বাগধারা ও প্রবাদ

176. অরণ্যে রোদন- বাগধারাটির অর্থ কি?

  • ক. বনে রোদন
  • খ. নীরবে কান্না
  • গ. নিষ্ফল আবেদন
  • ঘ. দুর্লভ বস্তু

উত্তরঃ নিষ্ফল আবেদন

বিস্তারিত

177. অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক

  • ক. ইতর বিশেষ
  • খ. ইচড়ে পাকা
  • গ. আক্কেল গুড়ুম
  • ঘ. উড়নচণ্ডী

উত্তরঃ উড়নচণ্ডী

বিস্তারিত

178. নিচের কোনটি 'অগস্ত্য যাত্রা' বাগধারার অর্থ?

  • ক. সাময়িক যাত্রা
  • খ. মারা যাওয়া
  • গ. চিরদিনের জন্য প্রস্থান
  • ঘ. যাত্রাপথে বাধা

উত্তরঃ চিরদিনের জন্য প্রস্থান

বিস্তারিত

179. 'অক্কা পাওয়া'- এর অর্থ কি?

  • ক. বেঁচে যাওয়া
  • খ. মারা যাওয়া
  • গ. জ্ঞান ফেরা
  • ঘ. সচেতন হওয়া

উত্তরঃ মারা যাওয়া

বিস্তারিত

180. বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?

  • ক. তিন ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. দুই ভাগে

উত্তরঃ দুই ভাগে

বিস্তারিত

181. নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়?

  • ক. অদৃষ্টের পরিহাস
  • খ. অকূল পাথার
  • গ. অগ্নিশর্মা
  • ঘ. আটকপালে

উত্তরঃ অকূল পাথার

বিস্তারিত

182. 'আটকপালে'- এর অর্থ কি?

  • ক. ভালো ভাগ্য
  • খ. অপদার্থ
  • গ. হতভাগ্য
  • ঘ. অত্যন্ত গরীব

উত্তরঃ হতভাগ্য

বিস্তারিত

183. নিচের বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক?

  • ক. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  • খ. অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
  • গ. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
  • ঘ. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস

উত্তরঃ অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়

বিস্তারিত

184. 'কূপমণ্ডুক' বাগধারাটির অর্থ কি?

  • ক. অসম্ভব বস্তু
  • খ. ঘরকুনো
  • গ. গুরত্বহীন বিষয়
  • ঘ. পুনরায় আরম্ভ

উত্তরঃ ঘরকুনো

বিস্তারিত

185. নিচের কোনটি 'তীব্রজ্বালা' অর্থ বুঝাচ্ছে?

  • ক. গলগ্রহ
  • খ. চিনির বলদ
  • গ. কেচোঁগণ্ডস
  • ঘ. কুল কাঠের আগুন

উত্তরঃ কুল কাঠের আগুন

বিস্তারিত

186. নিচের কোনটি 'পরিপাটি' অর্থব্যাপক?

  • ক. কেতা দুরস্ত
  • খ. গড্ডলিকা প্রবাহ
  • গ. গদাই লস্করী চাল
  • ঘ. গোবর গনেশ

উত্তরঃ কেতা দুরস্ত

বিস্তারিত

187. 'কেউ কাটা' অর্থ কি?

  • ক. বুদ্ধিমান
  • খ. অগ্রসর
  • গ. সামান্য
  • ঘ. অলস

উত্তরঃ সামান্য

বিস্তারিত

188. 'অন্ধ অনুকরণ' নিচের কোনটির অর্থ?

  • ক. গড্ডলিকা প্রবাহ
  • খ. গদাই লস্করী চাল
  • গ. গায়ে ফু দিয়ে বেড়ানো
  • ঘ. নেই আকড়া

উত্তরঃ গড্ডলিকা প্রবাহ

বিস্তারিত

189. 'গোয়ার গোবিন্দ' অর্থ কি?

  • ক. নিত্তান্ত অলস
  • খ. চাটুকার
  • গ. নির্বোধ
  • ঘ. নির্বোধ অথবা হটকারী

উত্তরঃ নির্বোধ অথবা হটকারী

বিস্তারিত

190. 'নিচের কোন বাগধারাটি চুরি করা' অর্থে ব্যবহৃত হয়?

  • ক. চোখের বালি
  • খ. চক্ষুদান করা
  • গ. চোখের পর্দা
  • ঘ. তাল কানা

উত্তরঃ চক্ষুদান করা

বিস্তারিত

191. নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়?

  • ক. চোখের পর্দা
  • খ. কান পাতলা
  • গ. ফোড়ন দেওয়া
  • ঘ. ঠোঁট কাটা

উত্তরঃ চোখের পর্দা

বিস্তারিত

192. ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি?

  • ক. সুযোগমত কাজ করা
  • খ. অতিরিক্ত চালবাজি
  • গ. অভাব চাপা রাখা
  • ঘ. কৌশলে কার্যোদ্ধার

উত্তরঃ অভাব চাপা রাখা

বিস্তারিত

193. 'তালকানা' এর অর্থ কি?

  • ক. বেহায়া
  • খ. বেতাল হওয়া
  • গ. শ্রমবিমুখ
  • ঘ. নিরেট মূর্খ

উত্তরঃ বেতাল হওয়া

বিস্তারিত

194. নিচের কোন বাগধারাটির অর্থ 'অর্থের কু প্রভাব'?

  • ক. তামার বিষ
  • খ. নয় ছয়
  • গ. এলাহি কাণ্ড
  • ঘ. উড়নচণ্ডী

উত্তরঃ তামার বিষ

বিস্তারিত

195. 'নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?

  • ক. কুটিল
  • খ. দলপতি
  • গ. একগুয়ে
  • ঘ. সামান্য

উত্তরঃ একগুয়ে

বিস্তারিত

196. নিচের কোন বাগধারাটি অতিরিক্ত চালবাজি অর্থ বুঝাচ্ছে?

  • ক. বকধার্মিক
  • খ. বিড়াল তপস্বী
  • গ. দু মুখো সাপ
  • ঘ. ফপর দালালি

উত্তরঃ ফপর দালালি

বিস্তারিত

197. 'বাঁ হাতের ব্যাপার' বলতে বুঝানো হয়?

  • ক. বাম হাতের কাজ
  • খ. ঘুষ গ্রহণ
  • গ. কোনো ব্যক্তির শক্তি
  • ঘ. চাটুকারী

উত্তরঃ ঘুষ গ্রহণ

বিস্তারিত

198. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থুবাচক?

  • ক. বর্ণোচোরা আম, ভিজেবিড়াল
  • খ. ভরাডুবি, ভুতের বেগার
  • গ. দু মুখো সাপ, ধরি মাছ না ছুঁই পানি
  • ঘ. তাষের ঘর, ভূষণ্ডির কাক

উত্তরঃ বর্ণোচোরা আম, ভিজেবিড়াল

বিস্তারিত

199. উভয় সংকট বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

  • ক. দু'মুখো সাপ
  • খ. শাঁখের করাত
  • গ. দা কুমড়ো
  • ঘ. অহিনকুল সম্বন্ধ

উত্তরঃ শাঁখের করাত

বিস্তারিত

200. নিচের কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়?

  • ক. চোখের পর্দা
  • খ. চোখের বালি
  • গ. চোখের জল
  • ঘ. চোখের মণি

উত্তরঃ চোখের পর্দা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects