‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
- ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- খ. হরপ্রসাদ শাস্ত্রী
- গ. চন্দ্রকুমার দে
- ঘ. দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তরঃ চন্দ্রকুমার দে
বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী, বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ‘পূর্ববঙ্গ’ গীতিকা নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
‘মৈমনসিংহ গীতিকা’র পালাগুলোর মধ্যে অন্যতম হলো - মহুয়া, মলুয়া, চন্দ্রাবর্তী, দেওয়ানা মদিনা, কঙ্কাবতী, দেওয়ানা ভাবনা, কাজল রেখা ইত্যাদি। ‘পূর্ববঙ্গ গীতিকা গুলোর পালাসমূহের মধ্যে অন্যতম হলো - মইষাল বন্ধু, নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, পরীবানুর হাঁহলা ইত্যাদি।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
- টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা কয়টি?
- কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
- ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ কাব্য পঙক্তিটির রচয়িতা হচ্ছেন -