সাহিত্য
176. ‘বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ’ ... বাক্যের ক্রিয়াটি কোন কালের?
- ক. সাধারণ বর্তমান
- খ. সাধারণ অতীত
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. পুরাঘটিত বর্তমান
উত্তরঃ সাধারণ বর্তমান
- ক. সামনে একটা বাঁশ বাগান পড়ল
- খ. সামনে একটি বাঁশ বাগাান পড়িল
- গ. সামনে একটা বাঁশ বাগান পড়িল
- ঘ. সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল
উত্তরঃ সামনে একটা বাঁশ বাগান পড়ল
178. ‘পুষ্প’ শব্দের বহুবচন কোনটি?
- ক. পুষ্পলাল
- খ. পুস্পদাম
- গ. পুষ্পবৃন্দ
- ঘ. পুষ্পবর্গ
উত্তরঃ পুস্পদাম
179. ‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’ - বাক্যটি কোন কালের?
- ক. সাধারণ ভবিষ্যৎ
- খ. নিত্যবৃত্ত বর্তমান
- গ. পুরাঘটিত বর্তমান
- ঘ. পুরাঘটিত অতীত
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
180. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
- ক. মাথা ঝিম ঝিম করছে
- খ. তোমার পরিশ্রমের ফল ফলেছে
- গ. মা শিশুটিকে হাসান
- ঘ. শিশুটি কাঁদে
উত্তরঃ মা শিশুটিকে হাসান
181. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. প্রশ্ন অর্থে
- খ. আদেশ অর্থে
- গ. প্রার্থনা অর্থে
- ঘ. সহায় অর্থে
উত্তরঃ সহায় অর্থে
182. কোন বাক্যে ‘ক্ষমতা’ অর্থে ‘মুখ’ শব্দটির ব্যবহার ঘটেছে?
- ক. যত বড় মুখ নয় তত বড় কথা।
- খ. মুখে মুখে কথা বলো না তো।
- গ. চার রাস্তার মুখেই চায়ের স্টল
- ঘ. তোমার তো মুখের লাগাম নেই।
উত্তরঃ যত বড় মুখ নয় তত বড় কথা।
183. ‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
- ক. নিত্যবৃ্ত্ত অতীত
- খ. সাধারণ অতীত
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. ঘটমান অতীত
উত্তরঃ সাধারণ অতীত
184. ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- ক. আদেশ
- খ. অনুরোধ
- গ. উপদেশ
- ঘ. বিধান
উত্তরঃ আদেশ
185. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
- ক. গুরচণ্ডালী
- খ. দুর্বোধ্যতা
- গ. উপমার প্রয়োগে ভুল
- ঘ. আকাঙ্খার প্রয়োগে ভুল
উত্তরঃ গুরচণ্ডালী
186. ‘তুমি না বলেছিলে এখানে আসবে’ - এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
- ক. প্রশ্নবোধক
- খ. না-বোধক
- গ. বিস্ময়সূচক
- ঘ. ‘হ্যা’ বোধক
উত্তরঃ ‘হ্যা’ বোধক
187. ‘আ মরি বাংলা ভাষা’ এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?
- ক. আনন্দ
- খ. আশা
- গ. আবেগ
- ঘ. আনুগত্য
উত্তরঃ আনন্দ
188. ‘রিরি করা’ দিয়ে কি প্রকাশ পায়?
- ক. কড়া মেজাজ
- খ. তীব্র ক্রোধ
- গ. তীব্র ব্যথা
- ঘ. কড়া কথা
উত্তরঃ তীব্র ক্রোধ
- ক. তুমি যাচ্ছিলে
- খ. তুমি গিয়েছিলে
- গ. তুমি যাচ্ছ
- ঘ. তুমি যাও
উত্তরঃ তুমি যাও
190. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এ বাক্যে কিন্তু হলো -
- ক. সংকোচক অব্যয়
- খ. সংযোজক অব্যয়
- গ. অনন্বয়ী অব্যয়
- ঘ. অনুকার অব্যয়
উত্তরঃ সংকোচক অব্যয়
191. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
- ক. প্রত্যঙ্গ বিশেষ
- খ. দিক
- গ. তিরস্কার
- ঘ. মর্যাদা
উত্তরঃ দিক
192. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
- ক. বিন্দু
- খ. কোলন
- গ. সেমিকোলন
- ঘ. কমা
উত্তরঃ কমা
193. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছে’ - এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া?
- ক. দ্বিকর্মক
- খ. প্রযোজক
- গ. অসমাপিকা
- ঘ. সমাপিকা
উত্তরঃ প্রযোজক
194. ‘এত অল্প টাকাস মাস চলবে না’ - এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
উত্তরঃ সংকুলান হওয়া
195. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
- ক. হাইফেন
- খ. কমা
- গ. কোলন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ হাইফেন
196. ‘বাবুল পড়ে’ এ বাক্যে ‘পড়ে’ কোন ক্রিয়া?
- ক. সকর্মক
- খ. সমাপিকা
- গ. অসমাপিকা
- ঘ. অকর্মক
উত্তরঃ অসমাপিকা
- ক. অর্থের অভাব
- খ. দুরাশা
- গ. দুর্ভাগ্য
- ঘ. বৃথা চেষ্টা
উত্তরঃ বৃথা চেষ্টা
198. সার্ধশত জন্মবার্ষিকী - এখানে ‘সার্ধশত’ কোন ধরনের শব্দ?
- ক. তারিখবাচক
- খ. সংখ্যবাচক
- গ. ক্রমবাচক
- ঘ. আধিক্যবাচক
উত্তরঃ ক্রমবাচক
199. কোন বাক্যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে?
- ক. ঘন ঘন বৃষ্টি পড়ছে।
- খ. টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- গ. ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
- ঘ. সারাদিন বৃষ্টি পড়ছে।
উত্তরঃ টিপ টিপ বৃষ্টি পড়ছে।
200. কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?
- ক. তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
- খ. তুমি আমার কাজটি করে দেবে তো?
- গ. আমি জানি তুমি কাজটি করে দেবে।
- ঘ. কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।
উত্তরঃ তুমি ভাই আমার কাজটি করে দিও তো।