গসাগু ও লসাগু
26. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮, ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৮৯
- খ. ৭০
- গ. ১৭০
- ঘ. ১৪২
উত্তরঃ ৭০
27. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ১৪১
- খ. ৮৯
- গ. ২৪৮
- ঘ. ১৭০
উত্তরঃ ১৪১
29. কতজন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়?
- ক. ২৫ জন
- খ. ১৫ জন
- গ. ১০ জন
- ঘ. ৫ জন
উত্তরঃ ৫ জন
30. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
- ক. ৪০
- খ. ৫৮
- গ. ২৪
- ঘ. ৬৮
উত্তরঃ ৫৮
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৮টি
- ঘ. ১২টি
উত্তরঃ ৮টি
32. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে, গ. সা. গু. কত?
- ক. ১৬
- খ. ২৪
- গ. ৩২
- ঘ. ১২
উত্তরঃ ১৬
33. দুটি সংখ্যার ল. সা. গু. ৯৬ এবং ল.সা. গু. ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
- ক. ২০
- খ. ৩২
- গ. ১৬
- ঘ. ৪৮
উত্তরঃ ৪৮
- ক. ৩৬০০ জন সৈন্য
- খ. ৩৫০০ জন সৈন্য
- গ. ৩৪০০ জন সৈন্য
- ঘ. ৩৩০০ জন সৈন্য
উত্তরঃ ৩৬০০ জন সৈন্য
- ক. ২০
- খ. ৩০
- গ. ১০
- ঘ. ৪০
উত্তরঃ ২০
36. এক নটিক্যাল মাইলে কত মিটার?
- ক. ১৭৫০.১৮ মি.
- খ. ১৮৫৩.১৮ মিটার
- গ. ১৬৫০.২০ মি.
- ঘ. ১৯৫৩.১৮ মি.
উত্তরঃ ১৮৫৩.১৮ মিটার
37. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
- ক. ৪৮
- খ. ৫৪
- গ. ৫৮
- ঘ. ৬০
উত্তরঃ ৫৮
38. দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৪। তাদের ল.সা.গু. ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
- ক. ৫৫
- খ. ৫৬
- গ. ৬০
- ঘ. ৬৩
উত্তরঃ ৬৩
40. কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ১৪১
- খ. ৮১
- গ. ২৪৮
- ঘ. ১৭০
উত্তরঃ ১৪১
41. কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে।
- ক. ২১
- খ. ৪১
- গ. ৩১
- ঘ. ৫১
উত্তরঃ ৩১
42. x = a2 - 7a + 6, y = a2 - 2a + 1, z = a2 - 5a + 4 হলে x, y, z এর গ.সা.গু. কত?
- ক. (a - 4)
- খ. (a - 1)
- গ. (a - 6)
- ঘ. (a - 1)2
উত্তরঃ (a - 1)
43. (a3 - 1), (a3 + 1), (a2 - 3a + 2) এর ল.সা.গু. কোনটি?
- ক. (a - 1)(a - 2)
- খ. a6 - 1
- গ. (a6 - 1)(a - 1)
- ঘ. a2 - 1
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
45. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে ল.সা.গু. কত?
- ক. ১২০
- খ. ১৫০
- গ. ১৮০
- ঘ. ২৪০
উত্তরঃ ১২০
46. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
- ক. ৪০
- খ. ৫৮
- গ. ৭২
- ঘ. ৮০
উত্তরঃ ৫৮
47. কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
- ক. ৫ জন
- খ. ১০ জন
- গ. ১৫ জন
- ঘ. ২৫ জন
উত্তরঃ ৫ জন
49. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে?
- ক. ১৪৪
- খ. ১৩৪
- গ. ১৫৪
- ঘ. ১৬৪
উত্তরঃ ১৩৪
50. x2 - 3x, x2 - 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু. কত হবে?
- ক. x - 4
- খ. x + 3
- গ. x - 3
- ঘ. x - 1
উত্তরঃ x - 3