সাহিত্য
77. ‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’ বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে?
- ক. নিত্যবৃত্ত অতীত
- খ. পুরাঘটিত অতীত
- গ. ঘটনার অতীত
- ঘ. সাধারণ অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
78. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি?
- ক. কল্যাণীয়েষু
- খ. সুচরিতেষু
- গ. শ্রদ্ধাস্পদাসু
- ঘ. প্রাতিভাজনেষু
উত্তরঃ শ্রদ্ধাস্পদাসু
- ক. সাহেবগণ
- খ. সাহেবমন্ডলী
- গ. সাহেবকুল
- ঘ. সাহেবান
উত্তরঃ সাহেবান
80. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো -
- ক. সংক্ষেপন
- খ. মিলন
- গ. বিশেষভাবি বিশ্লেষণ
- ঘ. ভাবের বিনিময়
উত্তরঃ বিশেষভাবি বিশ্লেষণ
81. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের উদাহরণ?
- ক. ঘটমান বর্তমান
- খ. পুরাঘটিত বর্তমান
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
83. ‘জোড় ও জোর’ শব্দের অর্থ যথাক্রমে -
- ক. যুগল ও শক্তি
- খ. যুক্ত ও বল
- গ. যুক্ত ও যুগ্ম
- ঘ. শক্তি ও যুগল
উত্তরঃ যুগল ও শক্তি
84. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
- ক. চুক্তিপত্র
- খ. অভিযোগপত্র
- গ. প্রতিবেদন
- ঘ. বিজ্ঞপ্তি
উত্তরঃ বিজ্ঞপ্তি
85. ‘পাকা’ শব্দটি ‘স্থায়ী’ অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে?
- ক. পাকা বাড়ি
- খ. পাকা রঙ
- গ. পাকা কথা
- ঘ. সবগুলোই
উত্তরঃ পাকা রঙ
86. ‘ণ’ ত্ব ও ‘ষ’ ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
- ক. দেশি
- খ. বিদেশি
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ তৎসম
87. ‘কোথায় যাওয়া হচ্ছে?’ এটি কোন বাক্যের উদাহরণ?
- ক. ভাববাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. কর্তৃবাচ্য
- ঘ. কর্তৃ কর্মবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
88. কোনটির ‘অর্থবাচকতা’ নেই কিন্তু ‘অর্থদ্যোতকতা’ আছে?
- ক. উপসর্গ
- খ. সন্ধি
- গ. সমাস
- ঘ. কারক
উত্তরঃ উপসর্গ
89. ‘মৈমনসিংহ গীতিকা’ সংগ্রহ করেছিলেন -
- ক. আশুতোষ ভট্রাচার্য
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. চন্দ্রকুমার দে
- ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ চন্দ্রকুমার দে
91. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ভাষাতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. রূপতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
92. ‘কোথায় থাকা হয়?’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্তৃ-কর্মবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
93. ‘কুসুম’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
- ক. নিচয়
- খ. মালা
- গ. দাম
- ঘ. রাজি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
94. ‘আছো তুমি জগৎ মাঝারে’ - এখানে ‘মাঝারে’ অনুসর্গটির অর্থবোধকতা কী?
- ক. মধ্যে
- খ. ব্যাপ্তি
- গ. বাইরে
- ঘ. নিকট
উত্তরঃ ব্যাপ্তি
96. কোন বাক্যে ‘প্রান্ত’ অর্থে ‘মাথা’ শব্দটি ব্যবহৃত হয়েছে?
- ক. রাস্তার চৌমাথায় সকলের আড্ডা
- খ. এ ব্যাপারে তার মাথাব্যথা কেন?
- গ. শ্রমিকের মাথায় মাথায় বস্তা
- ঘ. এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
উত্তরঃ এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
97. “তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম” - এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
- ক. সাধু
- খ. চলিত
- গ. আঞ্চলিক
- ঘ. কথ্য
উত্তরঃ চলিত
- ক. তুমি গিয়েছিলে
- খ. তুমি যাও
- গ. তুমি যাচ্ছিলে
- ঘ. তুমি যাচ্ছ
উত্তরঃ তুমি যাও
99. আর একটা গান গাও না। এখানে ‘না’ দ্বারা প্রকাশ পেয়েছে -
- ক. নিষেধ
- খ. বিস্ময়
- গ. আদর
- ঘ. অনুরোধ
উত্তরঃ অনুরোধ