অনুবাদ

51. 'Live from hand to mouth' means in bangla--

  • ক. হাত দিয়ে মুখে খাবার দেয়া
  • খ. মুখ দিয়ে হাত চেটে খাওয়া
  • গ. দিন আনে দিন খায়
  • ঘ. হাত ও মুখের জন্য খাওয়া

উত্তরঃ দিন আনে দিন খায়

বিস্তারিত

52. 'Call in a doctor.' বাক্যটির বাংলা অনুবাদ কোনটি?

  • ক. ডাক্তারকে ভিতরে ডেকে আনো
  • খ. ডাক্তার ডাক
  • গ. ভিতরে গিয়ে ডাক্তার ডাকো
  • ঘ. ডাক্তারের কাছে যাও

উত্তরঃ ডাক্তার ডাক

বিস্তারিত

53. 'The thief was caught red handed'- বাক্যটির অর্থ কি?

  • ক. চোরটির হাতে হাতকড়া পরান হয়েছিল
  • খ. চোরটি হাতে-নাতে ধরা পড়েছিল
  • গ. লাল দাগযুক্ত হাতের চোরটি ধরা পরেছিল
  • ঘ. ধরার পর চোরটির হাতে আগুনের সেক দেয়া হয়েছিল

উত্তরঃ চোরটি হাতে-নাতে ধরা পড়েছিল

বিস্তারিত

54. 'The rains have set in' বাক্যটির বাংলা অনুবাদ কোনটি?

  • ক. বৃষ্টি পড়া শুরু হয়েছে
  • খ. বৃষ্টি পড়ছে
  • গ. বৃষ্টি আরম্ব হয়েছে
  • ঘ. বর্ষা আরম্ব হয়েছে

উত্তরঃ বর্ষা আরম্ব হয়েছে

বিস্তারিত

55. The ring leader was caught- এর বাংলা অর্থ কি?

  • ক. জাদুকর ধরা পড়েছে
  • খ. আংটিওয়ালা নেতা ধরা পড়েছে
  • গ. পথপ্রদর্শক ধরা পড়েছে
  • ঘ. দলনেতা ধরা পড়েছে

উত্তরঃ দলনেতা ধরা পড়েছে

বিস্তারিত

56. As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে?

  • ক. তোমাকে একাকী ঘুমাতে হবে।
  • খ. তোমার নিজের জীবন নিজেকেই গড়তে হবে।
  • গ. তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।
  • ঘ. ধর্মের কল বাতাসে নড়ে

উত্তরঃ তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।

বিস্তারিত

57. 'Every man is for himself' - এর সঠিক বাংলা অনুবাদ কী?

  • ক. ইচ্ছা থাকলে উপায় হয়
  • খ. চাচা আপন প্রাণ বাঁচা
  • গ. প্রত্যেকে আমরা পরের তরে
  • ঘ. সবার উপরে মানুষ সত্য

উত্তরঃ চাচা আপন প্রাণ বাঁচা

বিস্তারিত

58. "Misfortune never comes alone" এর বঙ্গানুবাদ কী?

  • ক. বিপদ কখনও একা আসে না।
  • খ. বিপদে পড়লে বুদ্ধি বাড়ে।
  • গ. দুর্ভাগ্য বিপদ বয়ে আনে।
  • ঘ. এক মাঘে শীত যায় না।

উত্তরঃ বিপদ কখনও একা আসে না।

বিস্তারিত

59. Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?

  • ক. যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
  • খ. সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
  • গ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
  • ঘ. সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়

উত্তরঃ সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

বিস্তারিত

60. “Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

  • ক. কাটা দিয়ে কাটা তোলা
  • খ. নিজের চরকায় তেল দাও
  • গ. দেখে পথ চলো, বুঝে কথা বলো
  • ঘ. নিজের কাজ নিজে করো

উত্তরঃ দেখে পথ চলো, বুঝে কথা বলো

বিস্তারিত

61. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?

  • ক. মুনিদত্ত
  • খ. প্রবোধচন্দ্র বাগচী
  • গ. কীর্তিচন্দ্ৰ
  • ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ কীর্তিচন্দ্ৰ

বিস্তারিত

62. "The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলে--

  • ক. শিশুটি সবসময় হাসছে
  • খ. শিশুটি সবসময় হাসে
  • গ. শিশুটির মুখ হাসিতে ভরা
  • ঘ. শিশুটির মুখে হাসি লেগেই আছে

উত্তরঃ শিশুটির মুখে হাসি লেগেই আছে

বিস্তারিত

63. We mean business. বাক্যটির যথার্থ অনুবাদ

  • ক. আমরা ব্যবসা বুঝিয়ে থাকি
  • খ. আমরা আসলেই কাজ করি
  • গ. আমরা কাজ নিয়ে থাকি
  • ঘ. আমরা ব্যবসা বুঝি

উত্তরঃ আমরা কাজ নিয়ে থাকি

বিস্তারিত

64. "He was taken to task"-এর বাংলা হলো-

  • ক. সে কাজ নিয়েছিল
  • খ. তাকে তিরস্কার করা হয়েছিল
  • গ. তাকে কাজ দেয়া হয়েছিল
  • ঘ. তাকে কাজের জন্য বলা হয়েছিল

উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects