সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
- ক. রুহু চন্ডালের হাড়
- খ. কৈবর্ত খন্ড
- গ. ফুল বউ
- ঘ. অলীক মানুষ
সঠিক উত্তরঃ অলীক মানুষ
‘অলীক মানুষ’ ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ‘অলীক মানুষ’ বলতে লেখক ‘মিথিক্যাল ম্যান’ বুঝিয়েছেন। উপন্যাসজুড়ে আছে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগতের দ্বন্দ্ব। মানুষ বদিউজ্জামান ও সাধক বদু পীরের দ্বন্দ্ব। বাস্তব-অলীকের সংঘাত, লৌকিক-অলৌকিকের মায়াবী আলো-আঁধারি জগৎ, গতি ও বিপ্রতীপ গতির দ্বন্দ্ব দেখা যায় এই উপন্যাসে। সুদীর্ঘ প্রায় একশো বছরের দেশসমাজের নানা পরিবর্তনের ইতিহাস দেখা যায় একটি পরিবারকে কেন্দ্র করে। কখনো সলিটারি সেলে শফির আত্মকথন, কখনো বদিউজ্জামানের বয়ান। শফিক ক্রমিক রূপান্তর । উপন্যাসের পর্বান্তরের মাঝে উনিশ-বিশ শতকের একটি পীর পরিবার, সামাজিক পটপরিবর্তন, মুসলমান সমাজ, ব্রাহ্মসমাজ ইত্যাদি সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
মুস্তফা সিরাজের উপন্যাসগুলো হলো - নীল ঘরের নটী (প্রথম), হিজল কন্যা, মায়া মৃদঙ্গ, তৃণভূমি, উত্তর জাহ্নবী ইত্যাদি। তার রচিত ছোটগল্প হলো - মৃত্যুর ঘোড়া, গোঘ্ন, রানী ঘাটের বৃত্তান্ত, রণভূমি, তরঙ্গিনীর চোখ ইত্যাদি।
‘ফুল বউ’ উপন্যাসের লেখক আবুল বাশার।
‘রুহু চন্ডালের হাড়’ উপন্যাসের লেখক অভিজিৎ সেন ।
‘কৈবর্ত খণ্ড’ মহাশ্বেতা দেবীর আদিবাসী জীবন কেন্দ্রিক উপন্যাস।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- মঙ্গলকাব্যের কবি নন কে?
- গুরীচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?
- বাংলা ভাষার সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
- ‘চোখের বালি’ উপন্যাসটি কার রচনা?