‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
প্রশ্নঃ ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
সঠিক উত্তরঃ
ব্যাখ্যাঃ
বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী, বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ‘পূর্ববঙ্গ’ গীতিকা নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
‘মৈমনসিংহ গীতিকা’র পালাগুলোর মধ্যে অন্যতম হলো - মহুয়া, মলুয়া, চন্দ্রাবর্তী, দেওয়ানা মদিনা, কঙ্কাবতী, দেওয়ানা ভাবনা, কাজল রেখা ইত্যাদি। ‘পূর্ববঙ্গ গীতিকা গুলোর পালাসমূহের মধ্যে অন্যতম হলো - মইষাল বন্ধু, নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, পরীবানুর হাঁহলা ইত্যাদি।