সাহিত্য
153. বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. শব্দতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. রূপতত্ত্ব
- ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ বাক্যতত্ত্ব
156. ’কী’ হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’ - ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
- ক. নিমিত্ত
- খ. প্রসঙ্গ
- গ. ব্যাপ্তি
- ঘ. প্রার্থনা
উত্তরঃ নিমিত্ত
158. ‘কী বিপদ! লোকটা যে পিছু ছাড়ে না’ - কী কোন অর্থ প্রকাশ করছে?
- ক. বিস্ময়
- খ. বিড়ম্বনা
- গ. আনন্দ
- ঘ. বিরক্তি
উত্তরঃ বিরক্তি
160. কোন বাক্যটি প্রয়োজক ক্রিয়া দ্বারা গঠিত?
- ক. সাপুড়ে সাপ খেলায়
- খ. শিশুটি কাঁদে
- গ. তোমার পরিশ্রমের ফল ফলেছে
- ঘ. মাথা ঝিম ঝিম করছে
উত্তরঃ সাপুড়ে সাপ খেলায়
161. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
- ক. স্কুল>ইস্কুল
- খ. রত্ন > রতন
- গ. সত্য>সত্যি
- ঘ. বাক্য>কাইক্য
উত্তরঃ বাক্য>কাইক্য
162. ‘ছোট ছোট ডাল কেটে ফেল’ এই বাক্যে ‘ছোট ছোট’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্যতা বোঝাতে
- খ. পরস্পরতা বোঝাতে
- গ. তীব্রতা বোঝাতে
- ঘ. আধিক্য বোঝাতে
উত্তরঃ আধিক্য বোঝাতে
163. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
- ক. বিশেষভাবে বিভাজন
- খ. বিশেষভাবে বিশ্লেষণ
- গ. বিশেষভাবে বিয়োজন
- ঘ. বিশেষভাবে সংযোজন
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
165. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
- ক. কোলন
- খ. দাঁড়ি
- গ. হাইফেন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ দাঁড়ি
167. ‘ডালে ডালে কুসুম ভার’ - এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?
- ক. সমূহ
- খ. বোঝা
- গ. গুরুত্ব
- ঘ. বিষাদ
উত্তরঃ সমূহ
168. কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন- বাক্যে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্য
- খ. গভীরতা
- গ. আধিক্য
- ঘ. তীব্রতা
উত্তরঃ আধিক্য
169. ‘মাথা খাটিয়ে কাজ করবে’ - এখানে ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. রোগ
- খ. বুদ্ধি
- গ. সামান্য
- ঘ. মস্তক
উত্তরঃ বুদ্ধি
170. বাক্যে কোন যতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই?
- ক. কোলন
- খ. সেমিকোলন
- গ. হাইফেন
- ঘ. ড্যাস
উত্তরঃ হাইফেন
171. ‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?
- ক. প্রযোজক কর্তা
- খ. মূখ্য কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. ণিজন্ত কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
172. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ -অর্থটি কোন প্রবাসে ব্যক্ত হয়েছে?
- ক. কানা ছেলের নাম পদ্মলোচন
- খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
- গ. অসারের তর্জন-গর্জন সার
- ঘ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
উত্তরঃ অসারের তর্জন-গর্জন সার
173. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
- ক. কমা
- খ. দাড়ি
- গ. কোলন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ কমা
- ক. হরলাল রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
175. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
- ক. কথ্য ভাষা
- খ. লেখ্য ভাষা
- গ. সাধু ভাষা
- ঘ. চলিত ভাষা
উত্তরঃ সাধু ভাষা