বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহর লেখা?
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহর লেখা?
- ক. বঙ্গভাষা ও সাহিত্য
- খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
- গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
- ঘ. বাংলা সাহিত্যের কথা
সঠিক উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
বহু ভাষাবিদ ড.মুহম্মদ মহীদুল্লাহর (১৮৮৫ - ১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫)। তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ : ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তার শিশুতোষ গ্রন্থ হল - শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা প্রভৃতি। তার রচিত অন্যান্য গ্রন্থ হলো - ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এবং তার সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম Buddishist Mystic songs (১৯৬০)’।
অন্যদিকে ‘বঙ্গভাষা ও সাহিত্য’ ও ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ গ্রন্থ দুটির লেখক যথাক্রমে ড. দীনেশচন্দ্র সেন এবং ড. সুকুমার সেন। মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ গ্রন্থটি রচনা করেন।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- ‘ছন্দের যাদুকর’ কোন কবি?
- ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস -
- ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের কবি কে?
- ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ চরণটি কোন কাব্যের?