ণত্ব ও ষত্ব বিধান
76. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ?
- ক. সন্ধিসাধিত
- খ. সমাসসাধিত
- গ. প্রত্যয়সাধিত
- ঘ. উপসর্গসাধিত
উত্তরঃ সমাসসাধিত
79. তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
- ক. লিঙ্গান্তর
- খ. বিশেষণ
- গ. ণ-ত্ব বিধান
- ঘ. সবকটি
উত্তরঃ ণ-ত্ব বিধান
84. কখণ 'ণ' হয় না ?
- ক. ক -বর্গের আগে
- খ. ট -বর্গের আগে
- গ. ত -বর্গের আগে
- ঘ. চ -বর্গের আগে
উত্তরঃ ত -বর্গের আগে
85. বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই -
- ক. ণ হয়
- খ. ন হয়
- গ. মাঝে মাঝে ণ হয়
- ঘ. ণ ও ন উভয়ই হয়
উত্তরঃ ন হয়
86. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ?
- ক. দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
- খ. সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
- গ. কারক নির্ণয়ে
- ঘ. শব্দের বানানে
উত্তরঃ সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
87. কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ?
- ক. তৎসম
- খ. দেশী
- গ. বিদেশী
- ঘ. তদ্ভব
উত্তরঃ তৎসম
88. কোথায় ষ হয় না ?
- ক. তৎসম শব্দে
- খ. তদ্ভব শব্দে
- গ. অর্ধতৎসম শব্দে
- ঘ. খাঁটি বাংলা শব্দে
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
91. যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?
- ক. ণ-ত্ব বিধান
- খ. ষ-ত্ব বিধান
- গ. র-ত্ব বিধান
- ঘ. মর্ধূনীভবন
উত্তরঃ ষ-ত্ব বিধান
93. কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ?
- ক. পোশাক, মাষ্টার
- খ. করিস, দেশী
- গ. ঋষি, বিষম
- ঘ. আষাঢ়, নেশা
উত্তরঃ ঋষি, বিষম
96. কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?
- ক. তৎসম শব্দে
- খ. তদ্ভব শব্দে
- গ. দেশী শব্দে
- ঘ. বিদেশী শব্দে
উত্তরঃ তৎসম শব্দে
98. কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?
- ক. তৎসম
- খ. অর্ধতৎসম
- গ. বিদেশী
- ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই