প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার
52. বাংলা ভাষায় প্রথম কোরান অনুবাদ কে করেন?
- ক. গিরীশচন্দ্র সেন
- খ. স্যার জগদীশচন্দ্র বসু
- গ. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
- ক. কার্বন মনোঅক্সাইড
- খ. হাইড্রোজেন
- গ. কার্বন ডাই-অক্সাইড
- ঘ. মিথেন
55. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি?
- ক. চন্দ্রিমা উদ্যান
- খ. সোহরাওয়ার্দী উদ্যান
- গ. রমনা পার্ক
- ঘ. সাফারী পার্ক
56. সেন্টমার্টিন কি?
- ক. বাংলাদেশের একটি দ্বীপ
- খ. বাংলাদেশের একটি উপজেলা
- গ. ভারতের একটি অঙ্গরাজ্য
- ঘ. ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র
59. বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়?
- ক. জুন ২০১১
- খ. জুলাই ২০১১
- গ. জুন ২০১২
- ঘ. জানুয়ারী ২০১৩
62. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
- ক. 10 জানুয়ারি 1972
- খ. ১০ জুন ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭২
63. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
- ক. কামরুল হাসান
- খ. কাইয়ুম চৌধুরী
- গ. জয়নুল আবেদীন
- ঘ. মুর্তজা বশীর
64. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ক. স্যার এ. এফ. রহমান
- খ. পি. জে. হার্টজ
- গ. জগদীশ চন্দ্র বসু
- ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
65. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
- ক. হালদা নদী
- খ. চলন বিল
- গ. পশুর নদী
- ঘ. মেঘনা নদী
67. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
- ক. ৪০ তম
- খ. ৪৪ তম
- গ. ৪১ তম
- ঘ. ২৮ তম
- ক. স্বাস্থ্য বিষয়ক
- খ. নারী উন্নয়ন বিষয়ক
- গ. পরিবেশ বিষয়ক
- ঘ. প্রতিবন্দী কল্যাণ বিষয়ক
69. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুটি হলো--
- ক. ২৩ ও ২৪
- খ. ২১ ও ২২
- গ. ২২ ও ২৩
- ঘ. ২৪ ও ২৫
70. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?
- ক. 24
- খ. ৩২
- গ. ১৬
- ঘ. 12
71. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
- ক. ৭ ও ১১
- খ. ১২ ও ১৮
- গ. ১০ ও ২৪
- ঘ. ১০ ও ১৬
73. 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত?
- ক. 6
- খ. ৭
- গ. ৮
- ঘ. ৯
74. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
- ক. 2 : 3
- খ. 9 : 4
- গ. 4 : 9
- ঘ. 6 : 4
75. 13 সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দুরত্বে জ্যা-এর দৈর্ঘ্য কত?
- ক. 34 সে.মি.
- খ. 28 সে.মি.
- গ. 18 সে.মি.
- ঘ. 24 সে.মি.