চতুর্ভুজ
101. কোন সামন্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামন্তরিকটি--
- ক. রম্বস
- খ. আয়তক্ষেত্র
- গ. সামন্তরিক
- ঘ. বর্গক্ষেত্র
উত্তরঃ আয়তক্ষেত্র
102. ট্রাপিজিয়ামের তীর্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা এর সমান্তরাল বাহুদ্বয়ের--
- ক. দ্বিগুণ
- খ. অর্ধেক
- গ. সমান্তরাল
- ঘ. সমান
উত্তরঃ সমান্তরাল
103. রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?
- ক. ১/২ × ভূমি × উচ্চতা
- খ. ভূমি × উচ্চতা
- গ. ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
- ঘ. দৈর্ঘ্য × প্রস্থ
উত্তরঃ ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
104. একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সেমি এবং ৬০ সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি।
- ক. ২৪০০ বর্গ সেমি
- খ. ১২০০ বর্গ সেমি
- গ. ১৪৪ বর্গ সেমি
- ঘ. ৩৬০০ বর্গ সেমি
উত্তরঃ ১২০০ বর্গ সেমি
105. একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে?
- ক. সামন্তরিক
- খ. ট্রাপিজিয়াম
- গ. আয়তক্ষেত্র
- ঘ. বর্গক্ষেত্র
উত্তরঃ সামন্তরিক
109. ABCD রম্বসের AC ও BD দুটি কর্ণ O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60° হলে, ∠ODC = কত?
- ক. 60°
- খ. 30°
- গ. 90°
- ঘ. 45°
উত্তরঃ 30°
110. বর্গের এক বাহুর দৈর্ঘ্য √৩ সেমি হলে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত?
- ক. ২√৩ সেমি
- খ. √৬ সেমি
- গ. ৪√৩ সেমি
- ঘ. ২√২ সেমি
উত্তরঃ √৬ সেমি
- ক. ৪৮০ বর্গ মি
- খ. ২০৮ বর্গ মি
- গ. ২৭০ বর্গ মি
- ঘ. ৬৮০ বর্গ মি
উত্তরঃ ২০৮ বর্গ মি
- ক. ১১৫০ বর্গ মি
- খ. ১০০০ বর্গ মি
- গ. ১০৬০ বর্গ মি
- ঘ. ১০৮০ বর্গ মি
উত্তরঃ ১০৮০ বর্গ মি
113. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
- ক. ৬৬ সেমি
- খ. ৫৫ সেমি
- গ. ৭৫ সেমি
- ঘ. ৪৪ সেমি
উত্তরঃ ৬৬ সেমি
114. চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ঐ চতুর্ভুজকে কি বলে?
- ক. সুষম চতুর্ভুজ
- খ. বর্গক্ষেত্র
- গ. আয়তক্ষেত্র
- ঘ. সামন্তরিক
উত্তরঃ আয়তক্ষেত্র
- ক. ৩০ মিটার
- খ. ৪৫ মিটার
- গ. ৩৩ মিটার
- ঘ. ২৭ মিটার
উত্তরঃ ৩৩ মিটার
116. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ হলে তার বাহুর সংখ্যা কত?
- ক. ৮
- খ. ১৬
- গ. ২৪
- ঘ. ১০
উত্তরঃ ১০
117. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার ও ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
- ক. ৭.৫ বর্গ মি
- খ. ১২.৫ বর্গ মি
- গ. ১৫ বর্গ মি
- ঘ. ১০.৫ বর্গ মি
উত্তরঃ ১০.৫ বর্গ মি
- ক. দৈর্ঘ্য ২৩ মিটার, প্রস্থ ৮ মিটার
- খ. দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১০ মিটার
- গ. দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ৯ মিটার
- ঘ. দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১০ মিটার
উত্তরঃ দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ৯ মিটার
- ক. ৩৬০ বর্গমিটার
- খ. ৩৮৬ বর্গমিটার
- গ. ৪২৪ বর্গমিটার
- ঘ. ৪৬০ বর্গমিটার
উত্তরঃ ৪২৪ বর্গমিটার
120. আয়তক্ষেত্রের পরিসীমা ৩০ সেমি এবং এর ক্ষেত্রফল ৫০ বর্গসেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
- ক. ৫ সেমি
- খ. ১৬ সেমি
- গ. ১৫ সেমি
- ঘ. ১০ সেমি
উত্তরঃ ১০ সেমি
- ক. ২৫√৫ বর্গ সেমি
- খ. ৫০ বর্গ সেমি
- গ. ৩০ বর্গ সেমি
- ঘ. ৫০√২ বর্গ সেমি
উত্তরঃ ৫০ বর্গ সেমি
123. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৫ সেমি হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
- ক. ১০ সেমি
- খ. ১৩ সেমি
- গ. ১৬ সেমি
- ঘ. ১৮ সেমি
উত্তরঃ ১৩ সেমি
124. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। দৈর্ঘ্য ৬০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
- ক. ৮০ মিটার
- খ. ১২০ মিটার
- গ. ১০০ মিটার
- ঘ. ১৪০ মিটার
উত্তরঃ ১০০ মিটার
125. কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ক. ৩০
- খ. ২
- গ. ৩০০
- ঘ. ২০০
উত্তরঃ ২০০