১৮ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা

76. 'বন্দি শিবির থেকে' গ্রন্থটি কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুর রাহমান
  • গ. আহসান হাবীব
  • ঘ. আবুল হাসান

77. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?

  • ক. আকাঙ্ক্ষিত বস্তু
  • খ. অপ্রত্যাশিত
  • গ. প্রচুর ব্যবধান
  • ঘ. অসম্ভব কল্পনা

78. 'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?

  • ক. নিত্যক্রম
  • খ. ভগ্নাংশ
  • গ. অনুপাত
  • ঘ. সারি

79. অর্থানুসারে শব্দ কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

80. 'বাবা বাড়ি নেই' - বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

81. Choose the correct answer:

  • ক. A few number of students were present.
  • খ. A few number of students was present.
  • গ. A few number of student were present.
  • ঘ. A small number of students were present.

83. "A letter is going to be written by me"---Make it active:

  • ক. I am going to write a letter.
  • খ. I will write a letter.
  • গ. I am writing a letter.
  • ঘ. I will be going to write a letter.

84. Beat about the bush -এর সঠিক অনুবাদ:

  • ক. অথৈ সাগরে ভাসা
  • খ. অন্ধের কিবা রাত্রি কিবা দিন
  • গ. যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই
  • ঘ. তন্ন তন্ন করে খোঁজা

85. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ---Correct translation in English:

  • ক. Smoking is bad for health.
  • খ. Smoking is telling upon health.
  • গ. Smoking was a bad habit.
  • ঘ. Smoking is dangerous for health.

86. He visits the school off and on. "Off and on" means:

  • ক. Regularly
  • খ. frequently
  • গ. never at all
  • ঘ. occasionally

87. I have left the room but he (enter) the room:

  • ক. enters
  • খ. entered
  • গ. has entered
  • ঘ. is entering

88. What is the time - your watch?

  • ক. in
  • খ. at
  • গ. by
  • ঘ. to

89. পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?

  • ক. কুমিল্লা
  • খ. নওগাঁ
  • গ. বগুড়া
  • ঘ. দিনাজপুর

91. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক. নার্গিস মোহাম্মদী
  • খ. শিরিন এবাদী
  • গ. নাগিব মাহফুজ
  • ঘ. প্রফেসর আবদুস সালাম

93. log22x = 4 হলে x এর মান-

  • ক. ১৬
  • খ. ৩২
  • গ. 48
  • ঘ. 64

94. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?

  • ক. চর্যাপদ
  • খ. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য
  • গ. বঙ্গবাণী
  • ঘ. অন্নদামঙ্গল কাব্য

95. "To read between the lines" means-

  • ক. To concentrate
  • খ. to read leaving space
  • গ. To grasp the hidden meaning
  • ঘ. To read quickly

96. The verb form of 'deceit' is-

  • ক. deceive
  • খ. Decisive
  • গ. deceiving
  • ঘ. Deceitful

97. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. বিষ্ণু দে

99. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?

  • ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. বিশ্বভারতী
  • ঘ. শান্তিনিকেতন

100. The synonym of 'intimidate' is ---

  • ক. Weaken
  • খ. depress
  • গ. Encourage
  • ঘ. frighten


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics