অনুবাদ
26. The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি?
- ক. গোলাপ সুগন্ধি ফুল
- খ. গোলাপ কমনীয় ফুল
- গ. গোলাপ নয়ন-নন্দন ফুল
- ঘ. গোলাপ মোহনীয় ফুল
উত্তরঃ গোলাপ সুগন্ধি ফুল
27. It resulted into failure- এ বাক্যটির বাংলা অনুবাদ হলো--
- ক. এটা ব্যর্থতা কাটিয়ে উঠল
- খ. এটা ব্যর্থতারই নামান্তর
- গ. এটা ব্যর্থতায় পর্যবসিত হলো
- ঘ. এটা ব্যর্থতাকে রুখে দিল
উত্তরঃ এটা ব্যর্থতায় পর্যবসিত হলো
28. 'Do not cry down your enemy' বাক্যটির সঠিক বাঙ্গানুবাদ কোনটি?
- ক. শত্রুর মায়াকান্নায় ভুলে যেও না
- খ. শত্রুকে খাটো করে দেখো না
- গ. শত্রুর সঙ্গে মেলামেশা কর না
- ঘ. শত্রু থেকে দূরে থেকো
উত্তরঃ শত্রুকে খাটো করে দেখো না
29. He runs after me. এর অর্থ কি?
- ক. সে আমার সঙ্গে দৌড়ায়
- খ. সে আমার পিছনে দৌড়ায়
- গ. সে আমার সাথী
- ঘ. সে আমার পিছনে লাগিয়েছে
উত্তরঃ সে আমার পিছনে লাগিয়েছে
30. He is a hard nut to crack.
- ক. সে বড় পাগল লোক
- খ. সে বড় শক্ত লোক
- গ. সে বড় চতুর লোক
- ঘ. সে বড় দুর্বল লোক
উত্তরঃ সে বড় শক্ত লোক
31. He was taken to task- এর বাঙ্গানুবাদ কোনটি?
- ক. তাকে কাজের দেয়া হয়েছিল
- খ. তাকে কাজের জন্য বলা হয়েছিল
- গ. সে কাজ নিয়েছিল
- ঘ. তাকে তিরস্কার করা হয়েছিল
উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল
- ক. বিপদ একা আসে না
- খ. বিপদে ধৈর্য্য ধারণ কর
- গ. ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিপদে ধৈর্য্য ধারণ কর
33. As you sow, so will you reap.
- ক. যেমন কর্ম, তেমন ফল
- খ. যেমন চাইবে তেমন হবে
- গ. সময়ে এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ যেমন কর্ম, তেমন ফল
34. He lives form hand to mouth.
- ক. সে হাত দিয়ে খায়
- খ. সে হাত দিয়ে খাইয়ে দিল
- গ. সে সব সময় আহার করে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
35. To err is human.
- ক. মানুষ মরণশীল
- খ. মানবজাতি প্রতিহিংসাপরায়ণ
- গ. মানুষ মাত্রই ভুল করে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মানুষ মাত্রই ভুল করে
36. They left me waiting outside. -এর বাংলা অনুবাদ কি হবে?
- ক. তারা আমাকে বাইরে অপেক্ষায় রেখে চলে গেল
- খ. তারা আমাকে অপেক্ষায় রেখে বাইরে চলে গেল
- গ. আমাকে বাইরে রেখে তারা অপেক্ষা করতে লাগল
- ঘ. আমাকে বাইরে অপেক্ষে করতে বলে তারা বাইরে গেল
উত্তরঃ তারা আমাকে বাইরে অপেক্ষায় রেখে চলে গেল
37. You must make your views kown to all- এর বাংলা অনুবাদ কি হবে?
- ক. তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানতে দেবে
- খ. তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানিয়ে দেবে
- গ. তুমি অবশ্যই সকলকে তাদের মতামত জানাতে দিবে
- ঘ. তুমি অবশ্যই তাদেরকে সকলকের মতামত জানতে দেবে
উত্তরঃ তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানিয়ে দেবে
38. Culture is constantly envolving.
- ক. সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
- খ. সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে
- গ. সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
39. 'Nero fiddles while Rome burns' এর সঠিক অনুবাদ কোনটি?
