এক কথায় প্রকাশ

101. দুবার জন্মে যা -

  • ক. দ্বৈত জন্ম
  • খ. দ্বিজ
  • গ. দ্বিজন্ম
  • ঘ. পুনর্জন্ম

উত্তরঃ দ্বিজ

বিস্তারিত

102. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কী?

  • ক. অনায়াসলব্ধ
  • খ. অযত্নসম্ভূত
  • গ. অযত্নজাত
  • ঘ. অযত্নলব্ধ

উত্তরঃ অযত্নসম্ভূত

বিস্তারিত

103. ‘ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি’ - এর বাক্য সংকোচন কি?

  • ক. ব্যয়কুণ্ঠ
  • খ. হিসাবী
  • গ. মিতব্যয়ী
  • ঘ. কৃপণ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

104. ‘ক্ষমার অযোগ্য’ এর বাক্য সংকোচন -

  • ক. ক্ষমা
  • খ. ক্ষমাপ্রার্থী
  • গ. ক্ষমার্হ
  • ঘ. ক্ষমাপ্রদ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

105. বাক্যটি এক কথায় প্রকাশ করুন : “পরিমিত ব্যয় করে যে” -

  • ক. মিতব্যয়ী
  • খ. কৃপণ
  • গ. অপচয়কারী
  • ঘ. বিলাসী

উত্তরঃ মিতব্যয়ী

বিস্তারিত

106. ‘যে মদের নেশা করে’ - এক কথায় প্রকাশ করুন।

  • ক. মদপ্রেমিক
  • খ. মদের নেশা
  • গ. মদচুর
  • ঘ. মাতাল

উত্তরঃ মাতাল

বিস্তারিত

107. ‘নষ্ট হওয়ার স্বভার যার’ এক কথায় হবে -

  • ক. নিদাঘ
  • খ. নশ্বর
  • গ. নষ্টমান
  • ঘ. বিনশ্বর

উত্তরঃ নশ্বর

বিস্তারিত

108. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -

  • ক. ঐতিহাসিক
  • খ. ইতিহাসবেত্তা
  • গ. ইতিহাসবিদ
  • ঘ. ইতিহাসবিজ্ঞা

উত্তরঃ ইতিহাসবেত্তা

বিস্তারিত

109. উপকারীর উপকার স্বীকার করে যে -এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

  • ক. উপকার স্বীকার
  • খ. কৃতঘ্ন
  • গ. অকৃতজ্ঞ
  • ঘ. কৃতজ্ঞ

উত্তরঃ কৃতজ্ঞ

বিস্তারিত

110. এক কথায় প্রকাশ করুন - ‘যে নারীর হাসি সুন্দর’।

  • ক. সরোজ
  • খ. সুস্মিতা
  • গ. অনসূয়া
  • ঘ. সাবিত্রী

উত্তরঃ সুস্মিতা

বিস্তারিত

111. ‘যা চিরস্থায়ী নয়’ - এর এক কথায় প্রকাশ কোনটি?

  • ক. নশ্বর
  • খ. অস্থায়ী
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. অবিনশ্বর

উত্তরঃ নশ্বর

বিস্তারিত

112. কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

  • ক. ক্লান্তিহীন
  • খ. অক্লান্ত
  • গ. অক্লান্ত কর্মী
  • ঘ. অবিশ্রাম

উত্তরঃ অক্লান্ত কর্মী

বিস্তারিত

113. 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কী?

  • ক. সুসংবাদ
  • খ. আবেগের বহিঃপ্রকাশ
  • গ. উতফুল্ল হওয়া
  • ঘ. সৌভাগ্যের বিষয়

উত্তরঃ সৌভাগ্যের বিষয়

বিস্তারিত

114. 'যিনি বক্তৃতা দানে পটু' তাকে কী বলে?

  • ক. বাকপটু
  • খ. বাগ্মী
  • গ. সুবক্তা
  • ঘ. অনলবর্ষী

উত্তরঃ বাগ্মী

বিস্তারিত

115. যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কী হবে?

  • ক. অনূঢ়া
  • খ. কুমারী
  • গ. নবোঢ়া
  • ঘ. অবীরা

উত্তরঃ অবীরা

বিস্তারিত

116. ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এককথায় বলে -

  • ক. ঔষধি
  • খ. ওষধি
  • গ. বনস্পতি
  • ঘ. নিসর্গ

উত্তরঃ ওষধি

বিস্তারিত

117. কোনো ভাবেই যা নিবারণ করা যায় না’ - এক কথায় কী হবে?

  • ক. দুর্নিবার
  • খ. দুর্দমনীয়
  • গ. অদম্য
  • ঘ. অনিবার্য

উত্তরঃ অনিবার্য

বিস্তারিত

118. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ - এক কথায় কী হবে?

  • ক. অপরিণামদর্শী
  • খ. অবিমৃষ্যকারী
  • গ. অবিসংবাদী
  • ঘ. অকালদর্শী

উত্তরঃ অবিসংবাদী

বিস্তারিত

119. এক কথায় প্রকাশ করুন: জয়ের জন্য যে উৎসব -

  • ক. বিজয়জয়ন্তী
  • খ. জয়ন্তী
  • গ. বিজয় উৎসব
  • ঘ. জয়ান্তী

উত্তরঃ জয়ন্তী

বিস্তারিত

120. ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’ এর সংক্ষেপ হলো -

  • ক. রত্নি
  • খ. টিবিয়া ফিবুলা
  • গ. হাতাংশ
  • ঘ. গিরিজা

উত্তরঃ রত্নি

বিস্তারিত

121. ‘যে শুনেই মনে রাখতে পারে’ - এর বাক্য সংকোচন

  • ক. মনযোগী
  • খ. মেধাবী
  • গ. শ্রুতিধর
  • ঘ. স্মৃতিবান

উত্তরঃ শ্রুতিধর

বিস্তারিত

122. ‘পাওয়ার আগে ভোগেন আয়োজন’ - কথাটির প্রবাদ কোনটি?

  • ক. গাছে কাঁঠাল গোঁফে তেল
  • খ. ঝোপ বুঝে কোপ মারা
  • গ. খাল কেটে কুমির আনা
  • ঘ. ছাই ফেলতে ভাঙা কুলো

উত্তরঃ গাছে কাঁঠাল গোঁফে তেল

বিস্তারিত

123. ‘যার দুহাত সমান চলে’ বাক্য সংকোচন কোনটি?

  • ক. দোহ্যাতি
  • খ. কুশাল
  • গ. সব্যসাচী
  • ঘ. দ্বিজ

উত্তরঃ সব্যসাচী

বিস্তারিত

124. বাক্য সংকোচন করুন : বুকে ভর দিয়ে চলে যে -

  • ক. ভুজগ
  • খ. তুরগ
  • গ. বিহগ
  • ঘ. উরগ

উত্তরঃ উরগ

বিস্তারিত

125. ‘যে বহু বিষয় জানে’ - তাকে এক কথায় কী বলে?

  • ক. বহু দক্ষ
  • খ. সর্বজ্ঞ
  • গ. সবজান্তা
  • ঘ. বহুজ্ঞানী

উত্তরঃ সর্বজ্ঞ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects