ঘ. ১০ গ্রাম
উত্তরঃ ৬ গ্রাম
- ক. ২ গ্রাম
- খ. ৩ গ্রাম
- গ. ৬ গ্রাম
- ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৮ গ্রাম
- ক. ৭০
- খ. ৮০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৮০