- ক. গরু মেরে জুতা দান
- খ. কারও পৌষ মাস, কারও সর্বনাশ
- গ. ঝোপ বুঝে কোপ মারা
- ঘ. রোম জ্বলছে নিরো বাঁশি বাজাচ্ছে
উত্তরঃ কারও পৌষ মাস, কারও সর্বনাশ
40. The correct Bengali of 'One must lay by something against the rainy day' is--
- ক. সঞ্চয় দুর্দিনের বন্ধু
- খ. বৃষ্টির দিনে শুয়ে থাকা ভালো
- গ. বৃষ্টির দিনে অবশ্যই বিশ্রাম নিতে হবে
- ঘ. দুর্দিনের জন্য সঞ্চয় করা উচিৎ
উত্তরঃ দুর্দিনের জন্য সঞ্চয় করা উচিৎ
41. 'There is a black sheep in every family' বাক্যের সঠিক অনুবাদ কোনটি?
- ক. প্রতিটি ভেড়ার দলে একটি করে কালো ভেড়া থাকে
- খ. প্রতিটি পরিবারে একটি করে কালো ভেড়া থাকে
- গ. প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে
- ঘ. প্রতিটি পরিবারে একজন করে কালো মানুষ থাকে
উত্তরঃ প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে
42. It rains cats and dogs- বাক্যের সঠিক বাঙ্গানুবাদ কোনটি?
- ক. মুষলধারে বৃষ্টি হচ্ছে
- খ. বিড়ালে-কুকুরে বৃষ্টি হচ্ছে
- গ. মুষলধারে বিষ্টি হইতেছে
- ঘ. মুষলধারে বৃষ্টি হইতেছে
উত্তরঃ মুষলধারে বৃষ্টি হচ্ছে
43. Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ--
- ক. রোগীর জন্য পুরস্কার আছে
- খ. রোগী পুরস্কার পেয়েছে
- গ. ধৈর্যের মূল্যায়ন হয়েছে
- ঘ. সবুরে মেওয়া ফলে
উত্তরঃ সবুরে মেওয়া ফলে
44. 'The anti-socil elements are still at large'- এর বাঙ্গানুবাদ হচ্ছে?
- ক. সমাজবিরোধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে
- খ. সমাজবিরোধী গোষ্ঠী এখনো বেশ বড়
- গ. সমাজবিরোধীরা এখন বেশ দূরে
- ঘ. সমাজবিরোধীরা স্থির হয়ে দূরে অপেক্ষা করছে
উত্তরঃ সমাজবিরোধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে
45. One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki- কোনটি সঠিক বাঙ্গানুবাদ?
- ক. দুটি পৃথক বোমা দুটি সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
- খ. একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
- গ. একটি বোমা সুন্দর শহর হিরোশিমা ও অন্যটি নাগাসাকিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ একটি বোমা সুন্দর শহর হিরোশিমা ও অন্যটি নাগাসাকিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল
46. 'But a mother's love endures through all' correct Bengali translation-
- ক. কিন্তু মায়ের ভালোবাসা সবার জন্য
- খ. কিন্তু মা সবার স্নেহে বেঁচে আছে
- গ. কিন্তু মায়ের স্নেহ সবার ওপর টিকে আছে
- ঘ. কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে আছে
উত্তরঃ কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে আছে
47. He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
- ক. সে কুকুরের কাছে গেছে
- খ. সে কুকুর খুব ভালোবাসে
- গ. সে গোল্লায় গেছে
- ঘ. সে কুকুর পোষে
উত্তরঃ সে গোল্লায় গেছে
48. 'It is a long story'-এর সঠিক অনুবাদ কোনটি?
- ক. ইহা একটি লম্ব গল্প
- খ. সে অনেক কথা
- গ. ইহা হয় একটি লম্বা কথা
- ঘ. ইহা হয় একটি দীর্ঘ গল্প
উত্তরঃ সে অনেক কথা
49. Water has no colour of its own- কোনটি সঠিক অনুবাদ?
- ক. পানির কোন রং নেই
- খ. পানির নিজস্ব কোন রং নেই
- গ. পানি রংহীন
- ঘ. পানির রং তার নিজের নয়
উত্তরঃ পানির নিজস্ব কোন রং নেই
50. 'The ship was scutteled'- কথাটির অর্থ হলো--
- ক. জাহাজটিতে আগুন লাগানো হলো
- খ. জাহাজটি ডুবানো হলো
- গ. জাহাজটি মেরামত করা হলো
- ঘ. জাহাজটিতে বোমা নিক্ষেপ করা হলো
উত্তরঃ জাহাজটি ডুবানো হলো