এক কথায় প্রকাশ

76. ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কি?

  • ক. যে উপকারীর উপকার করে না
  • খ. যে উপকারীর অপকার করে
  • গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
  • ঘ. যে উপকারীর উপকার ভুলে যায়

উত্তরঃ যে উপকারীর অপকার করে

বিস্তারিত

77. ‘রাত্রিকালীন যুদ্ধকে’ এককথায় কী বলা হয়?

  • ক. ভুজঙ্গ
  • খ. নৈশরণ
  • গ. জুগুপ্সা
  • ঘ. সৌপ্তিক

উত্তরঃ সৌপ্তিক

বিস্তারিত

78. ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?

  • ক. সাপের খোলস
  • খ. নির্মোহ ব্যক্তি
  • গ. ময়ূরের পেখম
  • ঘ. নিষক রাখার পাত্র

উত্তরঃ সাপের খোলস

বিস্তারিত

79. যার জিহ্বা লকলক করে - এক কথায় কী বলে?

  • ক. লেলিহান
  • খ. লিপ্সা
  • গ. লেহ্য
  • ঘ. যুযুৎসু

উত্তরঃ লেলিহান

বিস্তারিত

80. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় ..।

  • ক. বেতসবৃত্তি
  • খ. পতঙ্গবৃত্তি
  • গ. জলৌকাবৃত্তি
  • ঘ. কুম্ভীলকবৃত্তি

উত্তরঃ কুম্ভীলকবৃত্তি

বিস্তারিত

81. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে বলে -

  • ক. বনজ
  • খ. পরগাছা
  • গ. বনস্পতি
  • ঘ. আগাছা

উত্তরঃ বনস্পতি

বিস্তারিত

82. ‘অনেকের মধ্যে এক’ এর সঠিক বাক্য সংকোচন হলো -

  • ক. অনন্য
  • খ. অসাধারণ
  • গ. অন্যতম
  • ঘ. শ্রেষ্ঠ

উত্তরঃ অন্যতম

বিস্তারিত

83. এক কথায় প্রকাশ করুন : ‘যে নারীর হাসি সুন্দর’।

  • ক. সুস্মিতা
  • খ. সুহাসিনী
  • গ. সুহাসি
  • ঘ. সুচিস্মিতা

উত্তরঃ সুস্মিতা

বিস্তারিত

84. এক কথায় প্রকাশ করুন : ‘অনেক অভিজ্ঞতা আছে যার’।

  • ক. দূরদর্শী
  • খ. অভিজ্ঞ
  • গ. বহুদর্শী
  • ঘ. ত্রিকালজ্ঞ

উত্তরঃ বহুদর্শী

বিস্তারিত

85. ‘যে আপনার রং লুকায়’ তাকে এক কথায় বলে -

  • ক. অদৃশ্য
  • খ. বর্ণচোরা
  • গ. ভূতপূর্ব
  • ঘ. ফুলেল

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

86. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এককথায় কি বলে?

  • ক. বাগ্মী
  • খ. শ্রুতিধর
  • গ. স্মৃতিধর
  • ঘ. শ্রবণশীল

উত্তরঃ শ্রুতিধর

বিস্তারিত

87. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?

  • ক. নিন্দার অযোগ্য
  • খ. নিন্দার যোগ্য
  • গ. নন্দিত
  • ঘ. নিন্দিত

উত্তরঃ নিন্দার অযোগ্য

বিস্তারিত

88. ‘সকলের জন্য প্রযোজ্য’ এর এক কথায় প্রকাশ কী?

  • ক. সর্বজনীন
  • খ. বিশ্বজনীন
  • গ. সর্বতা
  • ঘ. সর্বত্র

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

89. ‘যা পূর্বে দেখা যায়নি’ - এক কথায় কী হবে?

  • ক. অপূর্ব
  • খ. দৃষ্টপূর্ব
  • গ. অদৃষ্টপূর্ব
  • ঘ. অদৃষ্ট

উত্তরঃ দৃষ্টপূর্ব

বিস্তারিত

90. এক কথায় প্রকাশ করুন ‘যার চক্ষু লজ্জা নেই’ -

  • ক. চশমখোর
  • খ. নির্লজ্জ
  • গ. চোষ্য
  • ঘ. লজ্জাহীন

উত্তরঃ চশমখোর

বিস্তারিত

91. ‘যে আপরান রং লুকায়’ তাকে এক কথায় কী বলে?

  • ক. অদৃশ্য
  • খ. বর্ণচোরা
  • গ. ভূতপূর্ব
  • ঘ. ফুলেল

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

92. এক কথায় প্রকাশ করুন : জয়ের জন্য যে উৎসব -

  • ক. বিজয়জয়ন্তী
  • খ. জয়ন্তী
  • গ. জয়ান্তী
  • ঘ. বিজয় উৎসব

উত্তরঃ জয়ন্তী

বিস্তারিত

93. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ -

  • ক. কৃ্ত্তি
  • খ. নির্মোক
  • গ. অজিন
  • ঘ. করভ

উত্তরঃ নির্মোক

বিস্তারিত

94. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ - এক কথায় প্রকাশ করলে কী হয়?

  • ক. প্রত্যুদগমন
  • খ. অগ্রগামী
  • গ. শুভ পদার্পণ
  • ঘ. স্বাগতম

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

95. ‘মেঘের ধ্বনি’ -এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. মৃন্ময়
  • খ. জীমূতমন্দ্র
  • গ. জীমূতেন্দ্র
  • ঘ. শানকি

উত্তরঃ জীমূতমন্দ্র

বিস্তারিত

96. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো -

  • ক. পরোক্ষ
  • খ. প্রত্যক্ষ
  • গ. নিরপেক্ষ
  • ঘ. সমক্ষ

উত্তরঃ সমক্ষ

বিস্তারিত

97. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার -

  • ক. পরিমেয়
  • খ. পশুরী
  • গ. চতুরঙ্গ
  • ঘ. পৌরুষ

উত্তরঃ পশুরী

বিস্তারিত

98. ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে?

  • ক. ফলজ
  • খ. সবজি
  • গ. ওষধি
  • ঘ. শাক

উত্তরঃ ওষধি

বিস্তারিত

99. বাঘের ডাককে এক কথায় বলে -

  • ক. নাদ
  • খ. বৃংহিত
  • গ. গর্জন
  • ঘ. অজিন

উত্তরঃ গর্জন

বিস্তারিত

100. আমি, তুমি ও সে

  • ক. সবাই
  • খ. আমরা
  • গ. আমাদের
  • ঘ. সকলে

উত্তরঃ আমরা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects