সাহিত্য
- ক. আবদুল মান্নান সৈয়দ
- খ. সৈয়দ আজিজুল হক
- গ. আবু সয়ীদ আইয়ুব
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ আবদুল মান্নান সৈয়দ
127. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
- ক. সঞ্চয়
- খ. কবীন্দ্র পরমেশ্বর
- গ. শ্রীকর নন্দী
- ঘ. কাশীরাম দাস
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
128. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?
- ক. দিলারা হামেশ
- খ. রাজিয়া খান
- গ. রিজিয়া রহমান
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রাজিয়া খান
130. গাড়ি চলে না, চলে না, চলে না রে.... গানের গীতিকার কে?
- ক. সঞ্চীব চৌধুরী
- খ. বাপ্পা মজুমদার
- গ. শাহ আবদুল করিম
- ঘ. দাশরথি রায়
উত্তরঃ শাহ আবদুল করিম
132. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
- ক. মুন্সী মেহেরুল্লা
- খ. সঞ্জয় ভট্রাচার্য
- গ. কামিনী রায়
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ সঞ্জয় ভট্রাচার্য
133. ‘পাহাড়তলী’ গ্রামে জম্মগ্রহণ করেন-
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. সৈয়দ শামসুল হক
- গ. শামসুর রহমান
- ঘ. সেলিম আল দ
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
134. ‘পাহাড়তলী’ গ্রামে জম্মগ্রহণ করেন-
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. সৈয়দ শামসুল হক
- গ. শামসুর রহমান
- ঘ. মোজাম্মেল হক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
135. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
- ক. স্বরবৃত্ত
- খ. অক্ষরবৃত্ত
- গ. মান্দাক্রান্ত
- ঘ. মাত্রাবৃত্ত
উত্তরঃ মাত্রাবৃত্ত
136. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জম্ম-মৃত্যু সাল?
- ক. ১৮৪৭-১৯১১
- খ. ১৮৫২-১৯১২
- গ. ১৮৫৭-১৯১১
- ঘ. ১৮৪৭-১৯১২
উত্তরঃ ১৮৪৭-১৯১১
137. ‘কাঠালপাড়ায়’ জম্মগ্রহণ করেন কোন লেখক?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়
138. বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার?
- ক. ২ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ৩ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
139. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
- ক. রূপকথা
- খ. ছোটগল্প
- গ. গ্রাম্যগীতিকা
- ঘ. রূপকথা-উপকথা
উত্তরঃ রূপকথা
140. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।” এই চরণদ্বয়ের লেখক-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কুসুমকুমারী দাশ
- গ. মদনমোহন তর্কালঙ্কার
- ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
141. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
- ক. গোবিন্দ দাস
- খ. কায়কোবাদ
- গ. কাহুপা
- ঘ. ভুসুকুপা
উত্তরঃ ভুসুকুপা
142. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
- ক. বীরবল
- খ. ভিমরুল
- গ. অনিলাদেবী
- ঘ. যাযাবর
উত্তরঃ অনিলাদেবী
143. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
- ক. ২০০৭
- খ. ১৯০৭
- গ. ১৯০৯
- ঘ. ১৯১৬
উত্তরঃ ১৯০৭
145. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
- ক. অক্ষয় দত্ত
- খ. মার্সম্যান
- গ. ব্রাসি হেলহেড
- ঘ. রাজা রামমোহন
উত্তরঃ রাজা রামমোহন
146. ফররুখ আহমদ- এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
- ক. সাত সাগরের মাঝি
- খ. পাখির বাসা
- গ. হাতেমতাই
- ঘ. নৌফেল ও হাতেম
উত্তরঃ সাত সাগরের মাঝি
147. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
- ক. আলাওল
- খ. সৈয়দ সুলতান
- গ. মুহম্মদ খান
- ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
- ক. সৈয়দ সামসুল হক
- খ. শওকত ওসমান
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
149. মুসলমান নারী জাগরণের কবি-
- ক. ফজিলাতুন্নেছা
- খ. ফয়জুন্নেছা
- গ. বেগম রোকেয়া
- ঘ. সামসুন্নাহার
উত্তরঃ বেগম রোকেয়া
150. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
- ক. জ্ঞানদাস
- খ. দীন চণ্ডীদাস
- গ. বড়ু চণ্ডীদাস
- ঘ. দীনহীন চণ্ডীদাস
উত্তরঃ বড়ু চণ্ডীদাস