বাগধারা ও প্রবাদ
151. 'কেঁচো গণ্ডুস' বাগধারাটির অর্থ কী?
- ক. পুনরায়
- খ. নতুন করে শুরু
- গ. অভিষেক
- ঘ. ভূমিকা করা
উত্তরঃ নতুন করে শুরু
152. 'কাষ্ঠ হাসি' বাগধারাটির অর্থ-
- ক. স্বেচ্ছাচারী
- খ. বিত্তশালী
- গ. শুকনো হাসি
- ঘ. গন্ডমূর্খ
উত্তরঃ শুকনো হাসি
154. 'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ---
- ক. সুন্দর কথা
- খ. প্রচুর কথা
- গ. রাগের কথা
- ঘ. অর্থহীন কথা
উত্তরঃ অর্থহীন কথা
155. আকাশ ভেঙ্গে পড়া---
- ক. হঠাৎ বিপদ হওয়া
- খ. আশ্চর্য্য হওয়া
- গ. মন্দ ভাগ্য
- ঘ. কঠিন পরীক্ষা
উত্তরঃ হঠাৎ বিপদ হওয়া
156. অন্ধকার দেখা---
- ক. দুর্লোভ বস্তু
- খ. হতবুদ্ধি
- গ. দৃষ্টি শক্তিহীন
- ঘ. স্বার্থে আঘাত লাগা
উত্তরঃ হতবুদ্ধি
157. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?
- ক. শুরু করা
- খ. তাড়াতাড়ি শেষ করা
- গ. বিশ্রাম করা
- ঘ. শেষ বিদায়
উত্তরঃ শেষ বিদায়
158. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
- ক. কপট ব্যাক্তি
- খ. ঘনিষ্ট সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
159. 'গাছপাথর' বাগধারাটির অর্থ-
- ক. ভূমিকা করা
- খ. হিসাব-নিকাশ
- গ. অসম্ভব বস্তু
- ঘ. বাড়াবাড়ি
উত্তরঃ হিসাব-নিকাশ
160. ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ-
- ক. আত্মসম্মান রক্ষা করা
- খ. পক্ষপাতদুষ্ট
- গ. পৃষ্ঠপোষককে সমর্থন
- ঘ. অন্যের অনুরকণ
উত্তরঃ আত্মসম্মান রক্ষা করা
162. বাগধারা বা বাগ্বিধি কোন শব্দ বা শব্দগুছের--
- ক. আভিধানিক অর্থ প্রকাশ করে
- খ. বিশেষ অর্থ প্রকাশ করে
- গ. আক্ষরিক অর্থ প্রকাশ করে
- ঘ. অতিরিক্ত অর্থ প্রকাশ করে
উত্তরঃ বিশেষ অর্থ প্রকাশ করে
163. 'হায়রে আমড়া কেবলে আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?
- ক. অন্তসারশূন্য অবস্থা
- খ. সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন
- গ. বরের ঘরের মাসী, কনের ঘরের পিসী
- ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট
উত্তরঃ অন্তসারশূন্য অবস্থা
164. যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে- প্রবাদ বাক্যে তাকে কি বলে?
- ক. কচুবনের কালাচাঁদ
- খ. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
- গ. বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
- ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট
উত্তরঃ বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
165. সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
- ক. কেউকাটা
- খ. একাদশে বৃহস্পতি
- গ. এলাহী কাণ্ড
- ঘ. গোঁফ খেজুরে
উত্তরঃ একাদশে বৃহস্পতি
166. শব্দের ব্যবহার দুই প্রকার। যথা-
- ক. আকাঙ্ক্ষা, আসত্তি
- খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ
- গ. ক্রিয়া, কর্ম
- ঘ. যোগ্যতা, অভিব্যক্তি
উত্তরঃ বাচ্যার্থ, লক্ষ্যার্থ
168. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়, তাদের কি বলে?
- ক. বাচ্যার্থ
- খ. উৎকর্ষ
- গ. লক্ষ্যার্থ
- ঘ. যোগ্যতা
উত্তরঃ লক্ষ্যার্থ
169. ইনি আমার বৈবাহিক- এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থ-
- ক. সংকোচন হয়েছে
- খ. উৎকর্ষ হয়েছে
- গ. অপকর্ষ হয়েছে
- ঘ. অর্থ সংকোচন
উত্তরঃ সংকোচন হয়েছে
170. শ্রী রামকৃষ্ণ পরমহংস এই বাক্যে পরমহংস শব্দটির-
- ক. অপ্রকর্ষ হয়েছে
- খ. উৎকর্ষ প্রাপ্তি
- গ. অর্থান্তর ব্যাপ্তি
- ঘ. অর্থ সংকোচন
উত্তরঃ উৎকর্ষ প্রাপ্তি
171. জ্যাঠামি করো না- এই বাক্যে জ্যাঠামি শব্দটির অর্থের-
- ক. উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে
- খ. অপকর্ষ ঘটেছে
- গ. অর্থ সংকোচন হয়েছে
- ঘ. অর্থান্তর হয়েছে
উত্তরঃ অপকর্ষ ঘটেছে
172. এবার গিন্নীর মুখ ছুটেছে- এই বাক্যে 'মুখ' শব্দটি কি অর্থ প্রকাশ করে?
- ক. গালমন্দ করা
- খ. মুখের স্বাদ নষ্ট হওয়া
- গ. সম্মান বাঁচানো
- ঘ. গালিগালাজ আরম্ভ
উত্তরঃ গালিগালাজ আরম্ভ
173. এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না- এই বাক্যে পাকা শব্দের অর্থ কি?
- ক. স্থায়ী
- খ. পরিপক্ক
- গ. দক্ষ
- ঘ. শত্রুতা
উত্তরঃ দক্ষ
175. বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে কি বলে?
- ক. যোগ্যতা
- খ. অপকর্ষ
- গ. উৎকর্ষ
- ঘ. রীতি সিদ্ধ প্রয়োগ
উত্তরঃ রীতি সিদ্ধ প্রয়োগ