বাগধারা ও প্রবাদ

126. ‘শত্রুকে অতি যত্নে পালন করা।’-এর উপযুক্ত প্রবাদ বাক্য কোনটি?

  • ক. পরের ধরে পোদ্দারী
  • খ. তিলকে তাল করা
  • গ. ধরাকে সরা জ্ঞান করা
  • ঘ. দুধ কলা দিয়ে কালসাপ পোষা

উত্তরঃ দুধ কলা দিয়ে কালসাপ পোষা

বিস্তারিত

127. ‘বুকে বসে দাড়ি উপড়ানো’ অর্থ কি?

  • ক. আকস্মিক সুযোগ লাভ
  • খ. বিপুল ক্ষতিসাধন করা
  • গ. স্বার্থপরতা দেখান
  • ঘ. আশ্রয়দাতার অনিষ্ট করা

উত্তরঃ আশ্রয়দাতার অনিষ্ট করা

বিস্তারিত

128. ‘কাটা দিয়ে কাঁটা তোলা’-প্রবাদটির অর্থ কি?

  • ক. শত্রু দিয়ে শত্রু নাশ
  • খ. একের দায় অন্যের ঘাড়ে চাপানো
  • গ. অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার
  • ঘ. নিজের স্বার্থ দেখা

উত্তরঃ শত্রু দিয়ে শত্রু নাশ

বিস্তারিত

129. ‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-

  • ক. মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
  • খ. ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
  • গ. বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
  • ঘ. যাতে প্রচুর ফল লাভ হয়

উত্তরঃ বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না

বিস্তারিত

130. ‘চেনা বামুনের পৈতা লাগে না।’-প্রবাদের অর্থ হলো-

  • ক. স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না
  • খ. চেনা বামুন পৈতা পরেন না
  • গ. পৈতা দিয়ে বামুনকে চেনা যায়
  • ঘ. পৈতা পরলেই বামুন হয় না

উত্তরঃ স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না

বিস্তারিত

131. গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ কোন প্রবাদের সাহায্যে বোঝান যায়?

  • ক. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
  • খ. অসারের তর্যন গর্যন সার
  • গ. কানা ছেলার নাম পদ্মলোচন
  • ঘ. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি

উত্তরঃ অসারের তর্যন গর্যন সার

বিস্তারিত

132. পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে- প্রবচনটির অর্থ কী?

  • ক. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
  • খ. উচ্চ শ্রেণীর ব্যাক্তির সাথে বসে খাওয়া
  • গ. সুদিন ফিরে আসা
  • ঘ. বিপদে পড়ে কাজ করা

উত্তরঃ বিপদে পড়ে কাজ করা

বিস্তারিত

133. উড়নচণ্ডী

  • ক. অমিতব্যয়ী
  • খ. উচ্ছৃঙ্খল
  • গ. অবাধ্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অমিতব্যয়ী

বিস্তারিত

134. 'হাতের পাঁচ' এর অর্থ কোনটি?

  • ক. নিকট জন
  • খ. পরমাত্মীয়
  • গ. বন্ধু
  • ঘ. শেষ সম্বল

উত্তরঃ শেষ সম্বল

বিস্তারিত

135. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

  • ক. সুখের পায়রা
  • খ. শরতের শিশির
  • গ. দুধের মাছি
  • ঘ. লক্ষীর বরযাত্রী

উত্তরঃ সুখের পায়রা

বিস্তারিত

136. সাপে নেউলে শব্দের অর্থ কী?

  • ক. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
  • খ. সাপের লেজ
  • গ. শত্রুতা
  • ঘ. কোনটিই না

উত্তরঃ শত্রুতা

বিস্তারিত

137. 'শ্রীঘর' এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী?

  • ক. সুদৃশ্য ঘর
  • খ. বৈঠকখানা
  • গ. জেলখানা
  • ঘ. সরাইখানা

উত্তরঃ জেলখানা

বিস্তারিত

138. "ভিজা বিড়াল" বাগধারাটির অর্থ কী?

  • ক. কপট
  • খ. কৃপণ
  • গ. কুৎসিত
  • ঘ. কণ্টক

উত্তরঃ কপট

বিস্তারিত

139. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?

  • ক. বকধার্মিক-বিড়াল তপস্বী
  • খ. মনিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
  • গ. ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
  • ঘ. অন্ধের ষষ্টি -অন্ধের নড়ি

উত্তরঃ ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি

বিস্তারিত

140. 'বক দেখানো' বাগধারাটির অর্থ কী?

  • ক. কথায় পটু
  • খ. পড়ুয়া
  • গ. অশোভনভাবে বিদ্রুপ করা
  • ঘ. মতিচ্ছন্ন হওয়া

উত্তরঃ অশোভনভাবে বিদ্রুপ করা

বিস্তারিত

141. 'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ কী?

  • ক. ক্ষমতাসীন পার্টি
  • খ. বিরোধী পার্টি
  • গ. কদরহীন লোক
  • ঘ. নিকৃষ্ট লোক

উত্তরঃ কদরহীন লোক

বিস্তারিত

142. 'পাথরে পাঁচ কিল' বাগধারাটির অর্থ কী?

  • ক. অতিরিক্ত সুবিধা
  • খ. সর্বস্বান্ত হওয়া
  • গ. সুখের সময়
  • ঘ. ধাক্কা সামলানো

উত্তরঃ সুখের সময়

বিস্তারিত

143. 'নাটের গুরু' বাগধারাটির অর্থ-

  • ক. খল নায়ক
  • খ. নাট্য গুরু
  • গ. মূল নায়ক
  • ঘ. গুরু

উত্তরঃ মূল নায়ক

বিস্তারিত

144. 'সেচ্ছাচারী ব্যাক্তি' বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

  • ক. ধর্মের ষাঁড়
  • খ. পোয়া বারো
  • গ. রাহুর দশা
  • ঘ. বুদ্ধির ঢেকি

উত্তরঃ ধর্মের ষাঁড়

বিস্তারিত

145. "দু কান কাটা" বাগধারাটির অর্থ-

  • ক. বেহায়া
  • খ. দাগী আসামী
  • গ. নিরিহ ব্যাক্তি
  • ঘ. অসুস্থ ব্যাক্তি

উত্তরঃ বেহায়া

বিস্তারিত

146. 'ঘটিরাম' বাগধারাটির অর্থ-

  • ক. ভন্ড ধার্মিক
  • খ. নেকামি
  • গ. বড় মুখ
  • ঘ. বক্ ধার্মিক

উত্তরঃ নেকামি

বিস্তারিত

147. 'ঘাটের মড়া' বাগধারাটির অর্থ কী-

  • ক. দৃঢ় পণ
  • খ. অকাজে সময় নষ্ট
  • গ. অতি বৃদ্ধ
  • ঘ. ভারবাহী

উত্তরঃ অতি বৃদ্ধ

বিস্তারিত

148. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. বাড়তি বোঝা
  • খ. রূপের মোহ
  • গ. ভূমিকা
  • ঘ. ফিটফাট

উত্তরঃ ভূমিকা

বিস্তারিত

149. 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

  • ক. সুখের পায়রা
  • খ. খোদার খাসি
  • গ. যক্ষের ধন
  • ঘ. বসন্তের কোকিল

উত্তরঃ খোদার খাসি

বিস্তারিত

150. 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'--- এর সমার্থক বাগধারা কোনটি?

  • ক. কলকাঠি নাড়া
  • খ. কুপোকাত
  • গ. কালে ভদ্রে
  • ঘ. কথায় চিড়া ভিজা

উত্তরঃ কথায় চিড়া ভিজা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects