এক কথায় প্রকাশ

151. নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?

  • ক. শিঞ্জন
  • খ. রুমঝুম
  • গ. ঝংকার
  • ঘ. নিক্বণ

উত্তরঃ নিক্বণ

বিস্তারিত

152. "যে নারীর স্বামী ও পুত্র নাই" এক কথায় কি বলে? 

  • ক. অনূঢ়া
  • খ. কুমারী
  • গ. নাবোড়া
  • ঘ. অবীরা

উত্তরঃ অবীরা

বিস্তারিত

153. ‘যা জল দেয়’ এর এক কথায় প্রকাশ কি?

  • ক. পাটোয়ারি
  • খ. জলদ
  • গ. জলাধার
  • ঘ. জলখ

উত্তরঃ জলদ

বিস্তারিত

154. 'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে?

  • ক. পেটুক
  • খ. ভোজনবিলাসী
  • গ. বুভুক্ষা
  • ঘ. খাদক

উত্তরঃ বুভুক্ষা

বিস্তারিত

155. 'যা বলা হয়নি' এক কথায় হবে-

  • ক. অবহিত
  • খ. অনুক্ত
  • গ. অবাচ্য
  • ঘ. অনুল্লেখ

উত্তরঃ অনুক্ত

বিস্তারিত

156. এক কাথায় প্রকাশ করুন: “যা আগে জানা যায়নি”

  • ক. অশ্রুতপূর্ব
  • খ. ভূতপূর্ব
  • গ. অজানা
  • ঘ. অভূতপূর্ব

উত্তরঃ অশ্রুতপূর্ব

বিস্তারিত

157. এক কথায় প্রকাশ করুন - ‘জয়ের জন্য যে উৎসব ’ 

  • ক. বিজয়  জয়ান্তী
  • খ. জয়ন্তী
  • গ. জয়ান্তী
  • ঘ. বিজয় উৎসব

উত্তরঃ জয়ন্তী

বিস্তারিত

158. যা কষ্টে নিবারন করা যায় - বাক্য সংকোচন করুন

  • ক. দুণির্বান
  • খ. অনির্বাণ
  • গ. অনিবার্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দুণির্বান

বিস্তারিত

159. কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ--

  • ক. কর্মনিষ্ঠ
  • খ. কর্মোদ্যমী
  • গ. কর্মঠ
  • ঘ. কর্মী

উত্তরঃ কর্মঠ

বিস্তারিত

160. 'দিবসের শেষ ভাগ' এটির সংক্ষেপে কি হবে?

  • ক. পুর্বাহ্ন
  • খ. মধ্যাহ্ন
  • গ. সায়াহ্ন
  • ঘ. অপরাহ্ন

উত্তরঃ অপরাহ্ন

বিস্তারিত

161. প্রোষিতভর্তৃকা' শব্দটি অর্থ কি?

  • ক. বিধবা নারী
  • খ. তালাকপ্রাপ্ত নারী
  • গ. যে নারীর স্বামী বিদেশ থাকে
  • ঘ. যে নারী পিত্রালয়ে থাকে

উত্তরঃ যে নারীর স্বামী বিদেশ থাকে

বিস্তারিত

162. যা কখনো নষ্ট হয় না। এক কথায় প্রকাশ কর-

  • ক. অনিষ্ট
  • খ. অবনিষ্ট
  • গ. অবিনশ্বর
  • ঘ. নশ্বর

উত্তরঃ অবিনশ্বর

বিস্তারিত

163. ‘পান করার যোগ্য’ -এক কথায় কী হবে? 

  • ক. পিপাসা
  • খ. পেয়
  • গ. তৃষ্ণা
  • ঘ. পানি

উত্তরঃ পেয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects