প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার

51. ভেটো কি?

  • ক. ল্যাটিন শব্দ - “আমি মানি না”
  • খ. ইংরেজী শব্দ - “আমার সমর্থন আছে”
  • গ. গ্রিক শব্দ- “আমি নিরপেক্ষ
  • ঘ. ফ্রেঞ্চ শব্দ - “আমি ভোট দিলাম”

52. বাংলা ভাষায় প্রথম কোরান অনুবাদ কে করেন?

  • ক. গিরীশচন্দ্র সেন
  • খ. স্যার জগদীশচন্দ্র বসু
  • গ. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রাজা রামমোহন রায়

54. কোন গ্যাস অগ্নি নির্বাপক?

  • ক. কার্বন মনোঅক্সাইড
  • খ. হাইড্রোজেন
  • গ. কার্বন ডাই-অক্সাইড
  • ঘ. মিথেন

55. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি?

  • ক. চন্দ্রিমা উদ্যান
  • খ. সোহরাওয়ার্দী উদ্যান
  • গ. রমনা পার্ক
  • ঘ. সাফারী পার্ক

56. সেন্টমার্টিন কি?

  • ক. বাংলাদেশের একটি দ্বীপ
  • খ. বাংলাদেশের একটি উপজেলা
  • গ. ভারতের একটি অঙ্গরাজ্য
  • ঘ. ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র

57. পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?

  • ক. এমিবা
  • খ. তেলাপোকা
  • গ. বাদুর
  • ঘ. বানর

58. GMT কি?

  • ক. পৃথিবীর মধ্যভাগের সময়
  • খ. পৃথিবীর মানমন্দির
  • গ. একটি শহর
  • ঘ. সময় আবিষ্কারের স্থান

59. বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়?

  • ক. জুন ২০১১
  • খ. জুলাই ২০১১
  • গ. জুন ২০১২
  • ঘ. জানুয়ারী ২০১৩

60. মুজিবনগর-এর পূর্বনাম কি ছিল?

  • ক. মেহেরপুর
  • খ. চন্দ্রনাথ
  • গ. স্বরূপকাঠি
  • ঘ. বৈদ্যনাথ তলা

61. সংসদ ভবনের স্থপতি কে?

  • ক. এফ আর রহমান
  • খ. মাজাহারুল ইসলাম
  • গ. লুই আই কান
  • ঘ. মৃণাল হক

62. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

  • ক. 10 জানুয়ারি 1972
  • খ. ১০ জুন ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ঘ. ১৭ এপ্রিল ১৯৭২

63. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?

  • ক. কামরুল হাসান
  • খ. কাইয়ুম চৌধুরী
  • গ. জয়নুল আবেদীন
  • ঘ. মুর্তজা বশীর

64. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

  • ক. স্যার এ. এফ. রহমান
  • খ. পি. জে. হার্টজ
  • গ. জগদীশ চন্দ্র বসু
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌

66. তিয়েন ইয়েনমেন স্কোয়ার কোথায়?

  • ক. ইস্তানবুল
  • খ. তাসখন্দ
  • গ. বেইজিং
  • ঘ. কুনসিং


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics