বাগধারা ও প্রবাদ
76. ‘শিরে সংক্রান্তি’ অর্থ কি?
- ক. মাথার বোঝা
- খ. মাথায় বিপদ
- গ. মহাবিপদ
- ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ আসন্ন বিপদ
- ক. নিরীহ ব্যক্তি
- খ. কর্মী ব্যক্তি
- গ. অচল ব্যক্তি
- ঘ. সর্দার
উত্তরঃ সর্দার
78. ‘হাতে স্বর্গ পাওয়া’ কি অর্থ বহন করে?
- ক. ফল লাভ করা
- খ. কাঙ্ক্ষিত বস্তু লাভ
- গ. দুর্লভ কিছু পাওয়া
- ঘ. অটল
উত্তরঃ দুর্লভ কিছু পাওয়া
79. ‘বিশ নেই তার কুলোপনা চক্কর’-এর অর্থ কি?
- ক. অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
- খ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
- গ. যার কোন প্রকার ক্ষমতা নেই
- ঘ. বিষ আছে কিন্তু কুলো নেই
উত্তরঃ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
- ক. মণিকাঞ্চন যোগ
- খ. সোনায় সোহাগা
- গ. আদায় কাঁচকলায়
- ঘ. আম দুধে মেশা
উত্তরঃ আদায় কাঁচকলায়
81. দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
- ক. ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক
- খ. ঢেঁকির কচকচি
- গ. মাছের মার পুত্র শোক
- ঘ. রাবনের চিতা
উত্তরঃ রাবনের চিতা
82. “অকালপক্ব”-এর ‘বাগধারা’ কোনটি?
- ক. ইঁচড়ে পাকা
- খ. গাছে পাকা
- গ. মূলে পাকা
- ঘ. গোড়ায় পাকা
উত্তরঃ ইঁচড়ে পাকা
83. ‘তাসের ঘর’-বাগধারাটির সার্থক প্রয়োগ হয়েছে কোন বাক্যে?
- ক. তাসের ঘর মজার আসার
- খ. তাসের ঘর খেলা করে
- গ. এ দুনিয়ার তাসের ঘর, ধ্বংশ হবে দুদিন পর
- ঘ. তাসের ঘর অবিনশ্বর
উত্তরঃ এ দুনিয়ার তাসের ঘর, ধ্বংশ হবে দুদিন পর
- ক. আকাশ পাতাল
- খ. আদায় কাঁচকলায়
- গ. অহিনকুল
- ঘ. দা-কুমড়া
উত্তরঃ আকাশ পাতাল
85. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
- ক. চাঁদের হাট
- খ. মণিকাঞ্চন যোগ
- গ. একাদশে বৃহস্পতি
- ঘ. এলাহি কাণ্ড
উত্তরঃ মণিকাঞ্চন যোগ
86. ‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি?
- ক. ভণ্ড
- খ. বহিপীর
- গ. অতিশয় পণ্ডিত
- ঘ. সামান্য ত্রুটি
উত্তরঃ ভণ্ড
87. ছেলের হাতের মোয়া কথাটির অর্থ কি?
- ক. সহজপ্রাপ্য
- খ. বিশেষ ধরনের মোয়া
- গ. দুর্লভ
- ঘ. কঠিন
উত্তরঃ সহজপ্রাপ্য
88. ‘বকধার্মিক’-কথাটির অর্থ কি?
- ক. ভণ্ড ধার্মিক
- খ. ছোট প্রাণ
- গ. সামরিক
- ঘ. সুবোধহীন
উত্তরঃ ভণ্ড ধার্মিক
- ক. অবিশ্বাসী
- খ. বিশ্বাসপ্রবণ
- গ. বিশ্বাসী
- ঘ. বিশ্বাসহীন
উত্তরঃ বিশ্বাসপ্রবণ
90. ‘মগের মুল্লুক’ কথাটির অর্থ কি?
- ক. অরাজক দেশ
- খ. অনুচিত কর্ম
- গ. অসম্ভব ব্যাপার
- ঘ. বৃথা আস্ফালন
উত্তরঃ অরাজক দেশ
- ক. অহিনকুল -দাকুমড়া
- খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা
- গ. তাসের ঘর - তামার বিষ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অহিনকুল -দাকুমড়া
92. ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
- ক. দেখতে সাধু হলেও ভণ্ড
- খ. অপদার্থ
- গ. অজানা থাকা
- ঘ. কাল্পনিক কাহিনী
উত্তরঃ দেখতে সাধু হলেও ভণ্ড
93. ‘এলাহি কাণ্ড’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. অসম্ভব
- খ. বিরাট ব্যাপার
- গ. নিত্য নৈমিত্তিক
- ঘ. মারাত্মক ব্যাপার
উত্তরঃ বিরাট ব্যাপার
94. ‘আষাঢ়ে গল্প’ কথাটির অর্থ কি?
- ক. আজগুবি গল্প
- খ. নতুন গল্প
- গ. যাদু বিদ্যা
- ঘ. চিন্তাভাবনা
উত্তরঃ আজগুবি গল্প
95. ‘তীর্থের কাক’-বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. লোভী
- খ. কপট
- গ. প্রত্যাশী
- ঘ. ধূর্ত স্বভাবের
উত্তরঃ প্রত্যাশী
96. ‘অন্ধের যষ্ঠি’ কথাটির অর্থ কি?
- ক. একমাত্র সহায় সম্বল
- খ. বিপদে পড়া
- গ. কানা লোকের বুদ্ধি
- ঘ. অন্ধ ব্যক্তির লাঠি
উত্তরঃ একমাত্র সহায় সম্বল
97. ‘মিছরির ছুরি’-এর অর্থ কোনটি?
- ক. কপটাচারী
- খ. মুখে মধু অন্তরে বিষ
- গ. কপট বেদনাবোধ
- ঘ. অসম্ভব ব্যাপার
উত্তরঃ মুখে মধু অন্তরে বিষ
98. এখন তার- ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে?
- ক. এলাহী কাণ্ড
- খ. চাঁদের হাট
- গ. একাদশে বৃহস্পতি
- ঘ. খণ্ড প্রলয়
উত্তরঃ একাদশে বৃহস্পতি
99. ‘চিনির বলদ’ কথাটির অর্থ কি?
- ক. লজ্জাহীন
- খ. অযথা সময় নষ্ট
- গ. ভারবাহী কিন্তু ফলভোগী নয়
- ঘ. অত্যন্ত পরিশ্রমী
উত্তরঃ ভারবাহী কিন্তু ফলভোগী নয়
100. “কল্কে পাওয়া” বাগধারার অর্থ কোনটি?
- ক. পাত্তা পাওয়া
- খ. নেশায় পাওয়া
- গ. কিনারা পাওয়া
- ঘ. কল্কির স্বভাব পাওয়া
উত্তরঃ পাত্তা পাওয়া