এক কথায় প্রকাশ
126. এক কথায় প্রকাশ করুন : অক্ষির অভিমুখে
- ক. প্রত্যক্ষ
- খ. পরোক্ষ
- গ. সমক্ষ
- ঘ. চাক্ষুস
উত্তরঃ প্রত্যক্ষ
127. ‘চক্ষুর সম্মুখে সংঘটিত’ এর এক কথায় প্রকাশ কি হবে?
- ক. সমক্ষ
- খ. প্রত্যক্ষ
- গ. পরোক্ষ
- ঘ. চাক্ষুষ
উত্তরঃ চাক্ষুষ
130. এক কথায় প্রকাশ করুন : ‘এক মায়ের সন্তান যারা ‘ -
- ক. ভাই - বোন
- খ. ভাতৃ
- গ. সহোদর
- ঘ. যুগপৎ
উত্তরঃ সহোদর
131. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
- ক. জীবননামের ইচ্ছা
- খ. বেঁচে থাকার ইচ্ছা
- গ. জীবনকে জানার ইচ্ছা
- ঘ. জীবন - জীবিকার পথ
উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা
133. মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কী?
- ক. মেঘলা
- খ. মেঘাচ্ছন্ন
- গ. মেঘমেদুর
- ঘ. মেঘাস্নিগ্ধ
উত্তরঃ মেঘমেদুর
134. ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ - তাকে এক কথায় কী বলে?
- ক. অভিসারিণী
- খ. অনন্যপূর্বা
- গ. অন্যপূর্বা
- ঘ. প্রোষিতভর্তৃকা
উত্তরঃ অন্যপূর্বা
135. ‘যে নারী প্রিয় কথা বলে’ - এক কথায় প্রকাশ করুন।
- ক. প্রিয়া
- খ. প্রিয়ংবদা
- গ. শ্রীমতি
- ঘ. সুহাসিনী
উত্তরঃ প্রিয়ংবদা
136. ‘যা কখনো নষ্ট হয় না’ - এক কথায় প্রকাশ কর।
- ক. অনিষ্ট
- খ. অবনিষ্ট
- গ. অবিনশ্বর
- ঘ. নশ্বর
উত্তরঃ অবিনশ্বর
137. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’ - বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
- ক. অজ্ঞাতকুলশীল
- খ. বংশপরিচয়হীন
- গ. কুলবংশহীন
- ঘ. অজ্ঞাতকুলীন
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
138. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
- ক. জানিবার ইচ্চা
- খ. জয় করিবার ইচ্ছা
- গ. হনন করিবার ইচ্ছা
- ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তরঃ জয় করিবার ইচ্ছা
139. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটির সংকোচন করলে হবে -
- ক. তন্ময়
- খ. মন্ময়
- গ. মৃন্ময়
- ঘ. চিন্ময়
উত্তরঃ মৃন্ময়
140. ‘হরণ করার ইচ্ছা’ - কে এক কথায় কী বলে?
- ক. জিজ্ঞাসা
- খ. জিহীর্ষা
- গ. জিঘাংসা
- ঘ. জিগীষা
উত্তরঃ জিহীর্ষা
141. ‘ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে’ তাকে এক কথায় বলে :
- ক. অবিসংবাদী
- খ. নির্ভাবনা
- গ. অপরিণামদর্শী
- ঘ. অবিমৃশ্যকারী
উত্তরঃ অবিমৃশ্যকারী
- ক. যে সর্বদা কুৎসা রটনা করে
- খ. যে আগে পিছে না ভেবে কাজ করে
- গ. যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
- ঘ. যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
উত্তরঃ যে আগে পিছে না ভেবে কাজ করে
144. 'কর্মে অতিশয় তৎপর' এ কথায় কী হবে?
- ক. ত্বরিৎকর্মা
- খ. কর্মবীর
- গ. কর্মপটু
- ঘ. কর্মনিষ্ঠ
উত্তরঃ ত্বরিৎকর্মা
146. ‘উপকার করার ইচ্ছা' এরএক কথায় প্রকাশ কী ?
- ক. উপকারিচ্ছ
- খ. উপকারী
- গ. সাহায্যকারী
- ঘ. উপচিকীর্ষা
উত্তরঃ উপচিকীর্ষা
147. ”মৃত্তিকা দিয়ে তৈরি” কথাটি সংকোচন করলে হবে-
- ক. তন্ময়
- খ. মন্ময়
- গ. মৃন্ময়
- ঘ. চিন্ময়
উত্তরঃ মৃন্ময়
148. ”জিজীবিষা” শব্দের অর্থ কী?
- ক. জীবন নাশের ইচ্ছা
- খ. বেঁচে থাকার ইচ্ছা
- গ. জীবনকে জানার ইচ্ছা
- ঘ. জীবন-জীবিকার পথ
উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা
149. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা-
- ক. আবাহন
- খ. স্বাগতম
- গ. প্রত্যুদ্গমন
- ঘ. সম্ভাষণ
উত্তরঃ প্রত্যুদ্গমন