বাগধারা ও প্রবাদ
226. কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?
- ক. নির্মম
- খ. কুপরামর্শ দেয়া
- গ. কানে ভার দেয়া
- ঘ. কানে পানি দেয়া
উত্তরঃ কুপরামর্শ দেয়া
- ক. নির্মম
- খ. সৎ মামা
- গ. আপন মামা
- ঘ. নির্দয় আত্মীয়
উত্তরঃ নির্দয় আত্মীয়
228. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
- ক. প্রহার করা
- খ. সম্মান করা
- গ. আদর করা
- ঘ. সমাদর করা
উত্তরঃ প্রহার করা
229. 'দুকান কাটা' বাগধারাটির অর্থ কি?
- ক. অসুস্থ ব্যাক্তি
- খ. নিরীহ ব্যাক্তি
- গ. দাগি আসামি
- ঘ. বেহায়া
উত্তরঃ বেহায়া
230. 'গড্ডালিকা প্রবাহ' এর অর্থ কি?
- ক. সেচ্ছায় প্রবাহিত হওয়া
- খ. অনুকরণ বিমুখিতা
- গ. অনুকরণ প্রিয়তণ
- ঘ. অন্ধ অনুকরণ
উত্তরঃ অন্ধ অনুকরণ
231. 'ফপর দালালি'- এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. ধনের অহংকার
- খ. গায়ে পড়ে মাতব্বরী
- গ. কাণ্ডজ্ঞানহীন
- ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ গায়ে পড়ে মাতব্বরী
232. 'লক্কা পায়রা' বাগধারার সঠিক অর্থ কি?
- ক. ফুলবাবু
- খ. উল্টাফল
- গ. কুচক্রী
- ঘ. পলায়ন করা
উত্তরঃ ফুলবাবু
233. 'কলির সন্ধ্যা' বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়?
- ক. সন্ধ্যাকুসুম
- খ. দুঃখের সূচনা
- গ. দুর্দিন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দুঃখের সূচনা
234. 'সাতকাহন' বাগধারার অর্থ কি?
- ক. অলিক কথা
- খ. সুখের সম্ভার
- গ. স্বল্প পরিমাণ
- ঘ. প্রচুর পরিমাণ
উত্তরঃ প্রচুর পরিমাণ
235. 'স্বর্গে বাতি দেওয়া' বলতে কী বোঝায়?
- ক. বংশের সুনাম বৃদ্ধি করা
- খ. বংশ পরম্পরা
- গ. বংশ রক্ষা করা
- ঘ. বংশ বৃদ্ধি করা
উত্তরঃ বংশ রক্ষা করা
- ক. নিকটাত্মীয়
- খ. সুসম্পর্ক
- গ. একই মনোভাবাপন্ন
- ঘ. অন্তরঙ্গ বন্ধুত্ব
উত্তরঃ অন্তরঙ্গ বন্ধুত্ব
237. 'বাঘের মাসি' বাগধারাটির অর্থ কি?
- ক. আরাম প্রিয় ব্যাক্তি
- খ. গরিব মানুষ
- গ. ধনী ব্যাক্তি
- ঘ. ভয়াতুর
উত্তরঃ আরাম প্রিয় ব্যাক্তি
238. 'হাড় জুড়ানো' বাগধারাটির অর্থ কি?
- ক. আরোগ্য লাভ
- খ. বিশ্রাম নেয়া
- গ. মারা যাওয়া
- ঘ. স্বস্তি লাভ করা
উত্তরঃ স্বস্তি লাভ করা
239. 'হাত কামড়ানো' বাগধারাটির অর্থ কি?
- ক. বদলা নেয়া
- খ. আঘাতের হুমকি দেয়া
- গ. চিন্তা করা
- ঘ. আফসোস করা
উত্তরঃ আফসোস করা
240. 'হাত জোড়া থাকা' বাগধারাটির অর্থ?
- ক. চিন্তায় পড়া
- খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া
- গ. অলস থাকা
- ঘ. কর্মব্যস্ত থাকা
উত্তরঃ কর্মব্যস্ত থাকা
- ক. নতুন করে আরম্ভ করা
- খ. নিরেট মূর্খ
- গ. সীমাবদ্ধ জ্ঞান
- ঘ. বিপদজ্জনক পরিণতি
উত্তরঃ নতুন করে আরম্ভ করা
242. 'খোদার খাসি' বাগধারাটির অর্থ কি?
- ক. অত্যন্ত অলস
- খ. ভাবনাচিন্তাহীন
- গ. অযাচিত
- ঘ. ধনী ব্যাক্তি
উত্তরঃ ভাবনাচিন্তাহীন
- ক. জ্ঞানী ব্যাক্তি
- খ. পদস্থ ব্যাক্তি
- গ. সম্মানিত ব্যাক্তি
- ঘ. ক্ষমতাশালী ব্যাক্তি
উত্তরঃ ক্ষমতাশালী ব্যাক্তি
244. 'টীকাভাষ্য'- বাগধারাটির অর্থ কি?
- ক. দীর্ঘ আলোচনা
- খ. সংক্ষিপ্ত আলোচনা
- গ. অর্থহীন কথা
- ঘ. সদালাপ
উত্তরঃ দীর্ঘ আলোচনা
245. বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'ধর্মের ষাঁড়'--
- ক. অকর্মণ্য
- খ. বেহায়া
- গ. স্বার্থপর
- ঘ. সুসময়ের বন্ধু
উত্তরঃ অকর্মণ্য
246. বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'একচোখা'--
- ক. পক্ষপাতদুষ্ট
- খ. প্রাচীনপন্থী
- গ. ভণ্ড সাধু
- ঘ. ধার্মিক
উত্তরঃ পক্ষপাতদুষ্ট
247. 'ছেঁড়া চুলে খোপা বাঁধা' বাগধারাটির অর্থ কি?
- ক. অকেজো লোক
- খ. অসময়ে আবির্ভাব
- গ. উপহাস
- ঘ. পরকে আপন করার চেষ্টা
উত্তরঃ পরকে আপন করার চেষ্টা
248. কোন বাগধারাটি 'সক্রিয় হওয়া' অর্থ জ্ঞাপক?
- ক. গোঁ ধরা
- খ. ঔষধ ধরা
- গ. লাইন ধরা
- ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ ঔষধ ধরা
249. 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?
- ক. হাত কামড়ানো
- খ. হাতের লক্ষী পায়ে ঠেলা
- গ. হাতে মাথা কাটা
- ঘ. কপালে হাত দেওয়া
উত্তরঃ কপালে হাত দেওয়া
250. 'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ কি?
- ক. ন্যাকামি
- খ. অপদার্থ
- গ. না জেনে কিছু করা
- ঘ. মারা যাওয়া
উত্তরঃ ন্যাকামি