কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
- ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
- খ. ইসলামের গুনকীর্তন করেছিলেন বলে
- গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
- ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
সঠিক উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তগর্ত ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন।
কবি কাজী নজরুল ইসলাম তার রচিত ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কালাপাহাড় ছিলেন তুর্কি আমলের একজন সেনাপতি। তিনি প্রথমে হিন্দু ব্রাহ্মণ ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দুদের বহু দেব মন্দির এবং দেবমূর্তি ধ্বংস করেন। কালাপাহাড় বিরাটকায় ও ভয়ঙ্কর প্রকৃতির লোক ছিলেন। তিনি প্রচলিত সংস্কার বা রীতিনীতির ধ্বংসকারী বিদ্রোহী বলে সকলের কাছে পরিচিত। ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘মানুষ’ কবিতায় তিনি বলেছেন - “কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়/ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া যায়।
কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হল - অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, প্রলয় শিখা, পূবের হাওয়া, সঞ্চিতা, ভাঙার গান।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- ভাষা আন্দেলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
- 'রেইনকোট'- কার লেখা ছোটগল্প?
- দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
- তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদকের নাম কি?
- চর্যাপদের আদি কবি কে?