সাহিত্য

26. বিভক্তিহীন নাম পদকে বলা হয় -

  • ক. কারক
  • খ. বিভক্তি
  • গ. সমাস
  • ঘ. প্রাতিপাদিক

উত্তরঃ প্রাতিপাদিক

বিস্তারিত

27. ‘সাহেব’ শব্দের বহুবচন কী?

  • ক. সাহেবগণ
  • খ. সাহেবান
  • গ. সাহেব
  • ঘ. সাহেব সকল

উত্তরঃ সাহেবান

বিস্তারিত

28. খনার খ্যাতির কারণ -

  • ক. ধাঁধাঁ
  • খ. ছড়া
  • গ. শ্লোক
  • ঘ. বচন

উত্তরঃ বচন

বিস্তারিত

29. পোস্টাল কোড কী নির্দেশ করে?

  • ক. প্রাপকের এলাকা
  • খ. ডাক বিভাগের নাম
  • গ. পোস্ট অফিসের নাম
  • ঘ. প্রেরকের এলাকা

উত্তরঃ প্রাপকের এলাকা

বিস্তারিত

30. কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

  • ক. মার্চ ২৬, ১৯৭১
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  • গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
  • ঘ. চট্রগ্রাম, ২৬ মার্চ ১৯৭১

উত্তরঃ চট্রগ্রাম, ২৬ মার্চ ১৯৭১

বিস্তারিত

31. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

32. বালকেরা স্কুলে যাচ্ছে’ - বাক্যটি কোন ধরনের কাল নিদের্শ করে?

  • ক. সাধারণ বর্তমানে
  • খ. নিত্য বর্তমান
  • গ. ঘটমান বর্তমান
  • ঘ. বর্তমান অনুজ্ঞা

উত্তরঃ ঘটমান বর্তমান

বিস্তারিত

33. ‘পাপের ধন প্রায়শ্চিত্তে যায়’ - প্রবাদটির অর্থ -

  • ক. যে দামে কেনা সে দামে বেচা
  • খ. পাপ করলে প্রায়চিত্ত
  • গ. বোঝার উপর শাকের আটি
  • ঘ. বিপদ একা আসে না

উত্তরঃ যে দামে কেনা সে দামে বেচা

বিস্তারিত

34. ‘লেফাফা’ শব্দের অর্থ কী?

  • ক. বালতি
  • খ. মোড়ক
  • গ. শাবল
  • ঘ. চিঠি

উত্তরঃ মোড়ক

বিস্তারিত

35. ‘মূঢ়তা’ শব্দের অর্থ কী?

  • ক. দৃঢ়তা
  • খ. অনভিজ্ঞতা
  • গ. গোপনীয়তা
  • ঘ. বাস্তবতা

উত্তরঃ অনভিজ্ঞতা

বিস্তারিত

36. কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরুত্তির উদাহরণ?

  • ক. ঘনঘন
  • খ. টনটন
  • গ. বইটন
  • ঘ. ধনজন

উত্তরঃ টনটন

বিস্তারিত

37. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

  • ক. ইঙ্গিতের সাহায্যে
  • খ. ঠোঁটের সাহায্যে
  • গ. কণ্ঠের সাহায্যে
  • ঘ. বাগযন্ত্রের সাহায্যে

উত্তরঃ বাগযন্ত্রের সাহায্যে

বিস্তারিত

38. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

  • ক. সাধুভাষা
  • খ. আদর্শ চলিত ভাষা
  • গ. আঞ্চলিক ভাষা
  • ঘ. দেশি ভাষা

উত্তরঃ আদর্শ চলিত ভাষা

বিস্তারিত

39. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. কোলন
  • গ. কমা
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

40. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

  • ক. কোলন
  • খ. ড্যাস
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

41. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. উপমান কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

42. প্রাতিপদিক কী?

  • ক. সাধিত শব্দ
  • খ. বিভক্তিযুক্ত শব্দ
  • গ. বিভক্তিহীন নাম শব্দ
  • ঘ. প্রত্যয়যুক্ত শব্দ

উত্তরঃ বিভক্তিহীন নাম শব্দ

বিস্তারিত

43. গাছে এখনও ফল ধরেনি।

  • ক. The tree has not yet borne fruit.
  • খ. There is no fruit in the tree.
  • গ. Still the tree is without fruit.
  • ঘ. The tree has not born fruit you.

উত্তরঃ The tree has not yet borne fruit.

বিস্তারিত

44. ‘ক্রিয়ারকাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

45. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. অসমীভবন
  • ঘ. ধ্বনিবিপর্যয়

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

46. ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো -

  • ক. ভাষাবোধ সৃষ্টি করা
  • খ. ভাষার ইতিহাস বর্ণনা করা
  • গ. ভাষাকে জানা ও বুঝা
  • ঘ. ভাষার মাধুর্য তুলে ধরা

উত্তরঃ ভাষার ইতিহাস বর্ণনা করা

বিস্তারিত

47. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

  • ক. কবিতার পঙক্তিতে
  • খ. গানের কলিতে
  • গ. গল্পের বর্ণনায়
  • ঘ. নাটকের সংলাপে

উত্তরঃ নাটকের সংলাপে

বিস্তারিত

48. ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’ - এখানে ‘মুখ’ বলতে কী বুঝাচ্ছে?

  • ক. শক্তি
  • খ. প্রত্যঙ্গ
  • গ. গালি
  • ঘ. ‘অনুভূতি

উত্তরঃ শক্তি

বিস্তারিত

49. ক্রিয়ার মূলকে কী বলে?

  • ক. ধ্বনি
  • খ. বর্ণ
  • গ. ধাতু
  • ঘ. রূপমূল

উত্তরঃ ধাতু

বিস্তারিত

50. ‘চিতল’ শব্দটিতে কয়টি অক্ষর আছে?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects